বহরমপুর, 16 জুলাই : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে । জখম হন পাঁচজন BJP কর্মী । ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় অবস্থানে বসে BJP কর্মীরা । একঘণ্টা পর অবস্থান তুলে নেয় তারা । বহরমপুর থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে BJP কর্মীরা ।
আজ বিকেলে বহরমপুর পৌরসভার সামনে একাধিকে দাবিতে BJP ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে । এই কর্মসূচিতে জেলা নেতৃত্বর পাশাপাশি রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন । সেইসময় ওখানে তৃণমূল ছাত্র পরিষদের 21 জুলাইয়ের প্রস্তুতি মিছিল হচ্ছিল । অভিযোগ, ওই মিছিল থেকেই তৃণমূল কর্মীরা BJP কর্মীদের লক্ষ্য করে দলীয় পতাকা ও ইট ছোড়ে । মঞ্চে উঠে BJP-র ফেসটুন ছিড়ে দেওয়া হয় । এমনকী, মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ।
BJP কর্মীদের আরও অভিযোগ, তৃণমূলের মিছিল আসার আগাম খবর ছিল । সেইমতো তারা হেলমেট, লাঠি নিয়ে প্রস্তুত ছিল । কিন্তু BJP কর্মীদের এবিষয়ে সতর্ক করা হয়নি । শুধু তাই নয়, হামলা চলাকালীন পুলিশ ঘটনাস্থানে থাকা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ জানান রাজ্য BJP-র মহিলা মোর্চার সদস্য অনামিকা ঘোষ ।
অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ভীষ্মদেব কর্মকার । তিনি বলেন, "21 জুলাইয়ের জন্য আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করছিলাম । আমাদের কেউ ওদের উপর হামলা করেনি । "