ETV Bharat / state

ফরাসি পর্যটকের দল মুর্শিদাবাদে, বাড়ছে বিদেশিদের ভিড় - foreign tourists are visiting murshidabad

Murshidabad Tourism: মুর্শিদাবাদের পর্যটনস্থগুলিতে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ৷ গত এক মাসে তৃতীয়বার বিদেশি পর্যটকদের দল মুর্শিদাবাদে ঘুরতে এল ৷

ETV Bharat
ফরাসি পর্যটকের ভিড় মুর্শিদাবাদে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 4:22 PM IST

মুর্শিদাবাদ, 26 নভেম্বর: মুর্শিদাবাদের ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ছে বিদেশি পর্যটকের ভিড় । এবার মরশু মের শুরু থেকে বিদেশি পর্যটকদের ঢল নামায় উচ্ছসিত এখানকার পর্যটনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা । দিনকয়েক আগে নদীপথে প্রথম 29 জনের বিদেশি একদল পর্যটক এসেছিলেন মুর্শিদাবাদে । দু'দিন সেখানে থেকে জেলার ঐতিহাসিক স্থাপত্য দেখে ফিরে যান তাঁরা । শনিবার সাবেক নবাবি তালুক মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে বিদেশি পর্যটকদের আরও একটি দল ।

এই 22 সদস্যের বিদেশি পর্যটকদের দলে সকলেই ছিলেন ফ্রান্সের নাগরিক । দলটি শুক্রবার কলকাতা থেকে ক্রুজে চেপে রাতে মুর্শিদাবাদ শহরে এসে পৌঁছয় । শনিবার সকালে বিদেশি পর্যটকদের দলটি প্রথমে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম ঘুরে দেখে । নবাবি স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শনকে ক্যামেরাবন্দিও করে পর্যটকের দলটি ৷ স্থানীয় পর্যটকদের সঙ্গে আলাপচারিতায় মাতেন তাঁরা ।

এরপরে দলটি টাঙা চেপে মুর্শিদ কুলি খাঁর সমাধি সৌধ কাটরা মসজিদে যান ওই পর্যটকরা । ওখানে ঘণ্টাদু'য়েক কাটিয়ে দুপুরে কাঠগোলা বাগান ও প্রাসাদে যান তাঁরা । নবাবি স্থাপত্যের নিদর্শনগুলি ঘুরে দেখে বিকেলে জলপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় দলটি ।

চলতি সপ্তাহে সোমবার 26 সদস্যের এক বিদেশি পর্যটক দল মুর্শিদাবাদে আসে । নবাবি তালুকে দু'দিন থেকে ভাগীরথীর দুই পাড়ের স্থাপত্য নিদর্শনগুলি ঘুরে দেখেন তাঁরা । টাঙা চালক মুস্তাক শেখ বলেন, দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে বিদেশি পর্যটকদের প্রথম পছন্দ ঘোড়ায় টানা টাঙা । খুশি হয়ে বিদেশি পর্যটকরা স্থানীয়দের থেকে ভাড়া বেশি দেন । সেইসঙ্গে উপরি হিসেবে বকশিশও দেন তাঁরা । সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি স্বপন ভট্টাচার্য জানান, চলতি সপ্তাহে দ্বিতীয়বার এবং গত এক মাসের মধ্যে তৃতীয়বার বিদেশি পর্যটকদের দল মুর্শিদাবাদে ঘুরতে এল। এটা মুর্শিদাবাদের পর্যটনের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক।

আরও পড়ুন:

  1. ভারতের হারে উল্লাস ! পাহাড়ের বহু হোটেলে বয়কটের শিকার বাংলাদেশের পর্যটকরা
  2. ভারতবিদ্বেষী মন্তব্য ও আচরণের প্রতিবাদ, বাংলাদেশিদের জন্য বন্ধ হল একাধিক হোটেল
  3. সিকিমের বানে উদ্বেগে শৈলরানি, ফের ধাক্কা দার্জিলেঙের পর্যটন ব্যবসায় !

মুর্শিদাবাদ, 26 নভেম্বর: মুর্শিদাবাদের ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ছে বিদেশি পর্যটকের ভিড় । এবার মরশু মের শুরু থেকে বিদেশি পর্যটকদের ঢল নামায় উচ্ছসিত এখানকার পর্যটনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা । দিনকয়েক আগে নদীপথে প্রথম 29 জনের বিদেশি একদল পর্যটক এসেছিলেন মুর্শিদাবাদে । দু'দিন সেখানে থেকে জেলার ঐতিহাসিক স্থাপত্য দেখে ফিরে যান তাঁরা । শনিবার সাবেক নবাবি তালুক মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে বিদেশি পর্যটকদের আরও একটি দল ।

এই 22 সদস্যের বিদেশি পর্যটকদের দলে সকলেই ছিলেন ফ্রান্সের নাগরিক । দলটি শুক্রবার কলকাতা থেকে ক্রুজে চেপে রাতে মুর্শিদাবাদ শহরে এসে পৌঁছয় । শনিবার সকালে বিদেশি পর্যটকদের দলটি প্রথমে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম ঘুরে দেখে । নবাবি স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শনকে ক্যামেরাবন্দিও করে পর্যটকের দলটি ৷ স্থানীয় পর্যটকদের সঙ্গে আলাপচারিতায় মাতেন তাঁরা ।

এরপরে দলটি টাঙা চেপে মুর্শিদ কুলি খাঁর সমাধি সৌধ কাটরা মসজিদে যান ওই পর্যটকরা । ওখানে ঘণ্টাদু'য়েক কাটিয়ে দুপুরে কাঠগোলা বাগান ও প্রাসাদে যান তাঁরা । নবাবি স্থাপত্যের নিদর্শনগুলি ঘুরে দেখে বিকেলে জলপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় দলটি ।

চলতি সপ্তাহে সোমবার 26 সদস্যের এক বিদেশি পর্যটক দল মুর্শিদাবাদে আসে । নবাবি তালুকে দু'দিন থেকে ভাগীরথীর দুই পাড়ের স্থাপত্য নিদর্শনগুলি ঘুরে দেখেন তাঁরা । টাঙা চালক মুস্তাক শেখ বলেন, দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে বিদেশি পর্যটকদের প্রথম পছন্দ ঘোড়ায় টানা টাঙা । খুশি হয়ে বিদেশি পর্যটকরা স্থানীয়দের থেকে ভাড়া বেশি দেন । সেইসঙ্গে উপরি হিসেবে বকশিশও দেন তাঁরা । সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি স্বপন ভট্টাচার্য জানান, চলতি সপ্তাহে দ্বিতীয়বার এবং গত এক মাসের মধ্যে তৃতীয়বার বিদেশি পর্যটকদের দল মুর্শিদাবাদে ঘুরতে এল। এটা মুর্শিদাবাদের পর্যটনের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক।

আরও পড়ুন:

  1. ভারতের হারে উল্লাস ! পাহাড়ের বহু হোটেলে বয়কটের শিকার বাংলাদেশের পর্যটকরা
  2. ভারতবিদ্বেষী মন্তব্য ও আচরণের প্রতিবাদ, বাংলাদেশিদের জন্য বন্ধ হল একাধিক হোটেল
  3. সিকিমের বানে উদ্বেগে শৈলরানি, ফের ধাক্কা দার্জিলেঙের পর্যটন ব্যবসায় !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.