ফরাক্কা, 4 জানুয়ারি : কারখানায় নতুন শ্রমিক নিয়োগের কারণে বিক্ষোভ দেখাল পুরনো শ্রমিকরা । ঘটনাটি ফরাক্কার NTPC-র তিন নম্বর ইউনিটের ৷ শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাঁটাই হওয়া শ্রমিকরা। বিক্ষোভের জেরে আটকে পড়েন NTPC-র কর্মীরা । বিক্ষোভকারীদের অভিযোগ, NTPC-র 3 নম্বর ইউনিটটি শাট ডাউন করা হয় ৷ এজন্য কর্তৃপক্ষ পুরোনো শ্রমিকদেরকে কাজ না দিয়ে কাহালগাঁও থেকে নতুন শ্রমিক নিয়ে এসে কাজ করাচ্ছে । পুরোনো কর্মীদের দাবি দীর্ঘদিন ধরে তারা এখানে কাজ করছে ঠিকা শ্রমিক হিসেবে । নতুন কাউকে সেই জায়গায় নেওয়া যাবে না । কারণ বিষয়টি তাদের রুজিরুটির সঙ্গে জড়িয়ে রয়েছে ।
নতুন শ্রমিক নিয়োগের কারণে বিক্ষোভ পুরনো শ্রমিকদের - Demonstrations of old workers due to the hiring of new workers
নতুন শ্রমিক নিয়োগের জন্য ক্ষোভ পুরোনো NTPC শ্রমিকদের ৷
ফরাক্কা, 4 জানুয়ারি : কারখানায় নতুন শ্রমিক নিয়োগের কারণে বিক্ষোভ দেখাল পুরনো শ্রমিকরা । ঘটনাটি ফরাক্কার NTPC-র তিন নম্বর ইউনিটের ৷ শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাঁটাই হওয়া শ্রমিকরা। বিক্ষোভের জেরে আটকে পড়েন NTPC-র কর্মীরা । বিক্ষোভকারীদের অভিযোগ, NTPC-র 3 নম্বর ইউনিটটি শাট ডাউন করা হয় ৷ এজন্য কর্তৃপক্ষ পুরোনো শ্রমিকদেরকে কাজ না দিয়ে কাহালগাঁও থেকে নতুন শ্রমিক নিয়ে এসে কাজ করাচ্ছে । পুরোনো কর্মীদের দাবি দীর্ঘদিন ধরে তারা এখানে কাজ করছে ঠিকা শ্রমিক হিসেবে । নতুন কাউকে সেই জায়গায় নেওয়া যাবে না । কারণ বিষয়টি তাদের রুজিরুটির সঙ্গে জড়িয়ে রয়েছে ।
ফারাক্কা এনটিপিসি শাটডাউন শ্রমিকরা এনটিপিসি ব্রিজের সামনে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের বিক্ষোভের জেরে আটকে পড়ে এনটিপিসি কর্মচারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ এনটিপিসি তিন নম্বর ইউনিটের ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যেখানে উৎপাদন হয় সেখানে শাটডাউনের কারণে যে সমস্ত শ্রমিকরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সেই সমস্ত শ্রমিকদের কে কাজ না দিয়ে যে কোম্পানি নতুন কাজ পেয়েছে তারা এবার কাহালগাঁও থেকে লোক নিয়ে এসে কাজ করাচ্ছে। এই কারনেই তাদের সকাল থেকে এই বিক্ষোভ কর্মসূচী। তাদের দাবি অন্য কাউকে কাজে রাখার আগে তাদের সাথে কথা বলতে হবে। দীর্ঘদিন ধরে তারা এখানে কাজ করছে ঠিকা শ্রমিক হিসেবে নতুন কাউকে সেই জায়গায় নেওয়া যাবেনা। এটাই তাদের সংসার চালানোর একমাত্র পথ। দরকারে পরিবারকে নিয়ে এসে তারা পথ অবরোধ করে বসে থাকবে যতক্ষণ না তাদের এই সমস্যার সমাধান এনটিপিসি- র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষরা না নিচ্ছেন।Conclusion:দরকারে পরিবারকে নিয়ে এসে তারা পথ অবরোধ করে বসে থাকবে যতক্ষণ না তাদের এই সমস্যার সমাধান এনটিপিসি- র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষরা না নিচ্ছেন।