ETV Bharat / state

IT Raid at Pataka Bidi Factories: 24 ঘণ্টা পার ! পতাকা বিড়ির কারখানায় অব্যাহত আয়কর অভিযান - মুর্শিদাবাদ

মুর্শিদাবাদে পতাকা বিড়ির বিভিন্ন কারখানা এবং কার্যালয়ে আয়কর অভিযান (IT Raid at Pataka Bidi Factories) এখনও চলছে ৷ 24 ঘণ্টা পরও তল্লাশি চালিয়ে যাচ্ছেন আয়কর আধিকারিকরা ৷

IT Raid continues even after 24 hours at Pataka Bidi Factories in Murshidabad
ফাইল ছবি
author img

By

Published : Feb 9, 2023, 1:40 PM IST

পতাকার কারখানায় অভিযান চলছে

বহরমপুর, 9 ফেব্রুয়ারি: 24 ঘণ্টা পেরিয়ে গিয়েছে আগেই ৷ এখনও অব্যাহত পতাকা বিড়ির কারখানায় আয়কর দফতরের তল্লাশি অভিযান (IT Raid at Pataka Bidi Factories) ৷ সূত্রের খবর, বুধবার রাতভর এই তল্লাশি চলেছে ৷ আয়কর দফতরের কর্মী ও আধিকারিকরা তিনটি দলে ভাগ হয়ে দফায় দফায় পতাকা গোষ্ঠীর সাতটি অফিস ও কারখানায় অভিযান চালাচ্ছেন ৷ এদিকে, আয়কর দফতরের এই অভিযান ঘিরে আমজনতার মনে নানা প্রশ্ন উঠছে ৷ সবাই জানতে চান, তাহলে কি বিড়ির ব্যবসার আড়ালে বেআইনি কাজকর্ম চালিয়ে যাচ্ছিল পতাকা বিড়ি কর্তৃপক্ষ ? যদিও, এখনও পর্যন্ত এ নিয়ে মুখে রা কাড়েননি আয়কর বিভাগের আধিকারিকরা ৷ চুপ রয়েছে পতাকা বিড়ি কর্তৃপক্ষও ৷

এদিকে, সংশ্লিষ্ট সূত্রের দাবি, পতাকা বিড়ির বিভিন্ন দফতর ও কারখানায় অভিযান চালিয়ে বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন আয়কর আধিকারিকরা ৷ সেইসব নথিতে আয় বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে ! উদ্ধার করা হয়েছে হিসাব বহির্ভূত বহু নগদ অর্থ ৷ এই অভিযান আর কতক্ষণ চলবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ৷ পতাকার যে অফিস ও কারখানাগুলিতে তল্লাশি চলছে, সেগুলির বাইরে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করে রাখা হয়েছে ৷ সংবাদমাধ্যমের সামনে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্যও করেনি সংশ্লিষ্ট কোনও পক্ষ ৷

আরও পড়ুন: জাকির বড় ব্যবসায়ী, তবে টাকার হিসেব তাঁকেই দিতে হবে ! সাবধানী বার্তা তৃণমূলের

বুধবার সকাল 7টা 30 মিনিট নাগাদ মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদ এবং সামশেরগঞ্জের ডাকবাংলো এলাকায় পতাকা বিড়ির দু'টি কারখানায় অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকরা ৷ সেই থেকে লাগাতার তল্লাশি চলছে ৷ তবে, ঠিক কী কারণে হঠাৎ এই অভিযান চালানো হল, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷

উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাকির হোসেনের বাড়ি এবং তাঁর বিড়ি কারখানায় অভিযান চালিয়েছিল আয়কর দফতর ৷ সেই সময় কোটি কোটি নগদ অর্থ এবং নথি বাজেয়াপ্ত করে তারা ৷ এরপর জেলার আরও দু'টি বিড়ি তৈরির কারখানায় অভিযান চালায় আয়কর দফতর ৷ সেই দু'টি কারখানার মালিক পক্ষও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে দাবি সূত্রের ৷ এছাড়াও, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের বিড়ির বিরাট ব্যবসা রয়েছে ৷ প্রশ্ন উঠছে, এরপর কি আয়কর অভিযানের তালিকায় তাঁরা রয়েছেন ? উত্তর দেবে সময় ৷

পতাকার কারখানায় অভিযান চলছে

বহরমপুর, 9 ফেব্রুয়ারি: 24 ঘণ্টা পেরিয়ে গিয়েছে আগেই ৷ এখনও অব্যাহত পতাকা বিড়ির কারখানায় আয়কর দফতরের তল্লাশি অভিযান (IT Raid at Pataka Bidi Factories) ৷ সূত্রের খবর, বুধবার রাতভর এই তল্লাশি চলেছে ৷ আয়কর দফতরের কর্মী ও আধিকারিকরা তিনটি দলে ভাগ হয়ে দফায় দফায় পতাকা গোষ্ঠীর সাতটি অফিস ও কারখানায় অভিযান চালাচ্ছেন ৷ এদিকে, আয়কর দফতরের এই অভিযান ঘিরে আমজনতার মনে নানা প্রশ্ন উঠছে ৷ সবাই জানতে চান, তাহলে কি বিড়ির ব্যবসার আড়ালে বেআইনি কাজকর্ম চালিয়ে যাচ্ছিল পতাকা বিড়ি কর্তৃপক্ষ ? যদিও, এখনও পর্যন্ত এ নিয়ে মুখে রা কাড়েননি আয়কর বিভাগের আধিকারিকরা ৷ চুপ রয়েছে পতাকা বিড়ি কর্তৃপক্ষও ৷

এদিকে, সংশ্লিষ্ট সূত্রের দাবি, পতাকা বিড়ির বিভিন্ন দফতর ও কারখানায় অভিযান চালিয়ে বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন আয়কর আধিকারিকরা ৷ সেইসব নথিতে আয় বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে ! উদ্ধার করা হয়েছে হিসাব বহির্ভূত বহু নগদ অর্থ ৷ এই অভিযান আর কতক্ষণ চলবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ৷ পতাকার যে অফিস ও কারখানাগুলিতে তল্লাশি চলছে, সেগুলির বাইরে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করে রাখা হয়েছে ৷ সংবাদমাধ্যমের সামনে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্যও করেনি সংশ্লিষ্ট কোনও পক্ষ ৷

আরও পড়ুন: জাকির বড় ব্যবসায়ী, তবে টাকার হিসেব তাঁকেই দিতে হবে ! সাবধানী বার্তা তৃণমূলের

বুধবার সকাল 7টা 30 মিনিট নাগাদ মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদ এবং সামশেরগঞ্জের ডাকবাংলো এলাকায় পতাকা বিড়ির দু'টি কারখানায় অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকরা ৷ সেই থেকে লাগাতার তল্লাশি চলছে ৷ তবে, ঠিক কী কারণে হঠাৎ এই অভিযান চালানো হল, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷

উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাকির হোসেনের বাড়ি এবং তাঁর বিড়ি কারখানায় অভিযান চালিয়েছিল আয়কর দফতর ৷ সেই সময় কোটি কোটি নগদ অর্থ এবং নথি বাজেয়াপ্ত করে তারা ৷ এরপর জেলার আরও দু'টি বিড়ি তৈরির কারখানায় অভিযান চালায় আয়কর দফতর ৷ সেই দু'টি কারখানার মালিক পক্ষও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে দাবি সূত্রের ৷ এছাড়াও, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের বিড়ির বিরাট ব্যবসা রয়েছে ৷ প্রশ্ন উঠছে, এরপর কি আয়কর অভিযানের তালিকায় তাঁরা রয়েছেন ? উত্তর দেবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.