কান্দি (মুর্শিদাবাদ), 14 মার্চ : মুর্শিদাবাদের কান্দির মড্ডা গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 4 যুবকের (Four People Die in Road Accident in kandi) ৷ একটি বাইকে 4 জনে একসঙ্গে সওয়ার ছিল বলে অভিযোগ ৷ আর সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে মড্ডা এলাকায় একটি কার্লভার্টে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে পাশের খাদে পড়ে যায় বাইকটি ৷ বাইকের গতিও অনেক বেশি ছিল বলে জানিয়েছে স্থানীয়রা ৷ জানা গিয়েছে, ওই 4 যুবক পাশের গ্রামে যাত্রা দেখতে গিয়েছিলেন ৷ আজ সকালে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে ৷
পুলিশ সূত্রে খবর, বেলগ্রামে মামারবাড়ি বেড়াতে গিয়েছিলেন কিন্নাহারের বাসিন্দা রণিত মাঝি এবং তালোয়া গ্রামের বাসিন্দা বিদ্যুৎ বাগদি ৷ গতকাল রাতে স্থানীয় দুই যুবক সুকেশ বাগদি এবং কল্যাণ বয়েনের সঙ্গে যাত্রা দেখতে পাশের গ্রামে গিয়েছিলেন তাঁরা ৷ তাও আবার একটি বাইকে সওয়ার হয়ে ৷ সারা রাত যাত্রা দেখে সোমবার সকালে বাড়ি ফেরার পথে মড্ডা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কার্লভার্টে ধাক্কা মারে বাইকটি ৷
আরও পড়ুন : urulia Accident : পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত শিশু-সহ 15
স্থানীয়দের অভিযোগ বাইকের গতি এতটাই বেশি ছিল যে, দুর্ঘটনার পরে বাইক-সহ এক সওয়ারি কার্লভার্টের নিচে নালায় পড়ে যান ৷ বাকিরাও ছিটকে যান ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় ৷ পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে দেহগুলি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি বাইকে 4 জনের সওয়ার হওয়া এবং বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে ৷