ETV Bharat / state

মুর্শিদাবাদের শোভাপুরঘাটে গ্রেপ্তার 5 পাচারকারী, আটক 40টি গোরু

author img

By

Published : Aug 29, 2019, 10:56 PM IST

Updated : Aug 29, 2019, 11:08 PM IST

ফের ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার পাঁচ গোরু পাচারকারী । ধৃতদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যেই । তাদের বাড়ি সামসেরগঞ্জ থানা এলাকায় ।

ধৃত পাঁচ পাচারকারী

সামসেরগঞ্জ, 29 অগাস্ট : ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার পাঁচ গোরু পাচারকারী । পুলিশ ও BSF যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ৷ আটক করা হয়েছে 40 টি গোরু । পুলিশ জানিয়েছে, শোভাপুরঘাট থেকে গ্রেপ্তারির ঘটনা ৷ ধৃতদের নাম আজাদ আলি, মোশারফ হোসেন, মন্তাজ আলি, মোশারফ হোসেন ও ইসমাইল শেখ । ধৃতদের আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

দেখুন ভিডিয়োয়

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় গোরু পাচারচক্র । নজরদারি বাড়িয়েও পাচারকারীরা কাঁটাতারের ওপারে গোরুপাচার করছে বলে অভিযোগ । পাচারচক্রে বারবার পুলিশি মদতেরও অভিযোগ উঠছে । দোষ কাটাতে BSF-এর সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে বলেই অনেকের অনুমান ।

এই যৌথ অভিযানে নেমে শোভাপুরঘাট থেকে পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া 40টি গোরু আটক করা হয় । ঘটনায় পাচার চক্রের জড়িত পাঁচজনকে গ্রেপ্তারও করা হয় । ধৃতদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যেই । তাদের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায় । আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

সামসেরগঞ্জ, 29 অগাস্ট : ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার পাঁচ গোরু পাচারকারী । পুলিশ ও BSF যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ৷ আটক করা হয়েছে 40 টি গোরু । পুলিশ জানিয়েছে, শোভাপুরঘাট থেকে গ্রেপ্তারির ঘটনা ৷ ধৃতদের নাম আজাদ আলি, মোশারফ হোসেন, মন্তাজ আলি, মোশারফ হোসেন ও ইসমাইল শেখ । ধৃতদের আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

দেখুন ভিডিয়োয়

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় গোরু পাচারচক্র । নজরদারি বাড়িয়েও পাচারকারীরা কাঁটাতারের ওপারে গোরুপাচার করছে বলে অভিযোগ । পাচারচক্রে বারবার পুলিশি মদতেরও অভিযোগ উঠছে । দোষ কাটাতে BSF-এর সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে বলেই অনেকের অনুমান ।

এই যৌথ অভিযানে নেমে শোভাপুরঘাট থেকে পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া 40টি গোরু আটক করা হয় । ঘটনায় পাচার চক্রের জড়িত পাঁচজনকে গ্রেপ্তারও করা হয় । ধৃতদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যেই । তাদের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায় । আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

Intro:ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার পাঁচ পাচারকারী। পুলিশ বিএসএফ যৌথ অভিযানে আটক ৪০টি গোরু। Body:সামশেরগঞ্জ - বাংলাদেশ পাচারের আগে সীমান্ত এলাকায় গোরু সহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ ও সামশেরগঞ্জ থানার পুলিশ। যৌথ অভিযান চালিয়েই পাচারকারীদের শোভাপুরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চালিয়ে ৪০টি গোরু আটক করা হয়েছে। ধৃতদের নাম আজাদ আলি,মোশারফ হোসেন,মন্তাজ আলি,মোসারফ হোসেন ও ইসমাইল শেখ। ধৃতদের এদিন জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
ভারত বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় গোরু পাচারকারী। নজরদারি বাড়িয়েও পাচারকারীরা কাঁটাতারের ওপারে গোরু পাচার করছে বলেই অভিযোগ। পাচারচক্রে বারবার পুলিশি মদতেরও অভিযোগ উঠছে। দোষ কাটাতে বিএসএফের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে বলেই অনেকের অনুমান। যৌথ অভিযানে নেমে শোভাপুরঘাট থেকে পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া ৪০টি গোরু আটক করা হয়। ঘটনায় পাচার চক্রের জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যেই। তাদের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায়।Conclusion:ধৃতদের আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ বিচারকের।
Last Updated : Aug 29, 2019, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.