ETV Bharat / state

Murdered : জমি বিবাদের জেরে ভাইকে খুন, আটক অভিযুক্ত - Bhalkundi village

বাড়ির সামনের রাস্তা নিয়ে ঝামেলা চলছিল দুই পরিবারের মধ্যে ৷ তার জেরেই খুড়তুতো দাদা হামলা চালাল ভাইয়ের উপর ৷ তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে ৷

ভাইকে খুনের অভিযোগ
ভাইকে খুনের অভিযোগ
author img

By

Published : Aug 10, 2021, 2:05 PM IST

মুর্শিদাবাদ, 10 অগস্ট : জমি বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ উঠল খুড়তুতো দাদার বিরুদ্ধে ৷ ঘটনাটি মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকার । ময়নাতদন্তের জন্য মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ অভিযুক্ত দাদাকে আটক করে থানায় নিয়ে যায় খড়গ্রাম থানার পুলিশ ।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার ভালকুন্দি গ্রামে । পরিবার সূত্রে জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে গিয়াসউদ্দিন শেখের (38) উপর চড়াও হয় তাঁর খুড়তুতো দাদা তাসির শেখ । গুরুতর আহত অবস্থায় গিয়াসউদ্দিনকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে । মৃতের খুড়তুতো দাদা তাসিরকে আটক করেছে খড়গ্রাম থানার পুলিশ ।

আরও পড়ুন : Malda Rape : অভিযোগ না তুললে খুন হবে বাবা, তৃণমূলের নাম করে ধর্ষিতার পরিবারকে হুমকি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনের একটি রাস্তার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল দুই পরিবারের মধ্যে ৷ যার জেরে ভাই গিয়াসউদ্দিনকে তাঁর দাদা খুন করেছে বলে অভিযোগ । অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গ্রামের ভালকুন্দি গ্রামে । খড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

মুর্শিদাবাদ, 10 অগস্ট : জমি বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ উঠল খুড়তুতো দাদার বিরুদ্ধে ৷ ঘটনাটি মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকার । ময়নাতদন্তের জন্য মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ অভিযুক্ত দাদাকে আটক করে থানায় নিয়ে যায় খড়গ্রাম থানার পুলিশ ।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার ভালকুন্দি গ্রামে । পরিবার সূত্রে জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে গিয়াসউদ্দিন শেখের (38) উপর চড়াও হয় তাঁর খুড়তুতো দাদা তাসির শেখ । গুরুতর আহত অবস্থায় গিয়াসউদ্দিনকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে । মৃতের খুড়তুতো দাদা তাসিরকে আটক করেছে খড়গ্রাম থানার পুলিশ ।

আরও পড়ুন : Malda Rape : অভিযোগ না তুললে খুন হবে বাবা, তৃণমূলের নাম করে ধর্ষিতার পরিবারকে হুমকি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনের একটি রাস্তার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল দুই পরিবারের মধ্যে ৷ যার জেরে ভাই গিয়াসউদ্দিনকে তাঁর দাদা খুন করেছে বলে অভিযোগ । অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গ্রামের ভালকুন্দি গ্রামে । খড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.