ETV Bharat / state

সামশেরগঞ্জ থেকে ৫৪টি তাজা বোমা উদ্ধার

আমবাগান থেকে উদ্ধার হল তাজা বোমা। ঘটনাটি সামশেরগঞ্জের আলমসাহি গ্রামের।

উদ্ধার হওয়া বোমা
author img

By

Published : Mar 21, 2019, 5:20 PM IST

সামশেরগঞ্জ, ২১ মার্চ : আমবাগান থেকে উদ্ধার হল তাজা বোমা। ঘটনাটি সামশেরগঞ্জের আলমসাহি গ্রামের।

আজ সকালে আলমসাহির ফিল্ড পাড়া এলাকার আমবাগানে স্থানীয় বাসিন্দারা বোমাগুলি দেখতে পায়। এরপর তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। তারা ঘটনাস্থান থেকে ৩২টি তাজা বোমা উদ্ধার করে। এরপর এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ আরও ২২টি তাজা বোমা উদ্ধার করে।


ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। কারা এলাকায় বোমাগুলি রেখেছিল তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, লোকসভা ভোটে গোলমালের উদ্দ্যেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল।

সামশেরগঞ্জ, ২১ মার্চ : আমবাগান থেকে উদ্ধার হল তাজা বোমা। ঘটনাটি সামশেরগঞ্জের আলমসাহি গ্রামের।

আজ সকালে আলমসাহির ফিল্ড পাড়া এলাকার আমবাগানে স্থানীয় বাসিন্দারা বোমাগুলি দেখতে পায়। এরপর তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। তারা ঘটনাস্থান থেকে ৩২টি তাজা বোমা উদ্ধার করে। এরপর এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ আরও ২২টি তাজা বোমা উদ্ধার করে।


ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। কারা এলাকায় বোমাগুলি রেখেছিল তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, লোকসভা ভোটে গোলমালের উদ্দ্যেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল।

New Delhi, Mar 20 (ANI): BSP leader Chandraprakash Mishra on Wednesday joined the Bharatiya Janata Party (BJP) in presence of Union Ministers JP Nadda and Smriti Irani in the national capital. Chandraprakash Mishra. Chandraprakash Mishra contested against Rahul Gandhi in Amethi in 2004 LS polls. As India heads towards LS Polls, several political leaders have changed their sides. Lok Sabha polls will begin from 11th April.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.