ETV Bharat / state

Fake Madhyamik Examinee: ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থীর হদিস মিলল মুর্শিদাবাদে - Fake Madhyamik examinee detained in Murshidabad

একের পর এক ভুয়ো শিক্ষকের নাম সামনে আসায় ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি ৷ তারই মাঝে মাধ্যমিকের প্রথম দিনে মুর্শিদাবাদে ধরা পড়ল এবার ভুয়ো পরীক্ষার্থী (Fake Madhyamik Examinee) ৷

Fake Madhyamik Examinee ETV Bharat
ভুয়ো পরীক্ষার্থী
author img

By

Published : Feb 23, 2023, 3:31 PM IST

ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থীর হদিস মিলল মুর্শিদাবাদে

কান্দি(মুর্শিদাবাদ), 23 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023) ৷ ছাত্র-ছাত্রীদের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক । আর জীবনের সবথেকে বড় পরীক্ষা দিনে কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে এক ভুয়ো পরীক্ষার্থীর দেখা মিলল । জাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় শিক্ষকদের নজরে আসে ওই ভুয়ো পরীক্ষার্থী ৷ জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় অসঙ্গতি মেলে ৷ ফলত ওই ভুয়ো পরীক্ষার্থীকে আটকে রাখে স্কুল কর্তৃপক্ষ। ওই জাল অ্যাডমিট কার্ড নিয়ে সে কার হয়ে পরীক্ষা দিতে এসেছিল, তা এখনও জানা যায়নি । তবে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা কান্দি থানার পুলিশের হাতে তুলে দেয় তাকে। জানা গিয়েছে, কলেজ পড়ুয়া ওই ভুয়ো পরীক্ষার্থীর বাড়ি খড়গ্রামে ৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূমানন্দ সিনহা জানান, ছেলেটির নাম কিষাণ বাগদী । গতবছরের অ্যাডমিট নিয়ে সে প্রবেশ করতে চেয়েছিল পরীক্ষা কেন্দ্রে । গেট থেকে ঢোকার সময় তাকে চেক করায় ধরা পড়ে যায় সে ৷ তাকে আটকে রাখা হয়েছিল । তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কান্দি রাজ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় (Fake Madhyamik examinee spotted in Murshidabad) ।

তবে জানা গিয়েছে, পুরো সেন্টারে নজরদারি রাখা হয়েছে । সিসিটিভি লাগানো হয়েছে । এ বছর মুর্শিদাবাদ জেলায় 136টি পরীক্ষা কেন্দ্রে 126টি সেন্টার ও 10টি সাব সেন্টার হয়েছে । পরীক্ষা দিচ্ছে 58 হাজার 859 জন পরীক্ষার্থী । তাতে ছাত্রের সংখ্যা 23 হাজার 498 জন এবং ছাত্রীর সংখ্যা 35 হাজার 361 জন । এ বারে 30 হাজার পরীক্ষার্থী কম গত বছরের তুলনায় বলে সূত্রের খবর ।

প্রসঙ্গত, একদিকে যখন ধরা পড়েছে ভুয়ো পরীক্ষার্থী ৷ অপরদিকে অন্য চিত্র কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে ৷ সেখানে সকাল থেকে চরম উৎসাহের সঙ্গে পরীক্ষা দিতে আসে ছাত্র-ছাত্রীরা ৷ কলকাতার বিভিন্ন স্কুলে এমনকী পড়ুয়াদের পরীক্ষার আগে গোলাপ ফুল দিতে দেখা যায় পুলিশকে ৷ নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলিতে ৷

আরও পড়ুন: একগুচ্ছ সতর্কতায় আজ থেকে শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা

ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থীর হদিস মিলল মুর্শিদাবাদে

কান্দি(মুর্শিদাবাদ), 23 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023) ৷ ছাত্র-ছাত্রীদের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক । আর জীবনের সবথেকে বড় পরীক্ষা দিনে কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে এক ভুয়ো পরীক্ষার্থীর দেখা মিলল । জাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় শিক্ষকদের নজরে আসে ওই ভুয়ো পরীক্ষার্থী ৷ জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় অসঙ্গতি মেলে ৷ ফলত ওই ভুয়ো পরীক্ষার্থীকে আটকে রাখে স্কুল কর্তৃপক্ষ। ওই জাল অ্যাডমিট কার্ড নিয়ে সে কার হয়ে পরীক্ষা দিতে এসেছিল, তা এখনও জানা যায়নি । তবে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা কান্দি থানার পুলিশের হাতে তুলে দেয় তাকে। জানা গিয়েছে, কলেজ পড়ুয়া ওই ভুয়ো পরীক্ষার্থীর বাড়ি খড়গ্রামে ৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূমানন্দ সিনহা জানান, ছেলেটির নাম কিষাণ বাগদী । গতবছরের অ্যাডমিট নিয়ে সে প্রবেশ করতে চেয়েছিল পরীক্ষা কেন্দ্রে । গেট থেকে ঢোকার সময় তাকে চেক করায় ধরা পড়ে যায় সে ৷ তাকে আটকে রাখা হয়েছিল । তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কান্দি রাজ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় (Fake Madhyamik examinee spotted in Murshidabad) ।

তবে জানা গিয়েছে, পুরো সেন্টারে নজরদারি রাখা হয়েছে । সিসিটিভি লাগানো হয়েছে । এ বছর মুর্শিদাবাদ জেলায় 136টি পরীক্ষা কেন্দ্রে 126টি সেন্টার ও 10টি সাব সেন্টার হয়েছে । পরীক্ষা দিচ্ছে 58 হাজার 859 জন পরীক্ষার্থী । তাতে ছাত্রের সংখ্যা 23 হাজার 498 জন এবং ছাত্রীর সংখ্যা 35 হাজার 361 জন । এ বারে 30 হাজার পরীক্ষার্থী কম গত বছরের তুলনায় বলে সূত্রের খবর ।

প্রসঙ্গত, একদিকে যখন ধরা পড়েছে ভুয়ো পরীক্ষার্থী ৷ অপরদিকে অন্য চিত্র কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে ৷ সেখানে সকাল থেকে চরম উৎসাহের সঙ্গে পরীক্ষা দিতে আসে ছাত্র-ছাত্রীরা ৷ কলকাতার বিভিন্ন স্কুলে এমনকী পড়ুয়াদের পরীক্ষার আগে গোলাপ ফুল দিতে দেখা যায় পুলিশকে ৷ নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলিতে ৷

আরও পড়ুন: একগুচ্ছ সতর্কতায় আজ থেকে শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.