ETV Bharat / state

"কিছু বুঝে ওঠার আগেই ছেলেকে ধরে নিয়ে গেল ওরা" - Al-Qaeda Terrorists Arrested In Bengal

আজ ভোরে আল মামুনকে গ্রেপ্তার করেছে NIA । কিন্তু কেন ছেলেকে গ্রেপ্তার করল তা জানে না বাবা । কী বলছে তার পরিবার ?

al mamun's father
al mamun's father
author img

By

Published : Sep 19, 2020, 2:48 PM IST

Updated : Sep 19, 2020, 3:46 PM IST

জলঙ্গি, 19 সেপ্টেম্বর : ভোর-রাতে জলপাই রঙের পোশাক পরে কয়েকজন বাড়িতে ঢুকেছিল । তারপর ? সব কিছু মুহূর্তেই পালটে যায় আল মামুন কামালের বাড়িতে । কিছু বুঝে ওঠার আগেই ছেলেকে ধরে নিয়ে যায়, জানান মামুনের বৃদ্ধ বাবা । বাড়িজুড়ে তল্লাশি চলে প্রথমে । বাজেয়াপ্ত হয় বেশ কিছু নথি । এরপরই আল মামুনকে গ্রেপ্তার করে NIA ।

আজ ভোরে আল মামুন গ্রেপ্তার হয়েছে । আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল কায়দার সঙ্গে যুক্ত সে । এই সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে NIA । উদ্ধার হয়েছে জিহাদি সংক্রান্ত কিছু নথি । যা প্রমাণ করছে, কোনওভাবে নাশকতার ছকের সঙ্গে জড়িয়ে থাকতে পারে আল মামুন । জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে এমন তথ্যই । কিন্তু আল মামুনের পরিবারের দাবি অন্য । তারা জানে না, কী কারণে গ্রেপ্তার মামুন । দিল্লিতে নাশকতার যে বড়সড় ছক তারা কষছিল বলে অভিযোগ উঠেছে । সেই সম্বন্ধে কিছু জানে না তার পরিবার । উপরন্তু তার স্ত্রী বলছেন, তারা দিনমজুর । অত্যন্ত গরিব ।

অন্যান্য দিনের মতোই আজ সকালে ঘুমোচ্ছিল আল মামুন । এমন সময় BSF জওয়ান ও তদন্তকারী সংস্থার আধিকারিকরা বাড়িতে ঢোকেন । বাড়িতে চলে তল্লাশি । বাজেয়াপ্ত হয় কিছু নথি । যার থেকে জঙ্গি কার্যকলাপের প্রমাণ পাওয়া যায় । আল মামুনের বাবা ফরজ আলি মণ্ডল বলেন, "যা কাগজপত্র ওরা ঘাঁটাঘাঁটি করে, তা সবই হাদিস কোরানের অংশ । ধর্মীয় কাগজপত্র । সেখানে নাশকতার বার্তা কীভাবে থাকবে । " সকালের ঘটনার বিবরণ দিতে ফরজ আলি বলেন, "কয়েকজন জলপাই রঙের পোশাক পরা লোক বাড়ি ঢুকে সব তছনছ করল । ছেলে ঘুমাচ্ছিল । ওকে ঘুম থেকে তুলে নিয়ে গেল । আমরা কিছুই বুঝতে পারছি না ।"

কী বলছে আল মামুনের পরিবার ?

পশ্চিমবঙ্গ ও কেরালা থেকে গ্রেপ্তার 9 আলকায়দা জঙ্গি

চক্রান্ত করেই ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন আল মামুনের পরিবারের সদস্যরা । ধৃতের স্ত্রী মাসুরা খাতুন বলেন, "আমরা খুবই গরিব । দিন মজুর । আমার স্বামী পরিযায়ী শ্রমিক । কেরালায় এরনাকুলামে রাজমিস্ত্রির কাজ করত । লকডাউনে বাড়ি ফেরে । ও সকালে ঘুমাচ্ছিল । কেন ওকে ধরে নিয়ে গেল জানি না ।"

যদিও আল মামুনের গ্রেপ্তারির কারণ স্পষ্ট নয় তার পরিবারের কাছে । কিন্তু ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার গ্রামে । ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রাম । গ্রামবাসীরাও প্রথমে বিশ্বাস করতে চায়নি আল মামুন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত । কিন্তু সময়ের সঙ্গে প্রকাশ্যে আসছে আরও তথ্য । তৈরি হচ্ছে ভয়ের পরিবেশ । ডোমকল মহকুমার সীমান্তের গ্রামগুলিতে সকাল থেকে আতঙ্ক ছড়িয়েছে । বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র মেলার খবরে আতঙ্ক আরও বেড়েছে ।

কেরালা ও পশ্চিমবঙ্গ থেকে 9 আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে NIA ৷ কেরালার এরনাকুলাম ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা ৷ গ্রেপ্তার হয় লিওন আহমেদ আনসারি, গাজি মিঞা, আবু সুফিয়ান, আতিকুর রহমান । একইসঙ্গে গ্রেপ্তার হয় আল মামুন কামাল, মাইনুল মণ্ডল, মুর্শিদ হাসান, নাজমুস সাকিব ও আইয়াকুব বিশ্বাস । NIA সূত্রে খবর, সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল । দিল্লিতে হামলার ছক করছিল ধৃত জঙ্গিরা ।

জলঙ্গি, 19 সেপ্টেম্বর : ভোর-রাতে জলপাই রঙের পোশাক পরে কয়েকজন বাড়িতে ঢুকেছিল । তারপর ? সব কিছু মুহূর্তেই পালটে যায় আল মামুন কামালের বাড়িতে । কিছু বুঝে ওঠার আগেই ছেলেকে ধরে নিয়ে যায়, জানান মামুনের বৃদ্ধ বাবা । বাড়িজুড়ে তল্লাশি চলে প্রথমে । বাজেয়াপ্ত হয় বেশ কিছু নথি । এরপরই আল মামুনকে গ্রেপ্তার করে NIA ।

আজ ভোরে আল মামুন গ্রেপ্তার হয়েছে । আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল কায়দার সঙ্গে যুক্ত সে । এই সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে NIA । উদ্ধার হয়েছে জিহাদি সংক্রান্ত কিছু নথি । যা প্রমাণ করছে, কোনওভাবে নাশকতার ছকের সঙ্গে জড়িয়ে থাকতে পারে আল মামুন । জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে এমন তথ্যই । কিন্তু আল মামুনের পরিবারের দাবি অন্য । তারা জানে না, কী কারণে গ্রেপ্তার মামুন । দিল্লিতে নাশকতার যে বড়সড় ছক তারা কষছিল বলে অভিযোগ উঠেছে । সেই সম্বন্ধে কিছু জানে না তার পরিবার । উপরন্তু তার স্ত্রী বলছেন, তারা দিনমজুর । অত্যন্ত গরিব ।

অন্যান্য দিনের মতোই আজ সকালে ঘুমোচ্ছিল আল মামুন । এমন সময় BSF জওয়ান ও তদন্তকারী সংস্থার আধিকারিকরা বাড়িতে ঢোকেন । বাড়িতে চলে তল্লাশি । বাজেয়াপ্ত হয় কিছু নথি । যার থেকে জঙ্গি কার্যকলাপের প্রমাণ পাওয়া যায় । আল মামুনের বাবা ফরজ আলি মণ্ডল বলেন, "যা কাগজপত্র ওরা ঘাঁটাঘাঁটি করে, তা সবই হাদিস কোরানের অংশ । ধর্মীয় কাগজপত্র । সেখানে নাশকতার বার্তা কীভাবে থাকবে । " সকালের ঘটনার বিবরণ দিতে ফরজ আলি বলেন, "কয়েকজন জলপাই রঙের পোশাক পরা লোক বাড়ি ঢুকে সব তছনছ করল । ছেলে ঘুমাচ্ছিল । ওকে ঘুম থেকে তুলে নিয়ে গেল । আমরা কিছুই বুঝতে পারছি না ।"

কী বলছে আল মামুনের পরিবার ?

পশ্চিমবঙ্গ ও কেরালা থেকে গ্রেপ্তার 9 আলকায়দা জঙ্গি

চক্রান্ত করেই ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন আল মামুনের পরিবারের সদস্যরা । ধৃতের স্ত্রী মাসুরা খাতুন বলেন, "আমরা খুবই গরিব । দিন মজুর । আমার স্বামী পরিযায়ী শ্রমিক । কেরালায় এরনাকুলামে রাজমিস্ত্রির কাজ করত । লকডাউনে বাড়ি ফেরে । ও সকালে ঘুমাচ্ছিল । কেন ওকে ধরে নিয়ে গেল জানি না ।"

যদিও আল মামুনের গ্রেপ্তারির কারণ স্পষ্ট নয় তার পরিবারের কাছে । কিন্তু ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার গ্রামে । ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রাম । গ্রামবাসীরাও প্রথমে বিশ্বাস করতে চায়নি আল মামুন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত । কিন্তু সময়ের সঙ্গে প্রকাশ্যে আসছে আরও তথ্য । তৈরি হচ্ছে ভয়ের পরিবেশ । ডোমকল মহকুমার সীমান্তের গ্রামগুলিতে সকাল থেকে আতঙ্ক ছড়িয়েছে । বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র মেলার খবরে আতঙ্ক আরও বেড়েছে ।

কেরালা ও পশ্চিমবঙ্গ থেকে 9 আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে NIA ৷ কেরালার এরনাকুলাম ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা ৷ গ্রেপ্তার হয় লিওন আহমেদ আনসারি, গাজি মিঞা, আবু সুফিয়ান, আতিকুর রহমান । একইসঙ্গে গ্রেপ্তার হয় আল মামুন কামাল, মাইনুল মণ্ডল, মুর্শিদ হাসান, নাজমুস সাকিব ও আইয়াকুব বিশ্বাস । NIA সূত্রে খবর, সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল । দিল্লিতে হামলার ছক করছিল ধৃত জঙ্গিরা ।

Last Updated : Sep 19, 2020, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.