ETV Bharat / state

রঘুনাথগঞ্জ ব্লক অফিসে আবেদনপত্র জমা দিতে ভিড়, কোথায় সামাজিক দূরত্ব ?

author img

By

Published : Apr 28, 2020, 11:25 AM IST

Updated : Apr 28, 2020, 1:50 PM IST

রাজ্য়জুড়ে লকডাউন না মানার দৃশ্য চোখে পড়ছে অনেক জায়গাতেই । গতকাল রঘুনাথগঞ্জ ব্লক অফিসের সামনে আবেদন জমা করতে ভিড় করেন বহু মানুষ । চূড়ান্ত অসতর্কতার ছবি ধরা পড়েছে সেখানে ।

aa
ভিড়

জঙ্গিপুর, 28 এপ্রিল: প্রচেষ্টা প্রকল্পের আবেদনপত্র জমা দিতে রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক অফিসে উপচে পড়ল উপভোক্তাদের ভিড় । চূড়ান্ত অসতর্কতার চিত্র ধরা পড়ে সেখানে । অধিকাংশকেই দেখা গেল মাস্কবিহীন অবস্থায় । রইল না কোনও সামাজিক দূরত্বের বালাই । ভিড় সামাল দিতে কার্যত নাজেহাল হতে হয়েছে পুলিশকর্মীদের । ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ব্লক প্রশাসনকে ।

প্রশ্ন উঠেছে, ব্লক প্রশাসনের গাফিলতিতেই লকডাউনে মানুষ বেপরোয়াভাবে লাইনে দাঁড়িয়েছেন । প্রচেষ্টা প্রকল্পে রাজ্য সরকার প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেবে বলে ঘোষণা করেছে । এর জন্য ব্লক অফিসে আবেদন করতে বলা হয়েছিল । গতকাল আবেদন জমা দিতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক অফিসে । কয়েক হাজার মানুষ একই দিনে আবেদনপত্র জমা দিতে লাইনে দাঁড়ান ।

এদিকে কোরোনা সংক্রমণ রোধে এখনও জারি রয়েছে লকডাউন । ভিড়, জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে । সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে প্রত্যেককে । বাইরে বেরোলেই মাস্ক পরাকে বাধ্যতামূলক করা হয়েছে । কিন্তু রাজ্যজুড়ে অনেক জায়গায় লকডাউন না মানার দৃশ্য চোখে পড়ছে । সচেতনতার লেশ মাত্র নেই অনেকের মধ্যেই । গতকাল রঘুনাথগঞ্জেও ছিল একই ছবি । গা ঘেঁষাঘেষি করেই লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ । এদিকে কোরোনা আক্রান্তের সঠিক তথ্য নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গরমিলের অভিযোগ উঠেছে । যার ফলে আতঙ্ক এখনও কাটেনি । গতকালের চিত্র আতঙ্কের চেহারা আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন অনেকে ।

জঙ্গিপুর, 28 এপ্রিল: প্রচেষ্টা প্রকল্পের আবেদনপত্র জমা দিতে রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক অফিসে উপচে পড়ল উপভোক্তাদের ভিড় । চূড়ান্ত অসতর্কতার চিত্র ধরা পড়ে সেখানে । অধিকাংশকেই দেখা গেল মাস্কবিহীন অবস্থায় । রইল না কোনও সামাজিক দূরত্বের বালাই । ভিড় সামাল দিতে কার্যত নাজেহাল হতে হয়েছে পুলিশকর্মীদের । ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ব্লক প্রশাসনকে ।

প্রশ্ন উঠেছে, ব্লক প্রশাসনের গাফিলতিতেই লকডাউনে মানুষ বেপরোয়াভাবে লাইনে দাঁড়িয়েছেন । প্রচেষ্টা প্রকল্পে রাজ্য সরকার প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেবে বলে ঘোষণা করেছে । এর জন্য ব্লক অফিসে আবেদন করতে বলা হয়েছিল । গতকাল আবেদন জমা দিতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক অফিসে । কয়েক হাজার মানুষ একই দিনে আবেদনপত্র জমা দিতে লাইনে দাঁড়ান ।

এদিকে কোরোনা সংক্রমণ রোধে এখনও জারি রয়েছে লকডাউন । ভিড়, জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে । সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে প্রত্যেককে । বাইরে বেরোলেই মাস্ক পরাকে বাধ্যতামূলক করা হয়েছে । কিন্তু রাজ্যজুড়ে অনেক জায়গায় লকডাউন না মানার দৃশ্য চোখে পড়ছে । সচেতনতার লেশ মাত্র নেই অনেকের মধ্যেই । গতকাল রঘুনাথগঞ্জেও ছিল একই ছবি । গা ঘেঁষাঘেষি করেই লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ । এদিকে কোরোনা আক্রান্তের সঠিক তথ্য নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গরমিলের অভিযোগ উঠেছে । যার ফলে আতঙ্ক এখনও কাটেনি । গতকালের চিত্র আতঙ্কের চেহারা আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন অনেকে ।

Last Updated : Apr 28, 2020, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.