মুর্শিদাবাদ,19 ফেব্রুয়ারি : মুর্শিদাবাদে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার । মৃতের নাম সুপ্রিয় লেট (20) । মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার মহিষগ্রামের ঘটনা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদ জেলার মাঝিয়ারা গ্রামে । কিন্তু, সে দেড় বছর বয়স থেকে মামারবাড়িতে থাকত । বুধবার সে তার মায়ের কাছে মাঝিয়ারা গ্রামে যায় ।গতকাল সকাল থেকেও সমস্ত কাজ করেছে সে । তারপর হঠাৎ-ই গতকাল দুপুর নাগাদ ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।
হঠাৎ কী কারণবশত এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধন্দে পরিবারের সদস্যরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।