ফরাক্কা, 27 জানুয়ারি: কুমির আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদের ফরাক্কা থানার শঙ্করপুর সংলগ্ন ফিডার ক্যানেলে (Crocodile Seen in Ganga at Farakka)। শুক্রবার দুপুর নাগাদ ফিডার ক্যানেলের পাড়ে কুমিরকে রোদ পোহাতে দেখেন স্থানীয় মানুষজন । এরপর থেকেই কুমির আতঙ্কে গঙ্গার ফিডার ক্যানেলে নামা বন্ধ করে দিয়েছেন তাঁরা । ক্যানেল পাড়ের জনবসতিতেও তীব্র আতঙ্ক ছড়িয়েছে । সম্প্রতি গঙ্গা পদ্মায় বারবার দেখা মিলছে কুমিরের । জলঙ্গি ব্লকের পদ্মার পূর্ণবয়স্ক কুমির গত দেড় মাস ধরে ঘাপটি মেরে বসে রয়েছে এই ক্য়ানেলে । প্রচুর খাবারের যোগান থাকায় এলাকা ছাড়তে চাইছে না কুমিরটি । কুমিরের ভয়ে মাছ ধরতে জলে নামা বন্ধ করে দিয়েছেন এলাকার মৎস্যজীবীরা ।
ছট পুজো এবং তার কিছুদিন পর ফরাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকায় কুমিরের দেখা মেলে । ছট পুজোয় কুমিরের ভয়ে অনেকে গঙ্গায় নামেনি এবার । ফের কুমিরের দেখা মেলায় আতঙ্ক তাড়া করছে ফিডার ক্যানেল লাগোয়া শঙ্করপুরে । এদিন দুপুরে বিশাল আকৃতির কুমিরটিকে ফিডার ক্যানেলের পাড়ে রোদে পড়ে থাকতে দেখা গিয়েছে । স্থানীয়দের দাবি, লোক জড়ো হলেই কুমির জলে নেমে পড়ছে । এলাকা ফাঁকা হলে আবার পাড়ে উঠছে ৷ ওই এলাকা থেকে 500 মিটার দূরে রয়েছে জনবসতি । আতঙ্ক ছড়িয়েছে সেই পাড়ায় । স্থানীয় মানুষজন গঙ্গায় স্নান করতে নামতে পারছেন না কুমিরের আতঙ্কে । ভয়ে নৌকা নিয়ে মাছ ধরতে জলে নামতে পারছেন না মৎস্যজীবীরা । খবর দেওয়া হয়েছে বন দফতরে । বন কর্মীরা কুমিরটিকে এলাকা থেকে তাড়ানোর উদ্যোগ নিয়েছে ।
এদিকে মুর্শিদাবাদে বারবার কুমিরের দেখা মেলায় আতঙ্কের পাশাপাশি উদ্বিগ্ন প্রশাসন । কীভাবে মোহনা দিয়ে গঙ্গায় কুমির ঢুকছে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে । প্রশাসনের একাংশের দাবি খাবারের সন্ধানেই কুমির গঙ্গা-পদ্মায় ঢুকছে । ফরাক্কা ব্যারেজে ধাক্কা খেয়ে ওই এলাকেই ডসুন স্ট্রিমে ঘোরাঘুরি করছে কুমিরটি ।
আরও পড়ুন : নদীর ঘাটে রোদ পোহাচ্ছে কুমির, ভাইরাল ভিডিয়ো