ETV Bharat / state

বহরমপুরে BJP কর্মীদের উপর হামলা, জখম 5 - BJP

ডেপুটেশন কর্মসূচি চলাকালীন BJP কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে । জখম পাঁচ BJP কর্মী ।

BJP কর্মীদের উপর হামলা
author img

By

Published : Jul 16, 2019, 7:45 PM IST

বহরমপুর, 16 জুলাই : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে । জখম হন পাঁচজন BJP কর্মী । ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় অবস্থানে বসে BJP কর্মীরা । একঘণ্টা পর অবস্থান তুলে নেয় তারা । বহরমপুর থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে BJP কর্মীরা ।

আজ বিকেলে বহরমপুর পৌরসভার সামনে একাধিকে দাবিতে BJP ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে । এই কর্মসূচিতে জেলা নেতৃত্বর পাশাপাশি রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন । সেইসময় ওখানে তৃণমূল ছাত্র পরিষদের 21 জুলাইয়ের প্রস্তুতি মিছিল হচ্ছিল । অভিযোগ, ওই মিছিল থেকেই তৃণমূল কর্মীরা BJP কর্মীদের লক্ষ্য করে দলীয় পতাকা ও ইট ছোড়ে । মঞ্চে উঠে BJP-র ফেসটুন ছিড়ে দেওয়া হয় । এমনকী, মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ।

BJP কর্মীদের আরও অভিযোগ, তৃণমূলের মিছিল আসার আগাম খবর ছিল । সেইমতো তারা হেলমেট, লাঠি নিয়ে প্রস্তুত ছিল । কিন্তু BJP কর্মীদের এবিষয়ে সতর্ক করা হয়নি । শুধু তাই নয়, হামলা চলাকালীন পুলিশ ঘটনাস্থানে থাকা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ জানান রাজ্য BJP-র মহিলা মোর্চার সদস্য অনামিকা ঘোষ ।

অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ভীষ্মদেব কর্মকার । তিনি বলেন, "21 জুলাইয়ের জন্য আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করছিলাম । আমাদের কেউ ওদের উপর হামলা করেনি । "

বহরমপুর, 16 জুলাই : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে । জখম হন পাঁচজন BJP কর্মী । ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় অবস্থানে বসে BJP কর্মীরা । একঘণ্টা পর অবস্থান তুলে নেয় তারা । বহরমপুর থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে BJP কর্মীরা ।

আজ বিকেলে বহরমপুর পৌরসভার সামনে একাধিকে দাবিতে BJP ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে । এই কর্মসূচিতে জেলা নেতৃত্বর পাশাপাশি রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন । সেইসময় ওখানে তৃণমূল ছাত্র পরিষদের 21 জুলাইয়ের প্রস্তুতি মিছিল হচ্ছিল । অভিযোগ, ওই মিছিল থেকেই তৃণমূল কর্মীরা BJP কর্মীদের লক্ষ্য করে দলীয় পতাকা ও ইট ছোড়ে । মঞ্চে উঠে BJP-র ফেসটুন ছিড়ে দেওয়া হয় । এমনকী, মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ।

BJP কর্মীদের আরও অভিযোগ, তৃণমূলের মিছিল আসার আগাম খবর ছিল । সেইমতো তারা হেলমেট, লাঠি নিয়ে প্রস্তুত ছিল । কিন্তু BJP কর্মীদের এবিষয়ে সতর্ক করা হয়নি । শুধু তাই নয়, হামলা চলাকালীন পুলিশ ঘটনাস্থানে থাকা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ জানান রাজ্য BJP-র মহিলা মোর্চার সদস্য অনামিকা ঘোষ ।

অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ভীষ্মদেব কর্মকার । তিনি বলেন, "21 জুলাইয়ের জন্য আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করছিলাম । আমাদের কেউ ওদের উপর হামলা করেনি । "

Intro:বহরমপুরে বিজেপি কর্মীদের উপর তৃণমূল ছাত্র পরিষদের হামলা। ঘটনায় জখম বিজেপির রাজ্য যিব মহিলা।মোর্চার সভানেয়্রী সহ চারজন।Body:বহরমপুর - বহরমপুরে বিজেপির ডেপুটেশন কর্মসূচিতে জমায়েত সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি সহ আক্রান্ত বেশ কয়েকজন বিজেপি সমর্থক। বিজেপির ব্যানার, ফেস্টুন ছিঁড়ে দেওয়ার পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানি ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। দোষিদের গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা। ঘটনায় পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জেলা সভাপতি ভিষ্মদেব কর্মকার তাদের দিকে তোলা অভিযোগ অস্বীকার করেছেন।
এদিন বিকেলে বহরমপুর পুরসভায় একাধিক দাবিতে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ছিল। মঞ্চ তৈরি করে ডেপুটেশন কর্মসূচিতে জেলা নেতৃত্বের পাশাপাশা রাজ্য নেতৃত্বও হাজির ছিলেন। কিছুক্ষনের মধ্যে সেদিকে তৃণমূল ছাত্র পরিষদের ২১ জুলাইয়ের প্রস্তুতি মিছিল আসে। সেই মিছিল থেকেই বিজেপির সমর্থকদের হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি সমর্থকদের লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁট বৃষ্টির অভিযোগ ওঠে। ঘটনায় মহিলা মোর্চার রাজ্য সভাপিতি সহ পাঁচজপ্ন জখম হয়েছেন। এই ঘটনার ইঙ্গিত পুলিশ আগে থেকে মাথায় হেলমেট ও,ঢাল নিয়ে সুসজ্জিত ছিল। কিন্তু বিজেপি কর্মীদের হামলার আভাস মেলার পরও সতর্ক করা হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে। প্রতবাদে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি।Conclusion:ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা। মোতায়েন বিশাল বাহিনী।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.