ETV Bharat / state

Hazarduari Palace: হাজারদুয়ারি চত্বরে ঢুকতে লাগবে প্রবেশমূল্য, নতুন নিয়মে উঠছে প্রশ্ন

author img

By

Published : Nov 10, 2022, 9:49 PM IST

এবার হাজারদুয়ারিতে (Hazarduari Palace) প্রবেশ করলেই দিতে হবে মূল্য ৷ অনলাইন টিকিট করা হয়েছে 20 টাকা এবং অফলাইন টিকিট 25 টাকা । আগে কেবল মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য টাকা নেওয়া হত ৷

Entry fee to pay to enter in Hazarduari
Entry fee to pay to enter in Hazarduari

মুর্শিদাবাদ, 10 অক্টোবর: মুর্শিদাবাদ শহরের ইতিহাস বলতেই সবার প্রথমে মনে পড়ে হাজারদুয়ারি প্রাসাদ (Hazarduari Palace)। মুর্শিদাবাদ ঘুরতে এলে হাজারদুয়ারিতে আসেন না, এমন মানুষ হয়তো দেখা যায় না । কিন্তু এবার হাজারদুয়ারি ঘুরতে এলে গুনতে হবে বেশি টাকা ৷ এতদিন হাজারদুয়ারির প্রাসাদের ভেতরে ঢুকতে গেলে শুধুমাত্র কাটতে হত টিকিট ৷ তবে এখন হাজারদুয়ারির চত্বরে অর্থাৎ সামনের মাঠে ঢুকলেই কাটতে হবে টিকিট । এমনই নতুন নিয়ম চালু করেছেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের রায়গঞ্জ শাখার সুপারিনটেনডেন্ট হারি ওম শারন ।

গত 1 নভেম্বর থেকে চালু হয়েছে এই নতুন নিয়ম । হাজারদুয়ারির প্রবেশে অনলাইন টিকিট করা হয়েছে 20 টাকা এবং অফলাইন টিকিট 25 টাকা । টিকিটের উপর লেখা রয়েছে মিউজিয়াম চার্জ শূন্য । আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার চার্জ 20 টাকা ৷ প্রশ্ন উঠছে, তাহলে এতদিন হাজারদুয়ারির মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য কীসের টাকা নেওয়া হত ? ৷ সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে অভিজ্ঞমহলে ।

হাজারদুয়ারির উলটো দিকেই রয়েছে নিজামত ইমামবাড়া ৷ এটি এশিয়ার সর্ববৃহৎ ইমামবাড়া । যেখানে শুধুমাত্র মুসলিম নয়, সমস্ত ধর্মের মানুষ উপাসনার জন্য আসেন । কিন্তু সেখানে যেতে হলেও হাজারদুয়ারির গেট দিয়ে প্রবেশ করতে হয় । তাহলে এখানেও প্রশ্ন উঠছে, যারা ইবাদত বা প্রার্থনা করতে যাবেন তারাও কি টিকিট কাটবেন ? এই নিয়ে সুপারিনটেনডেন্টদের কাছে একটি স্মারকলিপি জমা দেয় নবাব পরিবারের সদস্যরা ।

10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাহিম মির্জা বলেন, "আমরা নতুন টিকিটের নিয়ম নিয়ে একটি স্মারকলিপি জমা দিলাম ৷ সেখানে আমাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরলাম ৷ যেমন, নতুন টিকিট নিয়ম চালু হওয়ায় ইমামবাড়াতে যেতে সমস্যা হচ্ছে স্থানীয়দের ।"

স্থানীয় মানুষেরা সকাল-বিকেল মর্নিং ওয়াক করার জন্য আসেন এই চত্বরে ৷ তাদেরও সমস্যা পড়তে হবে বলে মনে করা হয়েছে । তার পরিপ্রেক্ষিতে সুপারিনটেনডেন্ট হারি ওম শারনের দাবি, "মাঠের মধ্যে আড্ডাবাজি হচ্ছিল ৷ নেশা করছিলেন অনেকেই ৷ সেগুলো বন্ধ করার জন্য এই পথ অবলম্বন করা হয়েছে । পাশাপাশি ধর্মীয় কাজে যারা যাবেন, তাদের জন্য সর্বদা দরজা খোলা থাকবে ৷ মর্নিং ওয়াকের জন্য সকাল বেলায় টিকিট লাগবে না ৷ কিন্তু বেলা ন'টা থেকে বিকেল 4:30টে পর্যন্ত ঢুকতে গেলে দিতে হবে প্রবেশ মূল্য ।" তার আরও দাবি, "ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনস্থ যে কোনও মিউজিয়াম চত্বরে প্রবেশ করতে গেলে দিতে হয় তার মূল্য ৷ মিউজিয়ামের ভিতরে কোন প্রবেশ মূল্য থাকে না ।"

হাজারদুয়ারিতে ঢুকতে প্রবেশমূল্য

আরও পড়ুন: শীতের মরশুমে আবারও তিলোত্তমার বুকে নামছে হোহো

হঠাৎ করে এই নিয়ম চালু হওয়ায় স্তম্ভিত সাধারণ মানুষ থেকে পর্যটক সকলেই । এতদিন পরে কেন হঠাৎ করে এরকম নিয়ম চালু হল ? প্রায় তিন বছর হতে চলল আগের নিয়মের, কিন্তু এতদিন কেন হয়নি এই নতুন নিয়ম ? প্রশ্ন তুলেছেন মুর্শিদাবাদ নগর উন্নয়ন কমিটির সদস্য রফিক হোসেন । তিনি বলেন, "এটা চরম অন্যায় ৷ আগে হাজারদুয়ারির ভেতরে টিকিট লাগত এবার বাইরে প্রবেশেও লাগবে ৷ আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ যারা এখানে প্রার্থনা করতে আসেন তাদেরও কী টিকিট দিতে হবে ৷ ক্ষুদ্র ব্যবসায়ীদের উঠিয়ে দেওয়ায় চক্রান্ত চলছে ৷ নতুন সুপারিনটেনডেন্ট এই চক্রান্ত করছেন ৷"

মুর্শিদাবাদ, 10 অক্টোবর: মুর্শিদাবাদ শহরের ইতিহাস বলতেই সবার প্রথমে মনে পড়ে হাজারদুয়ারি প্রাসাদ (Hazarduari Palace)। মুর্শিদাবাদ ঘুরতে এলে হাজারদুয়ারিতে আসেন না, এমন মানুষ হয়তো দেখা যায় না । কিন্তু এবার হাজারদুয়ারি ঘুরতে এলে গুনতে হবে বেশি টাকা ৷ এতদিন হাজারদুয়ারির প্রাসাদের ভেতরে ঢুকতে গেলে শুধুমাত্র কাটতে হত টিকিট ৷ তবে এখন হাজারদুয়ারির চত্বরে অর্থাৎ সামনের মাঠে ঢুকলেই কাটতে হবে টিকিট । এমনই নতুন নিয়ম চালু করেছেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের রায়গঞ্জ শাখার সুপারিনটেনডেন্ট হারি ওম শারন ।

গত 1 নভেম্বর থেকে চালু হয়েছে এই নতুন নিয়ম । হাজারদুয়ারির প্রবেশে অনলাইন টিকিট করা হয়েছে 20 টাকা এবং অফলাইন টিকিট 25 টাকা । টিকিটের উপর লেখা রয়েছে মিউজিয়াম চার্জ শূন্য । আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার চার্জ 20 টাকা ৷ প্রশ্ন উঠছে, তাহলে এতদিন হাজারদুয়ারির মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য কীসের টাকা নেওয়া হত ? ৷ সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে অভিজ্ঞমহলে ।

হাজারদুয়ারির উলটো দিকেই রয়েছে নিজামত ইমামবাড়া ৷ এটি এশিয়ার সর্ববৃহৎ ইমামবাড়া । যেখানে শুধুমাত্র মুসলিম নয়, সমস্ত ধর্মের মানুষ উপাসনার জন্য আসেন । কিন্তু সেখানে যেতে হলেও হাজারদুয়ারির গেট দিয়ে প্রবেশ করতে হয় । তাহলে এখানেও প্রশ্ন উঠছে, যারা ইবাদত বা প্রার্থনা করতে যাবেন তারাও কি টিকিট কাটবেন ? এই নিয়ে সুপারিনটেনডেন্টদের কাছে একটি স্মারকলিপি জমা দেয় নবাব পরিবারের সদস্যরা ।

10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাহিম মির্জা বলেন, "আমরা নতুন টিকিটের নিয়ম নিয়ে একটি স্মারকলিপি জমা দিলাম ৷ সেখানে আমাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরলাম ৷ যেমন, নতুন টিকিট নিয়ম চালু হওয়ায় ইমামবাড়াতে যেতে সমস্যা হচ্ছে স্থানীয়দের ।"

স্থানীয় মানুষেরা সকাল-বিকেল মর্নিং ওয়াক করার জন্য আসেন এই চত্বরে ৷ তাদেরও সমস্যা পড়তে হবে বলে মনে করা হয়েছে । তার পরিপ্রেক্ষিতে সুপারিনটেনডেন্ট হারি ওম শারনের দাবি, "মাঠের মধ্যে আড্ডাবাজি হচ্ছিল ৷ নেশা করছিলেন অনেকেই ৷ সেগুলো বন্ধ করার জন্য এই পথ অবলম্বন করা হয়েছে । পাশাপাশি ধর্মীয় কাজে যারা যাবেন, তাদের জন্য সর্বদা দরজা খোলা থাকবে ৷ মর্নিং ওয়াকের জন্য সকাল বেলায় টিকিট লাগবে না ৷ কিন্তু বেলা ন'টা থেকে বিকেল 4:30টে পর্যন্ত ঢুকতে গেলে দিতে হবে প্রবেশ মূল্য ।" তার আরও দাবি, "ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনস্থ যে কোনও মিউজিয়াম চত্বরে প্রবেশ করতে গেলে দিতে হয় তার মূল্য ৷ মিউজিয়ামের ভিতরে কোন প্রবেশ মূল্য থাকে না ।"

হাজারদুয়ারিতে ঢুকতে প্রবেশমূল্য

আরও পড়ুন: শীতের মরশুমে আবারও তিলোত্তমার বুকে নামছে হোহো

হঠাৎ করে এই নিয়ম চালু হওয়ায় স্তম্ভিত সাধারণ মানুষ থেকে পর্যটক সকলেই । এতদিন পরে কেন হঠাৎ করে এরকম নিয়ম চালু হল ? প্রায় তিন বছর হতে চলল আগের নিয়মের, কিন্তু এতদিন কেন হয়নি এই নতুন নিয়ম ? প্রশ্ন তুলেছেন মুর্শিদাবাদ নগর উন্নয়ন কমিটির সদস্য রফিক হোসেন । তিনি বলেন, "এটা চরম অন্যায় ৷ আগে হাজারদুয়ারির ভেতরে টিকিট লাগত এবার বাইরে প্রবেশেও লাগবে ৷ আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ যারা এখানে প্রার্থনা করতে আসেন তাদেরও কী টিকিট দিতে হবে ৷ ক্ষুদ্র ব্যবসায়ীদের উঠিয়ে দেওয়ায় চক্রান্ত চলছে ৷ নতুন সুপারিনটেনডেন্ট এই চক্রান্ত করছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.