ETV Bharat / state

TMC inner clash : ফের বিতর্কে হুমায়ুন কবীর, প্রকাশ্য সভায় দলীয় বিধায়ককে হুমকি - রবিউল আলম চৌধুরী

ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীরকে শক্তিপুরে সংবর্ধনা দেওয়া হয় । সেই সভা থেকে রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন হুমায়ুন কবীর । তিনি বলেন, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী 80 লাখ টাকার বিনিময়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন । হুমায়ুনকে শো-কজ করেছে তৃণমূল ৷

হুমায়ুন কবীর
হুমায়ুন কবীর
author img

By

Published : Jul 31, 2021, 4:47 PM IST

শক্তিপুর, 31 জুলাই : সংবর্ধনা সভা থেকে দলের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে হুমকি দিলেন অপর এক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । অভিযোগ তোলেন, কংগ্রেসে থাকাকালীন রেজিনগরের বিধায়ক রবিউল 80 লাখ টাকায় তৃণমূলের কাছে বিক্রি হয়েছিলেন ৷ প্রকাশ্য সভায় দাঁড়িয়ে হুমায়ুন কবীরের এই অভিযোগে চাঞ্চল্য তৈরি হয়েছে ৷

তবে এখানেই ক্ষান্ত হননি হুমায়ুন ৷ রবিউল আলম ও তাঁর অনুগামীদের হাত পা ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি ৷ তবে এর পাল্টা দিয়েছেন রবিউল আলমও ৷ বলেন, ‘‘কুকুর কামড়ালে কুকুরকে কামড়ে শোধ নেওয়া যায় না । মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছি ।’’

ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীরকে শক্তিপুরে সংবর্ধনা দেওয়া হয় । সেই সভা থেকে রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন হুমায়ুন কবীর । তিনি বলেন, ‘‘রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী 80 লাখ টাকার বিনিময়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন ।’’ এরপর হুমকি দিয়ে বলেন, ‘‘আমার অনুগামীদের যদি কেউ অপদস্থ করার চেষ্টা করে তাহলে তাদের মেরে হাড়গোড় ভেঙে দেওয়া হবে ।’’

আরও পড়ুন : FIR Against Assam CM : সীমান্তে সংঘর্ষের জের, অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

হুমায়ুন কবীরের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড় । পুরো বিষয়টি সবিস্তারে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী সহ রাজ্য তৃণমূলের শীর্ষ মহলে । তারপরই হুমায়ুন কবীরকে তৃণমূলের তরফে শো-কজ করা হয়েছে ৷

শক্তিপুর, 31 জুলাই : সংবর্ধনা সভা থেকে দলের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে হুমকি দিলেন অপর এক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । অভিযোগ তোলেন, কংগ্রেসে থাকাকালীন রেজিনগরের বিধায়ক রবিউল 80 লাখ টাকায় তৃণমূলের কাছে বিক্রি হয়েছিলেন ৷ প্রকাশ্য সভায় দাঁড়িয়ে হুমায়ুন কবীরের এই অভিযোগে চাঞ্চল্য তৈরি হয়েছে ৷

তবে এখানেই ক্ষান্ত হননি হুমায়ুন ৷ রবিউল আলম ও তাঁর অনুগামীদের হাত পা ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি ৷ তবে এর পাল্টা দিয়েছেন রবিউল আলমও ৷ বলেন, ‘‘কুকুর কামড়ালে কুকুরকে কামড়ে শোধ নেওয়া যায় না । মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছি ।’’

ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীরকে শক্তিপুরে সংবর্ধনা দেওয়া হয় । সেই সভা থেকে রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন হুমায়ুন কবীর । তিনি বলেন, ‘‘রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী 80 লাখ টাকার বিনিময়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন ।’’ এরপর হুমকি দিয়ে বলেন, ‘‘আমার অনুগামীদের যদি কেউ অপদস্থ করার চেষ্টা করে তাহলে তাদের মেরে হাড়গোড় ভেঙে দেওয়া হবে ।’’

আরও পড়ুন : FIR Against Assam CM : সীমান্তে সংঘর্ষের জের, অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

হুমায়ুন কবীরের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড় । পুরো বিষয়টি সবিস্তারে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী সহ রাজ্য তৃণমূলের শীর্ষ মহলে । তারপরই হুমায়ুন কবীরকে তৃণমূলের তরফে শো-কজ করা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.