মুর্শিদাবাদ, 16 ডিসেম্বর: বর্ধমানের পর ফের আবাস যোজনার তালিকায় গরমিল ধরা পড়ল মুর্শিদাবাদে (Awas Yojana Controversy)। গ্রামের মধ্যে মাথা উঁচু করে রয়েছে বিলাসবহুল বাড়ি । অথচ সেই বাড়ির মালিকের নামে বাড়ি অনুমোদন হয়েছে আবাস যোজনার তালিকায় ৷ ব্যক্তিটি আর কেউ নয়, রুকুনপুর পঞ্চায়েতের প্রধানের বাবা নিতাই দাস । আবাস যোজনার তালিকা প্রকাশ্যে আসতেই সোরগোল পড়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের রুকুনপুরে । যদিও পঞ্চায়েত প্রধানের বাবা নিতাই দাস বলেছেন, "নাম কেটে দেওয়ার জন্য বিডিওকে বলা হয়েছে ।"
হরিহরপাড়া ব্লকের রুকুনপুর পঞ্চায়েতের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাবা নিতাই দাস ও তৃণমূল সভাপতি এসাদুল বিশ্বাসের । অথচ দু’জনেরই বিলাসবহুল পাকা বাড়ি রয়েছে । মাগুরা এলাকায় দোতলা পাকা বাড়ি এসাদুল বিশ্বাসের (রুকুনপুর তৃণমূল সভাপতি সাফিনুল বিশ্বাসের ভাই)। রুকুনপুর তাঁতিপাড়া এলাকায় বাড়ি পঞ্চায়েত প্রধান শুভঙ্কর দাসের । সেই বাড়িতেই থাকেন তাঁর বাবা নিতাই দাস । যদিও প্রঞ্চায়েত প্রধান শুভঙ্কর দাসের বাবার দাবি, তিনি ছেলের সঙ্গে থাকেন না, আলাদা থাকেন । 2018 সালে কাঁচা বাড়ি ছিল তাঁর । পরে তিনি পাকা বাড়ি করেছেন ।
আরও পড়ুন: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনা তালিকায় নাম, বাতিলের আবেদন পঞ্চায়েত সদস্যের
প্রধান শুভঙ্কর দাস জানান, তিনি বাবার নাম লিস্টে দেখার পরপরই ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সেই নাম বাদ দেওয়ার আবেদন করেছেন । আবাস যোজনায় একের পর দুর্নীতি ধরা পড়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দল বিপাকে পড়তে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে অস্বস্তিতে পড়ে, মুখরক্ষা করতেই এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে ৷