ETV Bharat / state

India Book of Records: ঠোঁটস্থ 25টি কবিতা, দেড় বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ফারহা জামিয়ার - Murshidabad child

বিস্ময় বালিকার খোঁজ মিলল মুর্শিদাবাদে (Murshidabad) ৷ নাম তার ফারহা জামিয়া (Farha Jamia) ৷ মাত্র দেড় বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তুলে তাক লাগিয়ে দিয়েছে সে ৷ বাংলা ও ইংরেজি মিলিয়ে 25টি কবিতা, আরবি সূরা ঠোঁটস্থ তার ।

Murshidabad child Farha Jamia name in India Book of Records at age of one and half years
Murshidabad child Farha Jamia name in India Book of Records at age of one and half years
author img

By

Published : Oct 18, 2022, 2:18 PM IST

রঘুনাথগঞ্জ, 18 অক্টোবর: মাত্র দেড় বছর বয়সেই বাজিমাৎ। এই বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তুলে তাক লাগিয়ে দিল রঘুনাথগঞ্জের ফারহা জামিয়া (Farha Jamia) । মুখে ভালো করে কথা ফোটেনি । আর এরমধ্যেই ঠোঁটস্থ তার বাংলা ও ইংরেজি মিলিয়ে 25টি কবিতা, আরবি সূরা ।

শুধু তাই নয়, বাংলা ও ইংরেজি মাস, সাতটি বার, ঋতুর নাম-সহ ফারহার মুখস্ত ধারাপাতও । তার ভিন্ন বর্ণ, পশু-পাখি, ফল-ফুলের সঙ্গে পরিচয় এক বছর বয়স থেকেই । মেয়ের সাফল্যে খুশি বাবা-মা । উচ্ছসিত প্রতিবেশীরাও । দূর-দুরান্ত থেকে লোক আসছে ফারহা জামিয়াকে দেখতে রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল দয়ারামপুর পঞ্চায়েতের খোদারামপুর গ্রামে (Murshidabad child) ৷

খুদে ফারহা জামিয়া রাতারাতি আইকন হয়ে উঠেছে এলাকায় । মাত্র এক বছর বয়সে ঘুমপাড়ানি গান প্রথম আত্মস্ত করে মায়ের নজর কেড়েছিল ফারহা । মা অহিদা ইমতিয়াজ বলেন, "তখনই বুঝি অনন্য প্রতিভা । ছড়া শেখাতে শুরু করলাম । বাংলা, ইংরেজি এমনকী আরবি সূরাও মুখস্ত করে ফেলে ও ।"

দেড় বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ফারহা জামিয়ার

মা-বাবা 16 মাস বয়সের (one and half years) মেয়ের প্রতিভার ভিডিয়ো ক্লিপ (Video clip) পাঠিয়ে দেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দরবারে । এইচডি ভিডিয়োর প্রয়োজন জানিয়ে ফেরত পাঠিয়ে দেয় সংস্থা । দ্বিতীয়বার পাঠানো ভিডিয়োতেই হাতের মুঠোয় সাফল্য চলে আসে । আর সেই খবর চাউর হতেই এলাকার মানুষ অহরহ ভিড় জমাচ্ছেন ফারহার প্রতিভা পরখ করতে ।

আরও পড়ুন: ব্যাগ তৈরি করে অভাবনীয় সাফল্য, খুদের নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

কৃষ্ণসাইলের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, "আমরা গর্বিত । দেখতে এলাম প্রতিভাবান খুদেকে । রাতারাতি ঝড়ের বেগে ফারহার খ্যাতি ছড়িয়ে পড়েছে এলাকায় । চকলেট-সহ বিভিন্ন উপহার নিয়েই ফারহার আধো গলায় কবিতা শুনে বাহবা দিচ্ছেন সকলে ।"

রঘুনাথগঞ্জ, 18 অক্টোবর: মাত্র দেড় বছর বয়সেই বাজিমাৎ। এই বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তুলে তাক লাগিয়ে দিল রঘুনাথগঞ্জের ফারহা জামিয়া (Farha Jamia) । মুখে ভালো করে কথা ফোটেনি । আর এরমধ্যেই ঠোঁটস্থ তার বাংলা ও ইংরেজি মিলিয়ে 25টি কবিতা, আরবি সূরা ।

শুধু তাই নয়, বাংলা ও ইংরেজি মাস, সাতটি বার, ঋতুর নাম-সহ ফারহার মুখস্ত ধারাপাতও । তার ভিন্ন বর্ণ, পশু-পাখি, ফল-ফুলের সঙ্গে পরিচয় এক বছর বয়স থেকেই । মেয়ের সাফল্যে খুশি বাবা-মা । উচ্ছসিত প্রতিবেশীরাও । দূর-দুরান্ত থেকে লোক আসছে ফারহা জামিয়াকে দেখতে রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল দয়ারামপুর পঞ্চায়েতের খোদারামপুর গ্রামে (Murshidabad child) ৷

খুদে ফারহা জামিয়া রাতারাতি আইকন হয়ে উঠেছে এলাকায় । মাত্র এক বছর বয়সে ঘুমপাড়ানি গান প্রথম আত্মস্ত করে মায়ের নজর কেড়েছিল ফারহা । মা অহিদা ইমতিয়াজ বলেন, "তখনই বুঝি অনন্য প্রতিভা । ছড়া শেখাতে শুরু করলাম । বাংলা, ইংরেজি এমনকী আরবি সূরাও মুখস্ত করে ফেলে ও ।"

দেড় বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ফারহা জামিয়ার

মা-বাবা 16 মাস বয়সের (one and half years) মেয়ের প্রতিভার ভিডিয়ো ক্লিপ (Video clip) পাঠিয়ে দেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দরবারে । এইচডি ভিডিয়োর প্রয়োজন জানিয়ে ফেরত পাঠিয়ে দেয় সংস্থা । দ্বিতীয়বার পাঠানো ভিডিয়োতেই হাতের মুঠোয় সাফল্য চলে আসে । আর সেই খবর চাউর হতেই এলাকার মানুষ অহরহ ভিড় জমাচ্ছেন ফারহার প্রতিভা পরখ করতে ।

আরও পড়ুন: ব্যাগ তৈরি করে অভাবনীয় সাফল্য, খুদের নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

কৃষ্ণসাইলের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, "আমরা গর্বিত । দেখতে এলাম প্রতিভাবান খুদেকে । রাতারাতি ঝড়ের বেগে ফারহার খ্যাতি ছড়িয়ে পড়েছে এলাকায় । চকলেট-সহ বিভিন্ন উপহার নিয়েই ফারহার আধো গলায় কবিতা শুনে বাহবা দিচ্ছেন সকলে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.