রেজিনগর (মুর্শিদাবাদ), 29 অগস্ট: সোমবার সকালে রেজিনগর থানার শক্তিপুর ফেরিঘাটের কাছে একটি পাটের জমি থেকে দু’ড্রাম তাজা বোমা উদ্ধার হল ৷ দমকল ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে ৷ এর পর বোমগুলি দুপুর 12টা নাগাদ ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় ৷
পুলিশ সূত্রে খবর, এ দিন শক্তিপুর ফেরিঘাটের কাছে একটি পাটের জমিতে কৃষকরা দু’টি ড্রাম পড়ে থাকতে দেখেন ৷ সন্দেহ হওয়ায় তাঁরা বিষয়টি রেজিনগর থানায় জানান ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম দু’টি ঘিরে ফেলে এবং বম্ব স্কোয়াডে খবর দেয় ৷ বম্ব স্কোয়াডের আধিকারিকরা সেখানে গিয়ে ড্রামগুলি খোলেন ৷ দেখা যায় ভিতরে তাজা বোমা রয়েছে ৷ তাঁরা তৎক্ষণাত পুলিশকে দিয়ে এলাকা খালি করিয়ে দেন ৷ এর পর জনবসতি নেই এমন ফাঁকা জায়গায় বোমাগুলি নিয়ে যাওয়া হয় ৷ বেলা 12টার সময় সমস্ত সুরক্ষাবিধি মেনে বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয় ৷
আরও পড়ুন: রঘুনাথগঞ্জের আমবাগানে মিলল 35টি বোমা
বম্ব স্কোয়াডের তরফে জানানো হয়েছে, দু’টি ড্রামে মোট 24টি তাজা বোমা মজুত করা ছিল ৷ এই ঘটনায় কে বা কারা পাট ক্ষেতে বোমা রেখে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অন্যদিকে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে অভিযোগ বিরোধীদের ৷ সম্প্রতি ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচারা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷ তার সঙ্গে এই বোমাগুলির সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেছে বিরোধী দলগুলি ৷