মুর্শিদাবাদ, 8 জুন : দীর্ঘসময় নিখোঁজ থাকার পর দেহ মিলল প্রৌঢ়ের ৷ মুর্শিদাবাদের কান্দির ঘটনা ৷ স্থানীয় মল্লিকপুকুর পাড় এলাকার ঝোপ থেকে ঝুলন্ত অবস্থায় ষাটোর্ধ্ব রাজকুমার দাসের দেহ উদ্ধার করেছে পুলিশ (Dead Body Recovered)৷ জানা গিয়েছে, প্রায় তিন বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন মৃত রাজকুমার দাস ৷ চিকিৎসা চলছিল তাঁর ৷ সোমবার যখন বাড়িতে কেউ ছিল না সেই সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ওই প্রৌঢ় ৷ পরদিন তাঁর দেহ উদ্ধার হয় পার্শ্ববর্তী জঙ্গল থেকে ৷ মঙ্গলবার স্থানীয় কিছু রাখাল মল্লিকপুকুর পাড়ের একটি ঝোপের মধ্যে রাজকুমারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷ তারাই ওই প্রৌঢ়ের বাড়িতে খবর দেন ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷
তবে মৃত রাজকুমার দাসের পরিবারের সদস্যের অনুমান, রাজকুমার দাস দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন আর তার জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এই ব্যক্তি । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
আরও পড়ুন : Police Constable Found Dead : পেয়ারাপুর ফাঁড়িতে কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার