ETV Bharat / state

মুর্শিদাবাদে ব্যাপক সাড়া জনতা কারফিউয়ে - janata carfew

জেলার সরকারি ও বেসরকারি সমস্ত স্বাস্থ্য কেন্দ্র খোলা রেখে পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে

janata-carfew-in-musidabad
মুর্শিদাবাদে
author img

By

Published : Mar 22, 2020, 4:54 PM IST

Updated : Mar 22, 2020, 5:02 PM IST

মুর্শিদাবাদ, 22 মার্চ: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মুর্শিদাবাদ জেলায় স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে "জনতার কারফিউ" ৷ প্রধানমন্ত্রীর আহ্বানে জনতা কারফিউয়ের প্রভাব ব্যাপকভাবে পড়েছে বহরমপুর সদর মহকুমা সহ জেলার পাঁচটি মহকুমায় । জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুয়ায়ী এদিন জেলার ৯৭ শতাংশ মানুষ কোরোনা মোকাবিলায় নিজেদের গৃহবন্দী করে রেখেছেন ।

সুনসান পথ ঘাট । দু-চারটি সরকারি বাস চললেও সেখানে যাত্রীর অভাব স্পষ্ট । মুর্শিদাবাদ জেলা জুড়ে এভাবেই জনতা কারফিউ পালিত হতে দেখা গেল । জেলার কোথাও ব্যবসায়ীরা দোকানপাট খোলেননি ৷ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই সাধারণ মানুষ মারণ ভাইরাসের মোকাবিলায় নেমেছে । জরুরি পরিষেবা বাদে সবজি বাজার থেকে শুরু করে এদিন সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে । শিয়ালদা লালগোলা শাখার সমস্ত ট্রেন বন্ধ থাকায় সুনসান বহরমপুর কোর্ট স্টেশন ।

মুর্শিদাবাদে ব্যাপক সাড়া জনতা কারফিউয়ে

তবে এদিন জেলার সরকারি ও বেসরকারি সমস্ত স্বাস্থ্য কেন্দ্র খোলা রেখে পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে ।

মুর্শিদাবাদ, 22 মার্চ: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মুর্শিদাবাদ জেলায় স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে "জনতার কারফিউ" ৷ প্রধানমন্ত্রীর আহ্বানে জনতা কারফিউয়ের প্রভাব ব্যাপকভাবে পড়েছে বহরমপুর সদর মহকুমা সহ জেলার পাঁচটি মহকুমায় । জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুয়ায়ী এদিন জেলার ৯৭ শতাংশ মানুষ কোরোনা মোকাবিলায় নিজেদের গৃহবন্দী করে রেখেছেন ।

সুনসান পথ ঘাট । দু-চারটি সরকারি বাস চললেও সেখানে যাত্রীর অভাব স্পষ্ট । মুর্শিদাবাদ জেলা জুড়ে এভাবেই জনতা কারফিউ পালিত হতে দেখা গেল । জেলার কোথাও ব্যবসায়ীরা দোকানপাট খোলেননি ৷ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই সাধারণ মানুষ মারণ ভাইরাসের মোকাবিলায় নেমেছে । জরুরি পরিষেবা বাদে সবজি বাজার থেকে শুরু করে এদিন সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে । শিয়ালদা লালগোলা শাখার সমস্ত ট্রেন বন্ধ থাকায় সুনসান বহরমপুর কোর্ট স্টেশন ।

মুর্শিদাবাদে ব্যাপক সাড়া জনতা কারফিউয়ে

তবে এদিন জেলার সরকারি ও বেসরকারি সমস্ত স্বাস্থ্য কেন্দ্র খোলা রেখে পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে ।

Last Updated : Mar 22, 2020, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.