ETV Bharat / state

জলঙ্গিতে ভারত-বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত কয়েক লাখ টাকার মাদক - মুর্শিদাবাদের খবর

বাজেয়াপ্ত করা হয় 250 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল ও পাঁচ কেজি গাঁজা । পাচারকারীরা সেগুলি সীমান্তের কাঁটা তার পার করার চেষ্টা করছিল । তার আগে সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসায় ধাওয়া করে সেগুলি বাজেয়াপ্ত করা হয় ।

Jalangi news
বাজেয়াপ্ত নিষিদ্ধ মাদক
author img

By

Published : Sep 11, 2020, 9:41 PM IST

জলঙ্গি, 11 সেপ্টেম্বর : কয়েক লাখ টাকার গাঁজা সহ নিষিদ্ধ ফেন্সিডিল বাজেয়াপ্ত করল BSF । বাংলাদেশ পাচারের আগে ভারত বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্ত এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা । BSF-এর 141 নম্বর ব্যাটালিয়নের জওয়ান গালুয়া দয়ারামপুর BOP এলাকা থেকে নিষিদ্ধ মাদকগুলি উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয় 250 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল ও পাঁচ কেজি গাঁজা । পাচারকারীরা সেগুলি সীমান্তের কাঁটা তার পার করার চেষ্টা করছিল । তার আগে সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসায় ধাওয়া করে সেগুলি বাজেয়াপ্ত করা হয় । তবে ঘটনায় কাউকে আটক করতে পারেনি BSF।

মাদক পাচারের অন্যতম করিডোর হয়ে উঠেছে জলঙ্গি থানা এলাকার ভারত বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্ত । মোটা টাকার লোভ দেখিয়ে আর্ন্তজাতিক মাদক পাচার চক্র সীমান্ত এলাকার মানুষদের ব্যবহার করেই পাচার চালাচ্ছে । সম্প্রতি পুলিশের চোখে ধুলো দিতে নতুন মুখ হিসাবে কাজে লাগানো হচ্ছে মহিলা ও কিশোর-কিশোরীদের । এদিনও কিশোর বাহিনীকে ক্যারিয়ার হিসাবে সীমান্ত এলাকায় পাঠিয়েছিল ড্রাগ মাফিয়ারা । কিন্তু BSF-এর নজর এড়াতে না পারায় পাচারে ব্যার্থ হয় ওই দলটি ।

আরও পড়ুন : আড়াই লাখ টাকার ইলিশ বাজেয়াপ্ত করল BSF

জিরো পয়েন্ট থেকে প্রায় আড়াইশো মিটার দুরে পাচারকারীদের গতিবিধি নজরে আসে জওয়ানদের । তাড়া করেই মাদকগুলি বাজেয়াপ্ত করা হয় । এদিকে তাড়া খেয়ে মাদক ফেলে রেখে পালায় পাচারকারীরা। বাজেয়াপ্ত কয়েক লাখ টাকার ফেন্সিডিল ও গাঁজা তুলে দেওয়া হয়েছে জলঙ্গি থানার পুলিশের হাতে ।

দিন কয়েক আগেই ইলিশ পাচার হওয়া আটকেছিলেন জলঙ্গির BSF জওয়ানরা । 3 সেপ্টেম্বর আড়াই লাখ টাকার ইলিশ বাজেয়াপ্ত করা হয়েছিল । BSF-এর 141 নম্বর ব্যাটেলিয়নরা ফরাজিপাড়া BOP থেকে ইলিশগুলি বাজেয়াপ্ত করেছিলেন ৷ পাট গাছের গাদার ভেতর ঢুকিয়ে পাচার করা হচ্ছিল ইলিশ ৷

জলঙ্গি, 11 সেপ্টেম্বর : কয়েক লাখ টাকার গাঁজা সহ নিষিদ্ধ ফেন্সিডিল বাজেয়াপ্ত করল BSF । বাংলাদেশ পাচারের আগে ভারত বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্ত এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা । BSF-এর 141 নম্বর ব্যাটালিয়নের জওয়ান গালুয়া দয়ারামপুর BOP এলাকা থেকে নিষিদ্ধ মাদকগুলি উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয় 250 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল ও পাঁচ কেজি গাঁজা । পাচারকারীরা সেগুলি সীমান্তের কাঁটা তার পার করার চেষ্টা করছিল । তার আগে সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসায় ধাওয়া করে সেগুলি বাজেয়াপ্ত করা হয় । তবে ঘটনায় কাউকে আটক করতে পারেনি BSF।

মাদক পাচারের অন্যতম করিডোর হয়ে উঠেছে জলঙ্গি থানা এলাকার ভারত বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্ত । মোটা টাকার লোভ দেখিয়ে আর্ন্তজাতিক মাদক পাচার চক্র সীমান্ত এলাকার মানুষদের ব্যবহার করেই পাচার চালাচ্ছে । সম্প্রতি পুলিশের চোখে ধুলো দিতে নতুন মুখ হিসাবে কাজে লাগানো হচ্ছে মহিলা ও কিশোর-কিশোরীদের । এদিনও কিশোর বাহিনীকে ক্যারিয়ার হিসাবে সীমান্ত এলাকায় পাঠিয়েছিল ড্রাগ মাফিয়ারা । কিন্তু BSF-এর নজর এড়াতে না পারায় পাচারে ব্যার্থ হয় ওই দলটি ।

আরও পড়ুন : আড়াই লাখ টাকার ইলিশ বাজেয়াপ্ত করল BSF

জিরো পয়েন্ট থেকে প্রায় আড়াইশো মিটার দুরে পাচারকারীদের গতিবিধি নজরে আসে জওয়ানদের । তাড়া করেই মাদকগুলি বাজেয়াপ্ত করা হয় । এদিকে তাড়া খেয়ে মাদক ফেলে রেখে পালায় পাচারকারীরা। বাজেয়াপ্ত কয়েক লাখ টাকার ফেন্সিডিল ও গাঁজা তুলে দেওয়া হয়েছে জলঙ্গি থানার পুলিশের হাতে ।

দিন কয়েক আগেই ইলিশ পাচার হওয়া আটকেছিলেন জলঙ্গির BSF জওয়ানরা । 3 সেপ্টেম্বর আড়াই লাখ টাকার ইলিশ বাজেয়াপ্ত করা হয়েছিল । BSF-এর 141 নম্বর ব্যাটেলিয়নরা ফরাজিপাড়া BOP থেকে ইলিশগুলি বাজেয়াপ্ত করেছিলেন ৷ পাট গাছের গাদার ভেতর ঢুকিয়ে পাচার করা হচ্ছিল ইলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.