ETV Bharat / state

Drugs Recovered: পাচারের আগে 18 লক্ষ টাকার মাদক ট্যাবলেট ইয়াবা-সহ গ্রেফতার চার - worth 18 lakh rupees before smuggling

মাদক ট্যাবলেট পাচারের পরিকল্পনা ভেস্তে দিল সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ 18 লক্ষ টাকার মাদক ট্যাবলেট ইয়াবা-সহ গ্রেফতার চার চোরাকারবারি ৷

Yaba tablets smuggling
মাদক ট্যাবলেট উদ্ধার
author img

By

Published : May 7, 2023, 8:33 PM IST

18 লক্ষ টাকার মাদক ট্যাবলেট ইয়াবা-সহ গ্রেফতার চার

সামশেরগঞ্জ, 7 মে: 18 লক্ষ টাকার মাদক ট্যাবলেট ইয়াবা-সহ চারজনকে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ওই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট-সহ চার যুবককে গ্রেফতার করা হয় । শনিবার রাতেই সামশেরগঞ্জের চশকাপুর সংলগ্ন পাকুড় রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ ফারুক আহমেদ, মহম্মদ লিনারুদ্দিন, সলমন হোসেন তালুকদার এবং আকবর শেখ । তাদের মধ্যে ফারুক ও লিনারুদ্দিনের বাড়ি মণিপুরে । সলমনের বাড়ি অসমে এবং আকবরের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় । আকবরই মাদক ট্যাবলেটগুলি সংগ্রহ করছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বলে জানা গিয়েছে । ধৃতদের কাছ থেকে 9 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ ।

রবিবার ধৃতদের আদালতে পাঠানো হয়, পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় । ইয়াবা ট্যাবলেট কারবারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে ৷ রবিবার জঙ্গিপুর পুলিশ সুপার অফিসে সাংবাদিক সম্মেলন করা হয় ৷ সেখানে পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী বলেন, "মাদক ট্যাবলেটগুলি উত্তর-পূর্ব ভারত থেকে আনা হচ্ছিল ৷ সেগুলি বাংলাদেশে পাচার করা হত । ধৃতদের চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে তোলা হচ্ছে । উত্তর পূর্ব ভারত থেকে হুহু করে মাদক ট্যাবলেট ঢুকছে এ রাজ্যে ।"

পুলিশ সূত্রে খবর, উত্তর পূর্ব ভারত থেকে ইয়াবা ট্যাবলেট 25 টাকা প্রতি পিস হিসাবে সংগ্রহ করছে মাদককারবারিরা । এ রাজ্যে পৌঁছে সেই ট্যাবলেটের দাম হয়ে যাচ্ছে 100-200 টাকা প্রতি পিস । সীমান্তের ওপারে বাংলাদেশ পাচার হচ্ছে ট্যাবলেটগুলি প্রতি পিস 250-300 টাকায় । মোটা লাভ হবে সেই লোভেই মাদক পাচারকারীরা সম্প্রতি ইয়াবা ট্যাবলেট পাচারে দিকে ঝুঁকছে ।

পুলিশের কাছে আগাম খবর ছিল রাজ্যে ঢুকছে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট । সেই মতো শনিবার রাতেই চশকাপুরে জাল বিছিয়ে অপেক্ষা করে সামশেরগঞ্জ থানার পুলিশ । রাত সাড়ে এগারোটা নাগাদ পাকুড় রোড দিয়ে চশকাপুরে ঢুকতেই তিনজনকে আটক করা হয় । তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ন'হাজার ইয়াবা ট্যাবলেট । তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ট্যাবলেটগুলি সুতির বাসিন্দা আকবরকে দেওয়ার পরিকল্পনা ছিল । এরপর পুলিশ আকবর শেখকে গ্রেফতার করে ।

আরও পড়ুন: সীমান্তে 13 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার বিএসএফের

18 লক্ষ টাকার মাদক ট্যাবলেট ইয়াবা-সহ গ্রেফতার চার

সামশেরগঞ্জ, 7 মে: 18 লক্ষ টাকার মাদক ট্যাবলেট ইয়াবা-সহ চারজনকে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ওই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট-সহ চার যুবককে গ্রেফতার করা হয় । শনিবার রাতেই সামশেরগঞ্জের চশকাপুর সংলগ্ন পাকুড় রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ ফারুক আহমেদ, মহম্মদ লিনারুদ্দিন, সলমন হোসেন তালুকদার এবং আকবর শেখ । তাদের মধ্যে ফারুক ও লিনারুদ্দিনের বাড়ি মণিপুরে । সলমনের বাড়ি অসমে এবং আকবরের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় । আকবরই মাদক ট্যাবলেটগুলি সংগ্রহ করছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বলে জানা গিয়েছে । ধৃতদের কাছ থেকে 9 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ ।

রবিবার ধৃতদের আদালতে পাঠানো হয়, পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় । ইয়াবা ট্যাবলেট কারবারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে ৷ রবিবার জঙ্গিপুর পুলিশ সুপার অফিসে সাংবাদিক সম্মেলন করা হয় ৷ সেখানে পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী বলেন, "মাদক ট্যাবলেটগুলি উত্তর-পূর্ব ভারত থেকে আনা হচ্ছিল ৷ সেগুলি বাংলাদেশে পাচার করা হত । ধৃতদের চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে তোলা হচ্ছে । উত্তর পূর্ব ভারত থেকে হুহু করে মাদক ট্যাবলেট ঢুকছে এ রাজ্যে ।"

পুলিশ সূত্রে খবর, উত্তর পূর্ব ভারত থেকে ইয়াবা ট্যাবলেট 25 টাকা প্রতি পিস হিসাবে সংগ্রহ করছে মাদককারবারিরা । এ রাজ্যে পৌঁছে সেই ট্যাবলেটের দাম হয়ে যাচ্ছে 100-200 টাকা প্রতি পিস । সীমান্তের ওপারে বাংলাদেশ পাচার হচ্ছে ট্যাবলেটগুলি প্রতি পিস 250-300 টাকায় । মোটা লাভ হবে সেই লোভেই মাদক পাচারকারীরা সম্প্রতি ইয়াবা ট্যাবলেট পাচারে দিকে ঝুঁকছে ।

পুলিশের কাছে আগাম খবর ছিল রাজ্যে ঢুকছে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট । সেই মতো শনিবার রাতেই চশকাপুরে জাল বিছিয়ে অপেক্ষা করে সামশেরগঞ্জ থানার পুলিশ । রাত সাড়ে এগারোটা নাগাদ পাকুড় রোড দিয়ে চশকাপুরে ঢুকতেই তিনজনকে আটক করা হয় । তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ন'হাজার ইয়াবা ট্যাবলেট । তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ট্যাবলেটগুলি সুতির বাসিন্দা আকবরকে দেওয়ার পরিকল্পনা ছিল । এরপর পুলিশ আকবর শেখকে গ্রেফতার করে ।

আরও পড়ুন: সীমান্তে 13 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার বিএসএফের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.