ETV Bharat / state

Murshidabad Lightning Strike : বজ্রাঘাতে মৃত্যু একই পরিবারের 2 কিশোরের - সুতি বাজ

বাজ পড়ে মৃত্যু হল একই পরিবারের দুই বালকের ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার কাসিমনগর এলাকায় (Two Died in Lightning)।

Murshidabad Thunder Strike
বজ্রাঘাতে মৃত্যু একই পরিবারের 2 বালকের
author img

By

Published : Jun 19, 2022, 10:52 PM IST

মুর্শিদাবাদ, 19 জুন : বজ্রাঘাতে মৃত্যু হল একই পরিবারের দুই কিশোরের ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও একজন । রবিবার সন্ধ্যা নাগাদ মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সুতি থানার কাসিমনগর এলাকায় (Two Died in Lightning)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই বালকের নাম আকাশ শেখ (10) ও মাসুদ শেখ (11) । উভয়েরই বাড়ি সুতি থানার কাসিমনগর এলাকায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ । দুই বালকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন : Two Died in Lightning : বজ্রাঘাতে আরামবাগে মৃত্যু দুই বোনের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় একই পরিবারের তিন বালক বাড়ির বারান্দায় বসেছিল । সেই সময় আচমকা বাজ পড়ে ৷ বজ্রাঘাতে তিনজনই গুরুতর জখম হয় । আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসকরা আকাশ শেখ ও মাদুদ শেখকে মৃত বলে জানান । অপরজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । আকাশ ও মাসুদ সম্পর্কে খুড়তুতো ভাই বলে জানা গিয়েছে । খবর পেয়ে শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস ।

মুর্শিদাবাদ, 19 জুন : বজ্রাঘাতে মৃত্যু হল একই পরিবারের দুই কিশোরের ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও একজন । রবিবার সন্ধ্যা নাগাদ মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সুতি থানার কাসিমনগর এলাকায় (Two Died in Lightning)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই বালকের নাম আকাশ শেখ (10) ও মাসুদ শেখ (11) । উভয়েরই বাড়ি সুতি থানার কাসিমনগর এলাকায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ । দুই বালকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন : Two Died in Lightning : বজ্রাঘাতে আরামবাগে মৃত্যু দুই বোনের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় একই পরিবারের তিন বালক বাড়ির বারান্দায় বসেছিল । সেই সময় আচমকা বাজ পড়ে ৷ বজ্রাঘাতে তিনজনই গুরুতর জখম হয় । আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসকরা আকাশ শেখ ও মাদুদ শেখকে মৃত বলে জানান । অপরজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । আকাশ ও মাসুদ সম্পর্কে খুড়তুতো ভাই বলে জানা গিয়েছে । খবর পেয়ে শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.