ETV Bharat / state

স্ত্রীর অধিকারের দাবিতে সন্তান কোলে ধরনায় যুবতি - মুর্শিদাবাদে ধরনায় যুবতি

স্ত্রীর অধিকারের দাবি জানিয়ে যুবকের বাড়ির সামনে সন্তান কোলে ধরনায় বসল যুবতি । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

স্ত্রীর অধিকারের দাবিতে সন্তান কোলে ধর্নায় বসল যুবতি
স্ত্রীর অধিকারের দাবিতে সন্তান কোলে ধর্নায় বসল যুবতি
author img

By

Published : Dec 10, 2020, 10:50 PM IST

সামশেরগঞ্জ, 10 ডিসেম্বর : চাই স্ত্রীর অধিকার । সন্তান কোলে নিয়ে স্বামীর বাড়ির সামনে ধরনায় বসল যুবতি । আজ সামশেরগঞ্জ থানার চাচন্ড গ্রামের ঘটনা । অন্য দিকে যুবকের পরিবারের দাবি, যুবতির আনা সমস্ত অভিযোগই ভিত্তিহীন ।

যুবতির দাবি, ঝাড়খণ্ডের রিসোর বাসিন্দা ওই যুবতির সঙ্গে বছর দেড়েক আগে নিমাই দাসের বিবাহ হয় । তাদের একটি সন্তানও হয় । নিমাই তাঁকে বাড়ি তোলার নামে প্রতারণা করতে থাকে । সর্বশেষ তিন মাসে আর কোনওরকম যোগাযোগ করেনি ।

এদিন, যতক্ষণ না স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ ধরনা চালিয়ে যাবেন ওই যুবতি । এছাড়া পরিবার যদি গুরুত্ব না দেয় তাহলে যুবতি থানায় যাওয়ার হুমকি দিয়েছে । অবশ্য সন্ধে পর্যন্ত সমস্যার কোনও সুরাহা হয়নি ।

সামশেরগঞ্জ, 10 ডিসেম্বর : চাই স্ত্রীর অধিকার । সন্তান কোলে নিয়ে স্বামীর বাড়ির সামনে ধরনায় বসল যুবতি । আজ সামশেরগঞ্জ থানার চাচন্ড গ্রামের ঘটনা । অন্য দিকে যুবকের পরিবারের দাবি, যুবতির আনা সমস্ত অভিযোগই ভিত্তিহীন ।

যুবতির দাবি, ঝাড়খণ্ডের রিসোর বাসিন্দা ওই যুবতির সঙ্গে বছর দেড়েক আগে নিমাই দাসের বিবাহ হয় । তাদের একটি সন্তানও হয় । নিমাই তাঁকে বাড়ি তোলার নামে প্রতারণা করতে থাকে । সর্বশেষ তিন মাসে আর কোনওরকম যোগাযোগ করেনি ।

এদিন, যতক্ষণ না স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ ধরনা চালিয়ে যাবেন ওই যুবতি । এছাড়া পরিবার যদি গুরুত্ব না দেয় তাহলে যুবতি থানায় যাওয়ার হুমকি দিয়েছে । অবশ্য সন্ধে পর্যন্ত সমস্যার কোনও সুরাহা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.