ETV Bharat / state

Hafiz Alam Sairani: বহরমপুরে কংগ্রেসে যোগ দিচ্ছেন বাম আমলের মন্ত্রী হাফিজ আলম সাইরানি

দীর্ঘ সময় ধরে ফরওয়ার্ড ব্লকের (Forward Block) সঙ্গে গোলমাল চলছিল হাফিজ আলম সাইরানির (Hafiz Alam Sairani) ৷ সেই কারণে দল ছাড়েন ৷ এবার তিনি কংগ্রেসে (Congress) যোগ দিতে চলেছেন ৷

former-forward-block-leader-hafiz-alam-sairani-to-join-congress-today
Hafiz Alam Sairani: বহরমপুরে কংগ্রেসে যোগ দিচ্ছেন বাম আমলের মন্ত্রী হাফিজ আলম সাইরানি
author img

By

Published : Nov 3, 2022, 1:02 PM IST

বহরমপুর, 3 নভেম্বর: মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে এক জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) হাত ধরে কংগ্রেসে (Congress) যোগ দিতে চলেছেন ফরওয়ার্ড ব্লকের (Forward Block) প্রাক্তন নেতা তথা প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি (Hafiz Alam Sairani) । একই সঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতাও কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে খবর । তবে জনসভায় যোগ দিতে সমর্থকদের রাস্তায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস । জেলার রানিনগর, ইসলামপুর-সহ একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহিলা কর্মীরা রাস্তা অবরোধ করে রেখেছে বলে অভিযোগ ।

গত 17 অক্টোবর কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে আগেই কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছিলেন প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন নেতা আলি ইমরান রামজ ওরফে ভিক্টর । সেদিন সঙ্গেই ছিলেন কাকা হাফিজ আলম সাইরানি ৷ তবে তিনি সেদিন যোগ দেননি ৷

সেদিন থেকেই তাঁর যোগদানের জল্পনা চলছিল ৷ বৃহস্পতিবার সেটাই সত্যি হতে চলেছে৷ জানা গিয়েছে, গতকালই তিনি দলের বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন । হুগলি-সহ রাজ্যের বিভিন্ন জেলার বেশ কয়েকজন বিক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক কর্মীও এদিনের সভায় যোগ দিচ্ছেন বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর ।

এদিকে রানিনগর পঞ্চায়েত সমিতির সদস্য আমিনুল হাসান ওরফে বাপি-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাও কংগ্রেসের ছাতার তলায় আসছেন । আজ দুপুর দু’টোয় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে জনসভার ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । এসএসসি নিয়োগ দুর্নীতি-সহ রাজ্য ও কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়ে জনসভা ডাকা হয়েছে ।

জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসের অভিযোগ, কংগ্রেস কর্মী সমর্থকদের জনসভায় আসতে বাধা দিতে শুরু করেছে রাজ্যের শাসক দলের কর্মীরা । রানিনগর ও ইসলামপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাস্তা অবিরোধ করে রাখা হয়েছে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে গোলমাল চলছিল সাইরানির ৷ দলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে তিনি পদত্যাগও করেন ৷ এবার তিনি কংগ্রেসে আসছেন ৷ যার অর্থ বামপন্থার পথ পরিত্যাগ করে এবার দক্ষিণপন্থী রাজনীততে সামিল হচ্ছেন তিনি ৷

আরও পড়ুন: খোঁজ নেয়নি বামফ্রন্ট, কংগ্রেসে যোগ ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রামজের

বহরমপুর, 3 নভেম্বর: মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে এক জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) হাত ধরে কংগ্রেসে (Congress) যোগ দিতে চলেছেন ফরওয়ার্ড ব্লকের (Forward Block) প্রাক্তন নেতা তথা প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি (Hafiz Alam Sairani) । একই সঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতাও কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে খবর । তবে জনসভায় যোগ দিতে সমর্থকদের রাস্তায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস । জেলার রানিনগর, ইসলামপুর-সহ একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহিলা কর্মীরা রাস্তা অবরোধ করে রেখেছে বলে অভিযোগ ।

গত 17 অক্টোবর কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে আগেই কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছিলেন প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন নেতা আলি ইমরান রামজ ওরফে ভিক্টর । সেদিন সঙ্গেই ছিলেন কাকা হাফিজ আলম সাইরানি ৷ তবে তিনি সেদিন যোগ দেননি ৷

সেদিন থেকেই তাঁর যোগদানের জল্পনা চলছিল ৷ বৃহস্পতিবার সেটাই সত্যি হতে চলেছে৷ জানা গিয়েছে, গতকালই তিনি দলের বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন । হুগলি-সহ রাজ্যের বিভিন্ন জেলার বেশ কয়েকজন বিক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক কর্মীও এদিনের সভায় যোগ দিচ্ছেন বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর ।

এদিকে রানিনগর পঞ্চায়েত সমিতির সদস্য আমিনুল হাসান ওরফে বাপি-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাও কংগ্রেসের ছাতার তলায় আসছেন । আজ দুপুর দু’টোয় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে জনসভার ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । এসএসসি নিয়োগ দুর্নীতি-সহ রাজ্য ও কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়ে জনসভা ডাকা হয়েছে ।

জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসের অভিযোগ, কংগ্রেস কর্মী সমর্থকদের জনসভায় আসতে বাধা দিতে শুরু করেছে রাজ্যের শাসক দলের কর্মীরা । রানিনগর ও ইসলামপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাস্তা অবিরোধ করে রাখা হয়েছে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে গোলমাল চলছিল সাইরানির ৷ দলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে তিনি পদত্যাগও করেন ৷ এবার তিনি কংগ্রেসে আসছেন ৷ যার অর্থ বামপন্থার পথ পরিত্যাগ করে এবার দক্ষিণপন্থী রাজনীততে সামিল হচ্ছেন তিনি ৷

আরও পড়ুন: খোঁজ নেয়নি বামফ্রন্ট, কংগ্রেসে যোগ ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রামজের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.