ETV Bharat / state

housewife dead : বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ভরতপুরে, খুনে অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরা - Bharatpur

মৃতার নাম আশালতা মণ্ডল ৷ শনিবার শ্বশুরবাড়িতে আশালতাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৷ ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এখনও কেউ গ্রেফতার হয়নি ৷

housewife dead body found from her in laws house
বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ভরতপুরে, খুনে অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরা
author img

By

Published : Aug 14, 2021, 3:05 PM IST

ভরতপুর, (মুর্শিদাবাদ), 14 অগস্ট : গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল শ্বশুরবাড়ি থেকে ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার সাহাপুর গ্রামে ৷ শনিবার সকালে বধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃতার নাম আশালতা মণ্ডল (31) ।

মৃতার পরিজনদের দাবি, শ্বাসরোধ করে খুন করার পর আশালতার দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ যাতে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে হয় ৷ মৃতার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যেরা ৷

আরও পড়ুন : Murder Allegation : কিশোরী বধূকে খুনের অভিযোগ, বেপাত্তা স্বামী-সহ অভিযুক্তরা

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, আশালতার বাড়ি কান্দি থানার রণগ্রামে ৷ 12 বছর আগে তাঁর সঙ্গে সাহাপুরের মিঠুন মণ্ডলের বিয়ে হয় ৷ মিঠুন পেশায় ট্রাক্টর চালক ৷ তাঁর ও আশালতার দু’টি মেয়ে রয়েছে ৷ বেশ কিছুদিন ধরেই সাংসারিক অশান্তি চলছিল ৷ পরিবারের একটি জমি ঘিরে বিবাদ চলছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা ৷

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ভরতপুরে, খুনে অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরা

এরই মধ্যে শনিবার শ্বশুরবাড়িতে আশালতাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৷ মিঠুনের পরিবারের সদস্যরাই খবর দেন আশালতার বাপের বাড়িতে ৷ তিনি আত্মহত্যা করেছেন বলে মৃতার বাপের বাড়ির লোকেদের জানানো হয় ৷ কিন্তু তার পর থেকে তাঁরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ ৷ মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মিঠুন ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : স্বামীকে খুনের অভিযোগ, গৃহবধূর মাথা মুড়িয়ে গ্রামে ঘোরালো মাতব্বররা

পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এখনও কেউ গ্রেফতার হয়নি ৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন আশালতার বাপের বাড়ির সদস্যরা ৷ এই নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বচসাও হয় ৷

ভরতপুর, (মুর্শিদাবাদ), 14 অগস্ট : গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল শ্বশুরবাড়ি থেকে ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার সাহাপুর গ্রামে ৷ শনিবার সকালে বধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃতার নাম আশালতা মণ্ডল (31) ।

মৃতার পরিজনদের দাবি, শ্বাসরোধ করে খুন করার পর আশালতার দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ যাতে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে হয় ৷ মৃতার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যেরা ৷

আরও পড়ুন : Murder Allegation : কিশোরী বধূকে খুনের অভিযোগ, বেপাত্তা স্বামী-সহ অভিযুক্তরা

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, আশালতার বাড়ি কান্দি থানার রণগ্রামে ৷ 12 বছর আগে তাঁর সঙ্গে সাহাপুরের মিঠুন মণ্ডলের বিয়ে হয় ৷ মিঠুন পেশায় ট্রাক্টর চালক ৷ তাঁর ও আশালতার দু’টি মেয়ে রয়েছে ৷ বেশ কিছুদিন ধরেই সাংসারিক অশান্তি চলছিল ৷ পরিবারের একটি জমি ঘিরে বিবাদ চলছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা ৷

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ভরতপুরে, খুনে অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরা

এরই মধ্যে শনিবার শ্বশুরবাড়িতে আশালতাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৷ মিঠুনের পরিবারের সদস্যরাই খবর দেন আশালতার বাপের বাড়িতে ৷ তিনি আত্মহত্যা করেছেন বলে মৃতার বাপের বাড়ির লোকেদের জানানো হয় ৷ কিন্তু তার পর থেকে তাঁরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ ৷ মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মিঠুন ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : স্বামীকে খুনের অভিযোগ, গৃহবধূর মাথা মুড়িয়ে গ্রামে ঘোরালো মাতব্বররা

পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এখনও কেউ গ্রেফতার হয়নি ৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন আশালতার বাপের বাড়ির সদস্যরা ৷ এই নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বচসাও হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.