মুর্শিদাবাদ, 28 জুন : মুর্শিদাবাদে একদিনে বজ্রাঘাতে মৃত্যু হল পাঁচ জনের । ঘটনায় গুরুতর আহত আরও দুই । তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে । এরা সকলেই মাঠে কাজ করতে গেছিলেন । এর মধ্যে সাগরদিঘি থানা এলাকায় এক মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছে । মৃতদের নাম সমর মণ্ডল (30), ভারতী মণ্ডল (40) ও শিবরাম মাহাত (45)। আহত রাজুবালা মণ্ডল ও তেতত্রী মাহাত সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি রয়েছে ।
ওই পাঁচজন একটি বেগুন ক্ষেতে কাজ করছিলেন । বৃষ্টি নামায় তাঁরা ক্ষেতের মধ্যেই একটি সাবমার্সেবল পাম্পের ঘরে আশ্রয় নেন । সেখানেই বজ্রাঘাতে মৃত্যু হয় তিনজনের । বাকি দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে ।
ভরতপুর থানা এলাকার তালগ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছে আরও দু'জনের । মৃতদের নাম মতিউর শেখ ও জনি শেখ । দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তালগ্রামের এই দুই চাষিও জমিতে কাজ করছিলেন বলে জানা গেছে । বৃষ্টির সময় তাঁরাও একটি মেশিন রাখার ঘরে আশ্রয় নিয়েছিলেন । ব্জ্রপাত হলে ঘটনাস্থানেই তাঁদের দু'জনেরই মৃত্যু হয় ।
বাজ পড়ে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসতে শুরু করেছে বেশ কয়েকদিন ধরে । বিহার ও উত্তরপ্রদেশে সবথেকে বেশি প্রাণহানির খবর সামনে এসেছে । বিহার ও উত্তরপ্রদেশ মিলিয়ে একদিনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ।