ETV Bharat / state

Hair Export Business : অসাধু চক্রে আর্থিক ক্ষতির আশঙ্কা মুর্শিদাবাদের চুল রফতানি ব্যবসায়ীদের - চলছে অসাধু ব্যবসা, আর্থিক ক্ষতির আশঙ্কা মুর্শিদাবাদের চুল রফতানি ব্যবসায়ীদের

কেন্দ্র পরচুলা ব্যবসার (Hair Export Business) কাঁচামাল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷

murshidabadhair processing business
আর্থিক ক্ষতির আশঙ্কা মুর্শিদাবাদের চুল রফতানি ব্যবসায়ীদের
author img

By

Published : Mar 3, 2022, 9:20 PM IST

মুর্শিদাবাদ, 3 মার্চ : ভারত থেকে প্রচুর পরিমাণ পরচুলা বা প্রসেসিং করা চুল রফতানি কর হয় চিনে-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ৷ দক্ষিণ ভারতের পাশাপাশি এরাজ্যের মুর্শিদাবাদের চুল ব্যবসায়ীরা এই পরচুলা বিদেশে রফতানি করেন (Hair Export Business in Murshidabad) ৷ জেলার প্রচুর মানুষের রুটি রুজি জড়িত এই ব্যবসার সঙ্গে ৷ সম্প্রতি কেন্দ্র নির্দেশ দিয়েছে ভারত থেকে শুধুমাত্র প্রসেসিং করা চুল অর্থাৎ পরচুলা বিদেশে রফতানি করা যাবে ৷ কাঁচামাল রফতানি করা যাবে না ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ৷

তবে ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সেই নিয়ম না-মেনেই ঘুর পথে কাঁচামাল বিদেশে পাঠাচ্ছে ৷ তাঁদের আশঙ্কা, এর ফলে এই ব্যবসা ও এর সঙ্গে জড়িত কর্মীরা সমস্যায় পড়তে পারেন ৷ কারণ কাঁচা মাল যদি বাইরে চলে যায় তাহলে এখানকার প্রসেসিং করা চুলের চাহিদা বিদেশের বাজারে কমে যাবে ৷ তথ্য বলছে, ভারত থেকে প্রতি বছর 800 মেট্রিক টন চুল যায় বিদেশের বাজারে । এই তালিকায় রয়েছে চিন ছাড়াও রয়েছে মায়ানমার, ইন্দোনেশিয়া, সুইডেন, ব্রাজিল, ইসরাইল,আমেরিকা, ফ্রান্স-সহ বেশ কয়েকটি দেশে ।

আর্থিক ক্ষতির আশঙ্কা মুর্শিদাবাদের চুল রফতানি ব্যবসায়ীদের

আরও পড়ুন : পঠন-পাঠনে বাধা দেওয়া ও কাউকে আটকে রাখা হয়নি, দাবি বিশ্বভারতীর পড়ুয়াদের

বর্তমানে চিনের সঙ্গে ভারতের সংঘাতের কারণে এদেশ থেকে সেখানে পরচুলা রফতানি মার খেয়েছে ৷ যার প্রভাব পড়ছে এই শিল্পে, শ্রমিকদের রোজগারে৷ বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী কেন্দ্রকে অনুরোধ করেছেন বিষয়টি দেখতে ৷

মুর্শিদাবাদ, 3 মার্চ : ভারত থেকে প্রচুর পরিমাণ পরচুলা বা প্রসেসিং করা চুল রফতানি কর হয় চিনে-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ৷ দক্ষিণ ভারতের পাশাপাশি এরাজ্যের মুর্শিদাবাদের চুল ব্যবসায়ীরা এই পরচুলা বিদেশে রফতানি করেন (Hair Export Business in Murshidabad) ৷ জেলার প্রচুর মানুষের রুটি রুজি জড়িত এই ব্যবসার সঙ্গে ৷ সম্প্রতি কেন্দ্র নির্দেশ দিয়েছে ভারত থেকে শুধুমাত্র প্রসেসিং করা চুল অর্থাৎ পরচুলা বিদেশে রফতানি করা যাবে ৷ কাঁচামাল রফতানি করা যাবে না ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ৷

তবে ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সেই নিয়ম না-মেনেই ঘুর পথে কাঁচামাল বিদেশে পাঠাচ্ছে ৷ তাঁদের আশঙ্কা, এর ফলে এই ব্যবসা ও এর সঙ্গে জড়িত কর্মীরা সমস্যায় পড়তে পারেন ৷ কারণ কাঁচা মাল যদি বাইরে চলে যায় তাহলে এখানকার প্রসেসিং করা চুলের চাহিদা বিদেশের বাজারে কমে যাবে ৷ তথ্য বলছে, ভারত থেকে প্রতি বছর 800 মেট্রিক টন চুল যায় বিদেশের বাজারে । এই তালিকায় রয়েছে চিন ছাড়াও রয়েছে মায়ানমার, ইন্দোনেশিয়া, সুইডেন, ব্রাজিল, ইসরাইল,আমেরিকা, ফ্রান্স-সহ বেশ কয়েকটি দেশে ।

আর্থিক ক্ষতির আশঙ্কা মুর্শিদাবাদের চুল রফতানি ব্যবসায়ীদের

আরও পড়ুন : পঠন-পাঠনে বাধা দেওয়া ও কাউকে আটকে রাখা হয়নি, দাবি বিশ্বভারতীর পড়ুয়াদের

বর্তমানে চিনের সঙ্গে ভারতের সংঘাতের কারণে এদেশ থেকে সেখানে পরচুলা রফতানি মার খেয়েছে ৷ যার প্রভাব পড়ছে এই শিল্পে, শ্রমিকদের রোজগারে৷ বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী কেন্দ্রকে অনুরোধ করেছেন বিষয়টি দেখতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.