ETV Bharat / state

Fake BSF Constable Candidate : মিলল না আঙুলের ছাপ, বিএসএফ কনস্টেবল নিয়োগে ধৃত ভুয়ো চাকরিপ্রার্থী ! - ভুয়ো কনস্টেবল চাকরিপ্রার্থী

চাকরির লিখিত পরীক্ষাটি দিয়েছিলেন অন্য কেউ ৷ আর একই নামে তথ্যপ্রমাণ যাচাইয়ে বায়োমেট্রিক পরীক্ষায় এসেছিলেন আরেকজন ৷ ব্যস ! এতেই চক্রান্ত ফাঁস ৷ ধরা পড়লেন বিএসএফ-এর ভুয়ো কনস্টেবল চাকরিপ্রার্থী (Fake Constable Candidate in BSF ) ৷

Fake Candidate in BSF Biometric
বিএসএফ পরীক্ষায় ধৃত ভুয়ো চাকরিপ্রার্থী
author img

By

Published : May 28, 2022, 11:06 AM IST

সাগরদিঘি, 28 মে : বিএসএফ কনস্টেবল নিয়োগে ধৃত ভুয়ো চাকরিপ্রার্থী ৷ মুর্শিদাবাদে সীমান্তরক্ষী বাহিনীর কনস্টেবল নিয়োগে জালিয়াতির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বর্ডার সিকিউরিটি ফোর্স । বায়োমেট্রিক পরীক্ষার সময় যুবকের জালিয়াতি ধরা পড়ে । বিএসএফ সূত্রে খবর, ধৃত যুবকের নাম শেরুল্লা বিশ্বাস । তার বাড়ি সাগরদিঘি থানার কড়াইয়া গ্রামে । ধৃত যুবককে মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । আজ তাকে আদালতে পেশ করা হবে (BSF constable candidate arrested over allegation of cheating) ।

শুক্রবার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের রোশনবাগ হেড কোয়ার্টারে বিএসএফ-এর সরাসরি কনস্টেবল নিয়োগ পরীক্ষা ছিল । স্টাফ সিলেকশন কমিশনের 2021-এর সিএপিএফ, এনআইওএএস এবং অসম রাইফেলস-এর সরাসরি নিয়োগে তথ্যপ্রমাণ যাচাই ও বায়োমেট্রিক পরীক্ষা ছিল । বায়োমেট্রিক পরীক্ষায় শেরুল্লা বিশ্বাসের আঙুলের ছাপ মিলছিল না ৷ তাতে সন্দেহ হয় নিয়োগ বোর্ডের ।

আরও পড়ুন : BSF Jawan Death : বাগদায় আত্মঘাতী বিএসএফ জওয়ান

এরপর দেখা যায়, লিখিত পরীক্ষার সময় জমা দেওয়া ছবি আর প্রার্থীর ছবি এক নয় । তখনই যুবককে গ্রেফতার করা হয় । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, চাকরিপ্রার্থী ধৃত যুবকের হয়ে অন্য কেউ লিখিত পরীক্ষা দিয়েছেন । তখন সংগৃহীত ছবি ও আঙুলের ছাপ এবং বায়োমেট্রিক পরীক্ষায় আঙুলের ছাপ ভিন্ন । তার বিরুদ্ধে বিএসএফ-এর পক্ষ থেকে প্রতারণার কেস রুজু করা হয় মুর্শিদাবাদ থানায় । শেরুল্লা বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ ।

দক্ষিণবঙ্গ সীমান্ত সদর দফতরে ইন্সপেক্টর জেনারেল (আইজি) অতুল ফুলঝেলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সীমান্তরক্ষী বাহিনীর নিয়োগের বাছাইপর্বে কোনও রকম কারচুপি বরদাস্ত করা যাবে না । তিনি বলেন, "এর জন্য নির্ধারিত নিয়োগ টিমের পাশাপাশি আমরা বিশেষ প্রযুক্তি ব্যবহার করছি । যাতে যে কোনও ধরনের কারচুপি সহজেই চিহ্নিত করা সম্ভব হয় । দাদাল চক্র টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের বিভিন্নভাবে বিভ্রান্ত করছে । এই দালাল চক্রকে আমাদের রেডারে আনতে প্রক্রিয়া শুরু করেছি ।" প্রসঙ্গত, সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর নিয়োগে দালাল চক্র অতি সক্রিয় হয়ে উঠেছে । অধিকাংশ ক্ষেত্রে দালালরা চাকরিপ্রার্থীদের প্রতারিত করে চলেছে ।

সাগরদিঘি, 28 মে : বিএসএফ কনস্টেবল নিয়োগে ধৃত ভুয়ো চাকরিপ্রার্থী ৷ মুর্শিদাবাদে সীমান্তরক্ষী বাহিনীর কনস্টেবল নিয়োগে জালিয়াতির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বর্ডার সিকিউরিটি ফোর্স । বায়োমেট্রিক পরীক্ষার সময় যুবকের জালিয়াতি ধরা পড়ে । বিএসএফ সূত্রে খবর, ধৃত যুবকের নাম শেরুল্লা বিশ্বাস । তার বাড়ি সাগরদিঘি থানার কড়াইয়া গ্রামে । ধৃত যুবককে মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । আজ তাকে আদালতে পেশ করা হবে (BSF constable candidate arrested over allegation of cheating) ।

শুক্রবার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের রোশনবাগ হেড কোয়ার্টারে বিএসএফ-এর সরাসরি কনস্টেবল নিয়োগ পরীক্ষা ছিল । স্টাফ সিলেকশন কমিশনের 2021-এর সিএপিএফ, এনআইওএএস এবং অসম রাইফেলস-এর সরাসরি নিয়োগে তথ্যপ্রমাণ যাচাই ও বায়োমেট্রিক পরীক্ষা ছিল । বায়োমেট্রিক পরীক্ষায় শেরুল্লা বিশ্বাসের আঙুলের ছাপ মিলছিল না ৷ তাতে সন্দেহ হয় নিয়োগ বোর্ডের ।

আরও পড়ুন : BSF Jawan Death : বাগদায় আত্মঘাতী বিএসএফ জওয়ান

এরপর দেখা যায়, লিখিত পরীক্ষার সময় জমা দেওয়া ছবি আর প্রার্থীর ছবি এক নয় । তখনই যুবককে গ্রেফতার করা হয় । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, চাকরিপ্রার্থী ধৃত যুবকের হয়ে অন্য কেউ লিখিত পরীক্ষা দিয়েছেন । তখন সংগৃহীত ছবি ও আঙুলের ছাপ এবং বায়োমেট্রিক পরীক্ষায় আঙুলের ছাপ ভিন্ন । তার বিরুদ্ধে বিএসএফ-এর পক্ষ থেকে প্রতারণার কেস রুজু করা হয় মুর্শিদাবাদ থানায় । শেরুল্লা বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ ।

দক্ষিণবঙ্গ সীমান্ত সদর দফতরে ইন্সপেক্টর জেনারেল (আইজি) অতুল ফুলঝেলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সীমান্তরক্ষী বাহিনীর নিয়োগের বাছাইপর্বে কোনও রকম কারচুপি বরদাস্ত করা যাবে না । তিনি বলেন, "এর জন্য নির্ধারিত নিয়োগ টিমের পাশাপাশি আমরা বিশেষ প্রযুক্তি ব্যবহার করছি । যাতে যে কোনও ধরনের কারচুপি সহজেই চিহ্নিত করা সম্ভব হয় । দাদাল চক্র টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের বিভিন্নভাবে বিভ্রান্ত করছে । এই দালাল চক্রকে আমাদের রেডারে আনতে প্রক্রিয়া শুরু করেছি ।" প্রসঙ্গত, সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর নিয়োগে দালাল চক্র অতি সক্রিয় হয়ে উঠেছে । অধিকাংশ ক্ষেত্রে দালালরা চাকরিপ্রার্থীদের প্রতারিত করে চলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.