বহরমপুর, 25 জুলাই: আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল বহরমপুর থানা । নিমেষে হুড়োহুড়ি পড়ে যায় থানা চত্বরে । থানার দোতলায় বিস্ফোরণে এক পুলিশ কর্মী-সহ জখম হয়েছেন চারজন(Four injured in Blast at Berhampore Police Station) । আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
সোমবার দুপুরে একটা নাগাদ হঠাৎই বহরমপুর থানার মালখানাতে বিস্ফোরণ ঘটে । প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, একটি ব্যাটরি বিস্ফোরণ হয়েছে । দমকলকেও খবর দেওয়া হয় ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মিছিল, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মীদের
মালখানা পরিষ্কার করার সময় অসাবধনতায় মজুত মোবাইল টাওয়ারের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে । সে সময় ভিতরে কতজন ছিল তা জানা যায়নি এখনও ৷ তবে চারজন জখম হয়েছেন বলে খবর । তার মধ্যে দুজন আপাতত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি রয়েছেন । অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । যদিও বিস্ফোরণের বিষয়ে মুখ খোলেননি থানা কর্তৃপক্ষ ।