ETV Bharat / state

প্রায় 30 লাখ টাকার গাঁজা সহ গ্রেপ্তার 4 - Murshidabad

প্রায় 30 লাখ টাকার গাঁজা সহ 4 জনকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ। মোট 63 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।

4 smugglers arrested in jalangi
প্রায় ৩০ লাখ টাকার গাঁজা সহ গ্রেপ্তার 4
author img

By

Published : Jun 2, 2020, 1:17 PM IST

জলঙ্গি, 2 জুন: প্রায় 30 লাখ টাকার গাঁজা সহ 4 জনকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন গাড়ির চালক ও খালাসি। মোট 63 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ডোমকল থানা এলাকার পুরাতন BDO অফিস মোড় থেকে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, গাড়িটি কোচবিহার থেকে জলঙ্গি বামনাবাদ আসছিল। সেখানে থেকে বাংলাদেশে পাচারের ছক ছিল বলে পুলিশ সূত্রের খবর। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি কোচবিহারের কোতোয়ালি এলাকায়। বাকি দুজনের বাড়ি উত্তর 24 পরগনার খড়দহ এলাকায়।

জলঙ্গি, 2 জুন: প্রায় 30 লাখ টাকার গাঁজা সহ 4 জনকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন গাড়ির চালক ও খালাসি। মোট 63 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ডোমকল থানা এলাকার পুরাতন BDO অফিস মোড় থেকে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, গাড়িটি কোচবিহার থেকে জলঙ্গি বামনাবাদ আসছিল। সেখানে থেকে বাংলাদেশে পাচারের ছক ছিল বলে পুলিশ সূত্রের খবর। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি কোচবিহারের কোতোয়ালি এলাকায়। বাকি দুজনের বাড়ি উত্তর 24 পরগনার খড়দহ এলাকায়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.