খড়গ্রাম, 5 জুলাই : মুর্শিদাবাদ জেলা প্রশাসন বিভিন্ন দোকান পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন । খোদ জেলাশাসক জগদীশ প্রসাদ মীনা কয়েকদিন আগে জিয়াগঞ্জের কয়েকটি দোকানে গিয়েছিলেন । আজ খড়গ্রাম ব্লকের বিভিন্ন সরকারি কাজ পরিদর্শনে আসেন তিনি ।
এদিন জেলাশাসক খড়গ্রাম ব্লকের ১০০ দিনের কাজ, কর্মতীর্থ, কিষাণ মাণ্ডি, রেশনের দোকান, নার্সারি, রাস্তার দুই পাশে গাছ লাগানো এবং বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন । ১০০ দিনের কাজের শ্রমিকদের সাথে কথা বলেন । তারা ঠিকঠাকভাবে মজুরির টাকা পাচ্ছেন কিনা সে বিষয়ে মাঠে গিয়ে শ্রমিকদের কাছে খোঁজ নেন । তিনি গোডাউনও পরিদর্শন করেন ।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীদিনেও এই অভিযান চলবে । আধিকারিকরা গ্রাহকদের সঙ্গে গ্রামে গিয়ে কথা বলবেন । কোনও অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ।
প্রসঙ্গত, লকডাউনের প্রথম দিকে জেলার বিভিন্ন রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল । তা নিয়ে জেলায় অশান্তি শুরু হয়েছিল । পরে প্রশাসন কড়া হতেই, অভিযোগে রাশ পড়ে ।