ETV Bharat / state

Gold Worth Rs 55 Lakh Recover : ভারত-বাংলাদেশ সীমান্তে 55 লক্ষ টাকার সোনা উদ্ধার, গ্রেফতার 1 - ভারত বাংলাদেশ সীমান্তে 55 লক্ষ টাকার সোনা উদ্ধার, গ্রেফতার 1

55 লক্ষ টাকার সোনা-সহ গ্রেফতার এক পাচারকারী (Gold recovered from Border) ৷ বাংলাদেশ থেকে পাচার হওয়া সোনা বাজেয়াপ্ত সীমান্তরক্ষী বাহিনীর ৷

gold recover from border
gold recover
author img

By

Published : Apr 14, 2022, 4:35 PM IST

জঙ্গিপুর, 14 এপ্রিল : বাংলাদেশ থেকে পাচার হওয়া 55 লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী (BSF recovered gold worth 55 lakh)। ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বহড়াঘাট এলাকায় ।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে আর্ন্তজাতিক পাচার চক্রের এক সাগরেদকে । ধৃতের নাম আনসার আলি । ধৃতের বাড়ি রঘুনাথগঞ্জ থানার ফিরোজপুর চর এলাকায় । সোনার বাটগুলি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার পর গ্রেফতার করা হয় ওই যুবককে। আটটি সোনার বাট-সহ তাকে গ্রেফতার করে বিএসএফ । ধৃতকে আজ বিএসএফ জঙ্গিপুরের শুল্ক দফতরের হাতে তুলে দেয় । এরপর আনসার আলিকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় ।

উদ্ধার হওয়া সোনার বাটের আনুমানিক মূল্য প্রায় 55 লক্ষ টাকা বলে বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে । সোনার বাটগুলি বাংলাদেশে থেকে পাচার করা হয়েছিল বলেই প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে । এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তদন্ত চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন : Son Returns Home in Murshidabad : 22 বছর পর ঘরে ফিরল ছেলে

জঙ্গিপুর, 14 এপ্রিল : বাংলাদেশ থেকে পাচার হওয়া 55 লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী (BSF recovered gold worth 55 lakh)। ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বহড়াঘাট এলাকায় ।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে আর্ন্তজাতিক পাচার চক্রের এক সাগরেদকে । ধৃতের নাম আনসার আলি । ধৃতের বাড়ি রঘুনাথগঞ্জ থানার ফিরোজপুর চর এলাকায় । সোনার বাটগুলি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার পর গ্রেফতার করা হয় ওই যুবককে। আটটি সোনার বাট-সহ তাকে গ্রেফতার করে বিএসএফ । ধৃতকে আজ বিএসএফ জঙ্গিপুরের শুল্ক দফতরের হাতে তুলে দেয় । এরপর আনসার আলিকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় ।

উদ্ধার হওয়া সোনার বাটের আনুমানিক মূল্য প্রায় 55 লক্ষ টাকা বলে বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে । সোনার বাটগুলি বাংলাদেশে থেকে পাচার করা হয়েছিল বলেই প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে । এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তদন্ত চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন : Son Returns Home in Murshidabad : 22 বছর পর ঘরে ফিরল ছেলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.