কান্দি, 2 অক্টোবর : দীর্ঘ বেশ কয়েক বছরের ভগ্নদশা কাটিয়ে কান্দি থানার জেমো পুলিশ ফাঁড়ি নতুন রূপে সেজে উঠল । আজই ছিল তার উদ্বোধনী অনুষ্ঠান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সবরী রাজকুমার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার অনিস সরকার, কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক সানি রাজ কুমার, কান্দি থানার IC অরূপ রায়, কান্দি পৌরসভার প্রশাসক অপুর্ব সরকার ও কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকার ।
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত জেমো পুলিশ ফাঁড়ি বেশ কয়েক বছর ধরে ভগ্নদশার মধ্যে ছিল । কান্দি পৌরসভার আর্থিক সহায়তায় নতুন করে ভবন নির্মাণ করা হল । আজ বিকেলে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সবরী রাজকুমার ।
পাশাপাশি জেমো পুলিশ ফাঁড়িতে একটি সুলভ শৌচাগার ও কান্দি থানাতে একটি সুলভ শৌচাগার উদ্বোধন করা হয় । সেই সাথে জেমো পুলিশ ব্যারাকে পুলিশকর্মীদের থাকার জন্য আলাদা একটি ঘরের ব্যবস্থাও করা হয় ।