ETV Bharat / state

Teacher Recruitment Scam: নথি জাল করে ছেলেকে নিজের স্কুলে চাকরি, সিআইডি'র হাতে গ্রেফতার প্রধান শিক্ষক - সুতিতে গ্রেফতার প্রধান শিক্ষক

নথি জাল করে ছেলেকে নিজের স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন সুতির গোঠা এআর রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি ৷ সিআইডি তাঁকে গ্রেফতার করেছে (Suti school head master arrested) ৷

ETV Bharat
ধৃত প্রধান শিক্ষক
author img

By

Published : Feb 14, 2023, 3:53 PM IST

সুতি, 14 ফেব্রুয়ারি: নথি জাল করে ছেলেকে নিজের স্কুলেই চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক ৷ সোমবার আশিস তিওয়ারি নামে ওই শিক্ষককে গ্রেফতার করে সিআইডি ৷ তিনি মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত গোঠা এআর রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক । এদিনই তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর সিআইডি হেফাজতের নির্দেশ দেন (School Head Master arrested by CID) ৷

তবে এই নিয়োগ দুর্নীতি মামলায় এখনও অধরা রয়েছেন ওই প্রধান শিক্ষকের ছেলে অনিমেশ তিওয়ারি । তার খোঁজ চালাচ্ছেন সিআইডি'র তদন্তকারীরা ৷ অভিযোগ, অন্য এক শিক্ষকের নিয়োগের ডিআই স্বাক্ষরিত অনুমোদন পত্রে নিজের ছেলের নাম বসিয়ে তাঁকে স্কুলে চাকরিতে ঢোকান আশিস তিওয়ারি । জাল নথি দিয়ে নিজের ছেলের নামে সেই চাকরি আত্মসাৎ করার অভিযোগ ওঠে সুতির গোঠা এআর রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে ।

এই নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ আদালতের নির্দেশে এর তদন্তভার যায় সিআইডি'র হাতে । এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বহরমপুর ডিআই অফিসে অভিযান চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে সিআইডি । গোঠা হাইস্কুলে গিয়েও তদন্ত চালায় সিআইডি ৷ এই মামলায় বারবার ওআ অভিযুক্ত প্রধান শিক্ষককে সিআইডি তলব করলেও তিনি হাজিরা দেননি ৷ অবশেষে সিআইডি'র তরফ থেকে ওই প্রধান শিক্ষকের বাড়ির সামনে নোটিশ ঝুলিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয় ।

আরও পড়ুন: মামলা চলাকালীন চাকরি বাতিলের সিদ্ধান্ত ! হাইকোর্টে গেলেন চাকরিহারা 618 জন

এই নোটিশের প্রেক্ষিতে সোমবার কলকাতায় ভবানী ভবনে হাজিরা দিতে যান আশিস তিওয়ারি ৷ সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ৷ মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালত থেকে ধৃতের সিআইডি হেফাজতের নির্দেশ মেলে । জানা গিয়েছে, এই ভুয়ো নিয়োগের ঘটনাটি ঘটে প্রায় তিন বছর আগে ৷ এই তিন বছর ধরেই ভুয়ো নিয়োগপত্র নিয়ে শিক্ষক হিসেবে বেতন তুলছিলেন অনিমেশ তিওয়ারি । সমস্ত বেতন ফেরতের নির্দেশও তাঁকে দিয়েছে আদালত ৷

সুতি, 14 ফেব্রুয়ারি: নথি জাল করে ছেলেকে নিজের স্কুলেই চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক ৷ সোমবার আশিস তিওয়ারি নামে ওই শিক্ষককে গ্রেফতার করে সিআইডি ৷ তিনি মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত গোঠা এআর রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক । এদিনই তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর সিআইডি হেফাজতের নির্দেশ দেন (School Head Master arrested by CID) ৷

তবে এই নিয়োগ দুর্নীতি মামলায় এখনও অধরা রয়েছেন ওই প্রধান শিক্ষকের ছেলে অনিমেশ তিওয়ারি । তার খোঁজ চালাচ্ছেন সিআইডি'র তদন্তকারীরা ৷ অভিযোগ, অন্য এক শিক্ষকের নিয়োগের ডিআই স্বাক্ষরিত অনুমোদন পত্রে নিজের ছেলের নাম বসিয়ে তাঁকে স্কুলে চাকরিতে ঢোকান আশিস তিওয়ারি । জাল নথি দিয়ে নিজের ছেলের নামে সেই চাকরি আত্মসাৎ করার অভিযোগ ওঠে সুতির গোঠা এআর রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে ।

এই নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ আদালতের নির্দেশে এর তদন্তভার যায় সিআইডি'র হাতে । এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বহরমপুর ডিআই অফিসে অভিযান চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে সিআইডি । গোঠা হাইস্কুলে গিয়েও তদন্ত চালায় সিআইডি ৷ এই মামলায় বারবার ওআ অভিযুক্ত প্রধান শিক্ষককে সিআইডি তলব করলেও তিনি হাজিরা দেননি ৷ অবশেষে সিআইডি'র তরফ থেকে ওই প্রধান শিক্ষকের বাড়ির সামনে নোটিশ ঝুলিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয় ।

আরও পড়ুন: মামলা চলাকালীন চাকরি বাতিলের সিদ্ধান্ত ! হাইকোর্টে গেলেন চাকরিহারা 618 জন

এই নোটিশের প্রেক্ষিতে সোমবার কলকাতায় ভবানী ভবনে হাজিরা দিতে যান আশিস তিওয়ারি ৷ সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ৷ মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালত থেকে ধৃতের সিআইডি হেফাজতের নির্দেশ মেলে । জানা গিয়েছে, এই ভুয়ো নিয়োগের ঘটনাটি ঘটে প্রায় তিন বছর আগে ৷ এই তিন বছর ধরেই ভুয়ো নিয়োগপত্র নিয়ে শিক্ষক হিসেবে বেতন তুলছিলেন অনিমেশ তিওয়ারি । সমস্ত বেতন ফেরতের নির্দেশও তাঁকে দিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.