ETV Bharat / state

সামশেরগঞ্জে উদ্ধার নিখোঁজ টোটো চালকের দেহ - আতাউর শেখ

সামশেরগঞ্জ থানার রতনপুর গ্রামের বাসিন্দা আতাউর শেখ (22) পেশায় টোটো চালক ৷ গত মঙ্গলবার সকালে টোটো নিয়ে বেড়িয়ে আর বাড়ি ফেরেননি ৷ গতকাল উদ্ধার হয় আতাউরের দেহ । তদন্তে নেমেছে পুলিশ ৷

Deadbody of the missing Toto driver was recovered in Samserganj
সামশেরগঞ্জে উদ্ধার নিখোঁজ টোটো চালকের দেহ
author img

By

Published : Jun 25, 2020, 2:37 AM IST

সামশেরগঞ্জ, 25 জুন : একদিন নিখোঁজ থাকার পর ফিডার ক্যানেলের ধার থেকে উদ্ধার হল টোটো চালকের দেহ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জের চাঁদপুর পল্টন ব্রিজ সংলগ্ন এলাকায় । মৃত ওই যুবকের নাম আতাউর শেখ (22) ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জ থানার রতনপুর গ্রামের বাসিন্দা ওই মৃত যুবকের বেশ কিছু জায়গায় ঋণ ছিল । পাওনাদাররা টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছিল। কার্যত পাওনাদারদের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াত। মঙ্গলবার সকালে টোটো নিয়ে বেড়িয়ে যাওয়ার পর রাতে ফিরতে দেরী হলে খোঁজখবর নিতে শুরু করে আতাউরের পরিবার ৷

গতকাল ফিডার ক্যানেলের ধার থেকে উদ্ধার হয় আতাউরের দেহ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে । তবে খুন না আত্মহত্যা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় । তদন্ত শুরু করেছে পুলিশ ।

সামশেরগঞ্জ, 25 জুন : একদিন নিখোঁজ থাকার পর ফিডার ক্যানেলের ধার থেকে উদ্ধার হল টোটো চালকের দেহ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জের চাঁদপুর পল্টন ব্রিজ সংলগ্ন এলাকায় । মৃত ওই যুবকের নাম আতাউর শেখ (22) ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জ থানার রতনপুর গ্রামের বাসিন্দা ওই মৃত যুবকের বেশ কিছু জায়গায় ঋণ ছিল । পাওনাদাররা টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছিল। কার্যত পাওনাদারদের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াত। মঙ্গলবার সকালে টোটো নিয়ে বেড়িয়ে যাওয়ার পর রাতে ফিরতে দেরী হলে খোঁজখবর নিতে শুরু করে আতাউরের পরিবার ৷

গতকাল ফিডার ক্যানেলের ধার থেকে উদ্ধার হয় আতাউরের দেহ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে । তবে খুন না আত্মহত্যা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় । তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.