বহরমপুর, 26 অগাস্ট : আজ সকালে ভূকম্পন অনুভূত হয় রাজ্যের একাধিক জেলায় ৷ সকাল 7টা 54 মিনিটে ভূকম্পন অনুভূত হয় দুর্গাপুরে ৷ রিখটার স্কেলে যার তীব্রতা 4.1 ৷ এর পরে মুর্শিদাবাদের বহরমপুরে ভূকম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা 3.8 ৷ তবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ৷
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, দুর্গাপুর থেকে প্রায় 110 কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৷ ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল ৷ ভূমিকম্পের জেরে আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে সাধারণ মানুষ ৷
গতকালই মৃদু ভূকম্পন অনুভূত হয় উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়াল জেলায় ৷ সন্ধে 6টা 18 মিনিটে কম্পন হয় ৷ NCS-র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে যার তীব্রতা ছিল 3.4 ৷ এছাড়া, 23 অগাস্ট মহারাষ্ট্রের পালঘর জেলায় ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 2.8 ৷ গত 15 অগাস্ট গুজরাতের সৌরাষ্ট্রে ভূকম্পন অনুভূত হয় ৷ যার কেন্দ্রস্থল ছিল জামনগর জেলার লালপুরের কাছে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.5 ৷
-
Earthquake of Magnitude:4.1, Occurred on 26-08-2020, 07:54:02 IST, Lat: 23.79 & Long: 88.36, Depth: 10 Km ,Location: 110km ENE of Durgapur, West Bengal, Indiafor more information https://t.co/r5wyQMQ2gf pic.twitter.com/RpTsM4foxE
— National Centre for Seismology (@NCS_Earthquake) August 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Earthquake of Magnitude:4.1, Occurred on 26-08-2020, 07:54:02 IST, Lat: 23.79 & Long: 88.36, Depth: 10 Km ,Location: 110km ENE of Durgapur, West Bengal, Indiafor more information https://t.co/r5wyQMQ2gf pic.twitter.com/RpTsM4foxE
— National Centre for Seismology (@NCS_Earthquake) August 26, 2020Earthquake of Magnitude:4.1, Occurred on 26-08-2020, 07:54:02 IST, Lat: 23.79 & Long: 88.36, Depth: 10 Km ,Location: 110km ENE of Durgapur, West Bengal, Indiafor more information https://t.co/r5wyQMQ2gf pic.twitter.com/RpTsM4foxE
— National Centre for Seismology (@NCS_Earthquake) August 26, 2020