ETV Bharat / state

মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত বাবা ও ছেলে - আক্রান্ত

মাটি মাফিয়াদের সঙ্গে বকেয়া হিসাব নিয়ে ঝামেলা ৷ মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার জীবননগরে আক্রান্ত বাবা ও ছেলে ৷ দুষ্কৃতীদের মারে জখম ওই যুবক হাসপাতালে ভর্তি ৷ ভাঙচুর করা হল মাটি সরবরাহকারীর বাড়িতে ৷

wb-msd-soil-smuggler-01-wb10031
মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত বাবা ও ছেলে
author img

By

Published : May 3, 2021, 3:11 PM IST

বহরমপুর, 3 মে : মাটি কাটার হিসাব নিয়ে বচসার জেরে মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন এক প্রৌঢ় ও তাঁর ছেলে ৷ ঘটনায় গুরুতর জখম ওই যুবক বর্তমানে হাসপাতালে ভর্তি ৷ আক্রান্তদের বাড়িতে ভাঙচুর ও লুঠপাটেরও অভিযোগ উঠেছে দুস্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার জীবননগরে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার মাটি মাফিয়াদের মাটি সরবরাহ করেন জীবননগরের বাসিন্দা মান্নান শেখ ৷ দীর্ঘদিনের বকেয়া হিসাব নিয়ে ঝামেলার জেরেই মাটিয়া মাফিয়াদের সঙ্গে বচসায় জড়ান তিনি ৷

মান্নান শেখের দাবি, হিসাবের গরমিল নিয়েই বচসার সূত্রপাত ৷ তিনি জানান, তিনি হিসাব ছেড়ে চলে আসার পরই দেখেন, তাঁর বাড়ি ঘিরে ফেলেছে দুষ্কৃতীরা ৷ তারা সবাই মিলে বাড়িতে লুঠপাট শুরু করে দেয় ৷ বাড়িতে থাকা নগদ, সোনার গয়না সব লুঠ করে নিয়ে যায় হামলাকারীরা ৷ গোটা বাড়ি ভাঙচুর করে তারা ৷ মান্নানের অভিযোগ, লুঠপাট ও ভাঙচুরে বাধা দিতে গেলেই দুষ্কৃতীরা তাঁকে ও তাঁর ছেলে রবিউল শেখকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত রবিউল শেখ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

ভাঙচুর ও লুঠপাটে বাধা দিয়েই আক্রান্ত বাবা ও ছেলে ৷

আরও পড়ুন : সম্পত্তি হাতাতে কাকার বাড়িতে হামলা, গ্রেফতার কবাডির জাতীয় দলের খেলোয়াড়

ঘটনায় আতঙ্কিত বাড়ির মহিলারা বাড়ি ছেড়ে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে আশ্রয় নেন ৷ এই হামলার পর থেকেই থমথমে গোটা এলাকা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে ৷ তারা খুব অল্প দামে দালালদের কাছ থেকে মাটি কিনে সেই মাটিই স্থানীয় ইটভাটাগুলিতে চড়া দামে বিক্রি করে ৷ ক্রমশ ফুলে ফেঁপে উঠছে রমরমা এই কারবার ৷

বহরমপুর, 3 মে : মাটি কাটার হিসাব নিয়ে বচসার জেরে মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন এক প্রৌঢ় ও তাঁর ছেলে ৷ ঘটনায় গুরুতর জখম ওই যুবক বর্তমানে হাসপাতালে ভর্তি ৷ আক্রান্তদের বাড়িতে ভাঙচুর ও লুঠপাটেরও অভিযোগ উঠেছে দুস্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার জীবননগরে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার মাটি মাফিয়াদের মাটি সরবরাহ করেন জীবননগরের বাসিন্দা মান্নান শেখ ৷ দীর্ঘদিনের বকেয়া হিসাব নিয়ে ঝামেলার জেরেই মাটিয়া মাফিয়াদের সঙ্গে বচসায় জড়ান তিনি ৷

মান্নান শেখের দাবি, হিসাবের গরমিল নিয়েই বচসার সূত্রপাত ৷ তিনি জানান, তিনি হিসাব ছেড়ে চলে আসার পরই দেখেন, তাঁর বাড়ি ঘিরে ফেলেছে দুষ্কৃতীরা ৷ তারা সবাই মিলে বাড়িতে লুঠপাট শুরু করে দেয় ৷ বাড়িতে থাকা নগদ, সোনার গয়না সব লুঠ করে নিয়ে যায় হামলাকারীরা ৷ গোটা বাড়ি ভাঙচুর করে তারা ৷ মান্নানের অভিযোগ, লুঠপাট ও ভাঙচুরে বাধা দিতে গেলেই দুষ্কৃতীরা তাঁকে ও তাঁর ছেলে রবিউল শেখকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত রবিউল শেখ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

ভাঙচুর ও লুঠপাটে বাধা দিয়েই আক্রান্ত বাবা ও ছেলে ৷

আরও পড়ুন : সম্পত্তি হাতাতে কাকার বাড়িতে হামলা, গ্রেফতার কবাডির জাতীয় দলের খেলোয়াড়

ঘটনায় আতঙ্কিত বাড়ির মহিলারা বাড়ি ছেড়ে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে আশ্রয় নেন ৷ এই হামলার পর থেকেই থমথমে গোটা এলাকা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে ৷ তারা খুব অল্প দামে দালালদের কাছ থেকে মাটি কিনে সেই মাটিই স্থানীয় ইটভাটাগুলিতে চড়া দামে বিক্রি করে ৷ ক্রমশ ফুলে ফেঁপে উঠছে রমরমা এই কারবার ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.