রঘুনাথগঞ্জ, 18 অক্টোবর: মাত্র দেড় বছর বয়সেই বাজিমাৎ। এই বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তুলে তাক লাগিয়ে দিল রঘুনাথগঞ্জের ফারহা জামিয়া (Farha Jamia) । মুখে ভালো করে কথা ফোটেনি । আর এরমধ্যেই ঠোঁটস্থ তার বাংলা ও ইংরেজি মিলিয়ে 25টি কবিতা, আরবি সূরা ।
শুধু তাই নয়, বাংলা ও ইংরেজি মাস, সাতটি বার, ঋতুর নাম-সহ ফারহার মুখস্ত ধারাপাতও । তার ভিন্ন বর্ণ, পশু-পাখি, ফল-ফুলের সঙ্গে পরিচয় এক বছর বয়স থেকেই । মেয়ের সাফল্যে খুশি বাবা-মা । উচ্ছসিত প্রতিবেশীরাও । দূর-দুরান্ত থেকে লোক আসছে ফারহা জামিয়াকে দেখতে রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল দয়ারামপুর পঞ্চায়েতের খোদারামপুর গ্রামে (Murshidabad child) ৷
খুদে ফারহা জামিয়া রাতারাতি আইকন হয়ে উঠেছে এলাকায় । মাত্র এক বছর বয়সে ঘুমপাড়ানি গান প্রথম আত্মস্ত করে মায়ের নজর কেড়েছিল ফারহা । মা অহিদা ইমতিয়াজ বলেন, "তখনই বুঝি অনন্য প্রতিভা । ছড়া শেখাতে শুরু করলাম । বাংলা, ইংরেজি এমনকী আরবি সূরাও মুখস্ত করে ফেলে ও ।"
মা-বাবা 16 মাস বয়সের (one and half years) মেয়ের প্রতিভার ভিডিয়ো ক্লিপ (Video clip) পাঠিয়ে দেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দরবারে । এইচডি ভিডিয়োর প্রয়োজন জানিয়ে ফেরত পাঠিয়ে দেয় সংস্থা । দ্বিতীয়বার পাঠানো ভিডিয়োতেই হাতের মুঠোয় সাফল্য চলে আসে । আর সেই খবর চাউর হতেই এলাকার মানুষ অহরহ ভিড় জমাচ্ছেন ফারহার প্রতিভা পরখ করতে ।
আরও পড়ুন: ব্যাগ তৈরি করে অভাবনীয় সাফল্য, খুদের নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে
কৃষ্ণসাইলের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, "আমরা গর্বিত । দেখতে এলাম প্রতিভাবান খুদেকে । রাতারাতি ঝড়ের বেগে ফারহার খ্যাতি ছড়িয়ে পড়েছে এলাকায় । চকলেট-সহ বিভিন্ন উপহার নিয়েই ফারহার আধো গলায় কবিতা শুনে বাহবা দিচ্ছেন সকলে ।"