ETV Bharat / state

Punjab Potato Seed: ফ্রি-তে নেওয়ারও লোক নেই, পঞ্জাবের 'মহার্ঘ্য' আলু বীজ গড়াগড়ি খাচ্ছে জমিতে - দাম নেই আলুর

আলুর দাম একেবারেই নেই ৷ তাই বিনামূল্যে পঞ্জাবের আলু বীজ দেওয়া হলেও তা কেউ নিতে চাইছেন না(Punjab Potato Seed)৷ অগত্যা পঞ্জাবের 'মহার্ঘ্য' আলু বীজ জমিতে ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা ৷ এমনই ঘটনা মুর্শিদাবাদের ৷

Etv Bharat
মাঠে পড়ে রয়েছে বস্তা বস্তা পঞ্জাবের আলু বীজ
author img

By

Published : Jan 2, 2023, 12:15 PM IST

Updated : Jan 2, 2023, 12:36 PM IST

মুর্শিদাবাদ, 2 জানুয়ারি: দু'দিন ধরে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ডাকবাংলোয় বিনা পয়সায় বিলি হয়েছে পঞ্জাবের আলু বীজ । বিনা পয়সায় মিললেও এখন আর চাহিদা নেই । এবার মাঠে গড়াগড়ি খাচ্ছে 'মহার্ঘ্য' এই পঞ্জাবের আলু বীজ(Expensive Punjab Potato Seed Getting Wasted in Murshidabad)। বীজ ব্যবসায়ীদের বক্তব্য, ঘরে রাখায় পচন ধরতে শুরু করেছে । বাছাই করে বস্তা বদলেও পচন ঠেকানো যাচ্ছিল না । তাই ঘর খালি করতে বিনামূল্যে দেওয়া হচ্ছিল । শনিবার থেকে ফ্রি-তে নেওয়ারও কেউ নেই । তাই বাধ্য হয়ে জমিতে ফেলে দিতে হচ্ছে আলু বীজের বস্তা ।

এবার কার্তিক মাসের শুরু থেকেই ডাকবাংলো বাজারে পঞ্জাবের আলু বীজ বিকোতে শুরু করে । শুরুতে চাহিদা তুঙ্গে থাকায় 50 কেজির প্রতি বস্তার দাম ছিল আড়াই থেকে তিন হাজার টাকা ৷ বীজের দাম নামতে নামতে একসময় 1 হাজার 600 টাকায় এসে ঠেকে । স্বর্ণ ধানের জমিতে আলু চাষের সময় ফের এই বীজের চাহিদা বাড়তে শুরু করে । পাশাপাশি পঞ্জাব থেকে বীজের আমদানিও চাহিদাকে ছাপিয়ে যায় । ফলে অগ্রহায়ণ মাসের শেষ দিকে আলু বীজের দাম নামতে নামতে সাড়ে ছ'শো টাকা বস্তায় এসে নামে । এরপর চাহিদা যত কমেছে বীজের দাম সেই হারেই নিম্নমুখী হয়েছে । বীজের দাম কম হওয়ায় জেলায় এবার এক হাজার হেক্টর জমিতে আলু চাষও(Potato Cultivation)বেশি হয়েছে ।

আরও পড়ুন : আলুর খোসায় লুকিয়ে আছে স্বাস্থ্য !

এদিকে পৌষ মাসের শুরুতেই নতুন আলু উঠতে শুরু করে বড়ঞা ব্লকে । 21 ডিসেম্বর প্রথম আলুর দামের বাজার বসে । সেদিন চাষিরা দাম পায় 647 টাকা প্রতি বস্তা । গত বুধবার সেই দাম নেমে আসে 402 টাকায় । বৃহস্পতিবার 362 টাকা এবং শুক্র-শনিতে চাষিরা বস্তা প্রতি দাম পেয়েছে 312 টাকা । রবিবার তা আরও নেমে দাঁড়ায় বস্তা প্রতি 295 টাকা ৷

এই বিষয়ে পারশালিকার এক আলু চাষি চিত্তরঞ্জন ঘোষ বলেন,"যে হারে আলু উঠছে তাতে দিন সাতেকের মধ্যে নতুন আলুর দাম 100 টাকায় এসে ঠেকবে । তাই ফ্রি-তে বীজ মিললেও কারও আগ্রহ নেই । ডাকবাংলোর আলু ব্যবসায়ী তথা হিমঘর মালিক জীবন শেখ গত দু'দিন বিনা পয়সায় পঞ্জাবের বীজ চাষিদের বিলি করেছেন । এখন তা ফ্রি-তেও কেউ নিতে চাইছে না । অথচ পঞ্জাবের এই আলু বীজ মহার্ঘ্য ছিল চাষিদের কাছে । বড়ঞা ব্লকে এর আগে কেউ কোনওদিন পঞ্জাবের আলু বীজ মাঠে ফেলে দিতে দেখেনি ।"

অন্যদিকে শেষদিনেও হিমঘর থেকে আলু ছাড়াতে না আসায় আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন হিমঘর মালিকরা ৷ নতুন আলুর নিম্নমুখী দামে চিন্তায় পড়েছেন চাষিরাও ৷

আরও পড়ুন : মোবাইল, ঘড়ি, টিভি ছেড়ে আলুর বন্ড নিয়ে চম্পট দিল 'বুদ্ধিমান' চোর

মুর্শিদাবাদ, 2 জানুয়ারি: দু'দিন ধরে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ডাকবাংলোয় বিনা পয়সায় বিলি হয়েছে পঞ্জাবের আলু বীজ । বিনা পয়সায় মিললেও এখন আর চাহিদা নেই । এবার মাঠে গড়াগড়ি খাচ্ছে 'মহার্ঘ্য' এই পঞ্জাবের আলু বীজ(Expensive Punjab Potato Seed Getting Wasted in Murshidabad)। বীজ ব্যবসায়ীদের বক্তব্য, ঘরে রাখায় পচন ধরতে শুরু করেছে । বাছাই করে বস্তা বদলেও পচন ঠেকানো যাচ্ছিল না । তাই ঘর খালি করতে বিনামূল্যে দেওয়া হচ্ছিল । শনিবার থেকে ফ্রি-তে নেওয়ারও কেউ নেই । তাই বাধ্য হয়ে জমিতে ফেলে দিতে হচ্ছে আলু বীজের বস্তা ।

এবার কার্তিক মাসের শুরু থেকেই ডাকবাংলো বাজারে পঞ্জাবের আলু বীজ বিকোতে শুরু করে । শুরুতে চাহিদা তুঙ্গে থাকায় 50 কেজির প্রতি বস্তার দাম ছিল আড়াই থেকে তিন হাজার টাকা ৷ বীজের দাম নামতে নামতে একসময় 1 হাজার 600 টাকায় এসে ঠেকে । স্বর্ণ ধানের জমিতে আলু চাষের সময় ফের এই বীজের চাহিদা বাড়তে শুরু করে । পাশাপাশি পঞ্জাব থেকে বীজের আমদানিও চাহিদাকে ছাপিয়ে যায় । ফলে অগ্রহায়ণ মাসের শেষ দিকে আলু বীজের দাম নামতে নামতে সাড়ে ছ'শো টাকা বস্তায় এসে নামে । এরপর চাহিদা যত কমেছে বীজের দাম সেই হারেই নিম্নমুখী হয়েছে । বীজের দাম কম হওয়ায় জেলায় এবার এক হাজার হেক্টর জমিতে আলু চাষও(Potato Cultivation)বেশি হয়েছে ।

আরও পড়ুন : আলুর খোসায় লুকিয়ে আছে স্বাস্থ্য !

এদিকে পৌষ মাসের শুরুতেই নতুন আলু উঠতে শুরু করে বড়ঞা ব্লকে । 21 ডিসেম্বর প্রথম আলুর দামের বাজার বসে । সেদিন চাষিরা দাম পায় 647 টাকা প্রতি বস্তা । গত বুধবার সেই দাম নেমে আসে 402 টাকায় । বৃহস্পতিবার 362 টাকা এবং শুক্র-শনিতে চাষিরা বস্তা প্রতি দাম পেয়েছে 312 টাকা । রবিবার তা আরও নেমে দাঁড়ায় বস্তা প্রতি 295 টাকা ৷

এই বিষয়ে পারশালিকার এক আলু চাষি চিত্তরঞ্জন ঘোষ বলেন,"যে হারে আলু উঠছে তাতে দিন সাতেকের মধ্যে নতুন আলুর দাম 100 টাকায় এসে ঠেকবে । তাই ফ্রি-তে বীজ মিললেও কারও আগ্রহ নেই । ডাকবাংলোর আলু ব্যবসায়ী তথা হিমঘর মালিক জীবন শেখ গত দু'দিন বিনা পয়সায় পঞ্জাবের বীজ চাষিদের বিলি করেছেন । এখন তা ফ্রি-তেও কেউ নিতে চাইছে না । অথচ পঞ্জাবের এই আলু বীজ মহার্ঘ্য ছিল চাষিদের কাছে । বড়ঞা ব্লকে এর আগে কেউ কোনওদিন পঞ্জাবের আলু বীজ মাঠে ফেলে দিতে দেখেনি ।"

অন্যদিকে শেষদিনেও হিমঘর থেকে আলু ছাড়াতে না আসায় আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন হিমঘর মালিকরা ৷ নতুন আলুর নিম্নমুখী দামে চিন্তায় পড়েছেন চাষিরাও ৷

আরও পড়ুন : মোবাইল, ঘড়ি, টিভি ছেড়ে আলুর বন্ড নিয়ে চম্পট দিল 'বুদ্ধিমান' চোর

Last Updated : Jan 2, 2023, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.