ETV Bharat / state

জোড়া খুনে চার দোষীকে যাবজ্জীবন - 2015 double murder case

অবশেষে মৃত্যুর পাঁচ বছর পর সুবিচার পেলেন মসলেম ও মনিরুজ্জামান ৷ 2015 সালের নয় জুন হরিহরপাড়ার ঝাঁজা ব্রিজের দুষ্কৃতীর গুলিতে খুন হন মসলেম ও তাঁর ছেলে ৷

murshidabad
murshidabad
author img

By

Published : Dec 24, 2020, 5:53 PM IST

হরিহরপাড়া, 24 ডিসেম্বর : মৃত্যুর পাঁচ বছর পর বিচার পেলেন মুর্শিদাবাদের দুই বাসিন্দা মসলেম বিশ্বাস ও তাঁর ছেলে মনিরুজ্জামান বিশ্বাস ৷ দুই ব্যক্তিকে 2015 সালে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেন দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মসলেম বিশ্বাসের ৷ পরদিন হাসপাতালে মৃত্যু হয় মনিরুজ্জামানের ৷ হাসপাতালে ভরতি থাকাকালীন অভিযুক্তদের নামে জবানবন্দি দেন মনিরুজ্জামান ৷ তারপরই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ ৷

অবশেষে মৃত্যুর পাঁচ বছর পর সুবিচার পেলেন মসলেম ও মনিরুজ্জামান ৷ 2015 সালের নয় জুন হরিহরপাড়ার ঝাঁজা ব্রিজের দুষ্কৃতীর গুলিতে খুন হন মসলেম ও তাঁর ছেলে ৷ আজ সেই জোড়া খুনে গ্রেপ্তার দুই অভিযুক্ত ব্যক্তির যাবজ্জীবন সাজা ঘোষণা করল বহরমপুর চতুর্থ অতিরিক্ত দায়রা আদালত ৷ খুনের ঘটনায় অভিযুক্ত অপর দুই ব্যক্তি পলাতক বলে জানিয়েছে পুলিশ । সাজাপ্রাপ্ত দুই অভিযুক্তের নাম আনসার মণ্ডল ও রকেট মণ্ডল ।

আরও পড়ুন : সিস্টার অভয়া খুনে 2 দোষীসাব্যস্তের যাবজ্জীবন কারাদণ্ড

2015 সালের নয় জুন রেজ়েস্ট্রি অফিস থেকে মটর বাইকে ফিরছিলেন মসলেম ও মনিরুজ্জামান ৷ গ্রামে ঢোকার আগে হরিহরপাড়ার ঝাঁজা ব্রিজের কাছে তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। মটর বাইক থেকে দুইজনকে নামিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মসলেম বিশ্বাসের ৷ হাসপাতেলে ভরতি করা হয় মনিরুজ্জামানকে । কিন্তু পর দিন সকালেই মৃত্যু হয় মনিরুজ্জামানের ৷ তবে, হাসপাতালে পুলিশের কাছে জবানবন্দি দেওয়ার সময় চার দুষ্কৃতীর নাম পুলিশকে জানায় মনিরুজ্জামান ।

আরও পড়ুন : যুবক খুনে 3 জনের যাবজ্জীবন


তারপরই, আনসার মণ্ডল, রকেট মণ্ডল, সামসূল মণ্ডল ও বিমান মণ্ডলের নামে হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। দু'দিনের মধ্যেই আনসার ও রকেটকে গ্রেপ্তার করে পুলিশ। সামসুল ও বিমান এখনও অধরা। গতকাল চারজনকেই দোষী সাব্যস্ত করে আদালত। আজ খুন ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখায় দোষী সাব্যস্ত ওই ব্যক্তিদের যাবজ্জীবন সাজা শোনান বিচারক। পাশাপাশি পলাতক অপর দুই অভিযুক্তকে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতের এই রায়ে খুশি মৃতের পরিবার।

হরিহরপাড়া, 24 ডিসেম্বর : মৃত্যুর পাঁচ বছর পর বিচার পেলেন মুর্শিদাবাদের দুই বাসিন্দা মসলেম বিশ্বাস ও তাঁর ছেলে মনিরুজ্জামান বিশ্বাস ৷ দুই ব্যক্তিকে 2015 সালে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেন দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মসলেম বিশ্বাসের ৷ পরদিন হাসপাতালে মৃত্যু হয় মনিরুজ্জামানের ৷ হাসপাতালে ভরতি থাকাকালীন অভিযুক্তদের নামে জবানবন্দি দেন মনিরুজ্জামান ৷ তারপরই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ ৷

অবশেষে মৃত্যুর পাঁচ বছর পর সুবিচার পেলেন মসলেম ও মনিরুজ্জামান ৷ 2015 সালের নয় জুন হরিহরপাড়ার ঝাঁজা ব্রিজের দুষ্কৃতীর গুলিতে খুন হন মসলেম ও তাঁর ছেলে ৷ আজ সেই জোড়া খুনে গ্রেপ্তার দুই অভিযুক্ত ব্যক্তির যাবজ্জীবন সাজা ঘোষণা করল বহরমপুর চতুর্থ অতিরিক্ত দায়রা আদালত ৷ খুনের ঘটনায় অভিযুক্ত অপর দুই ব্যক্তি পলাতক বলে জানিয়েছে পুলিশ । সাজাপ্রাপ্ত দুই অভিযুক্তের নাম আনসার মণ্ডল ও রকেট মণ্ডল ।

আরও পড়ুন : সিস্টার অভয়া খুনে 2 দোষীসাব্যস্তের যাবজ্জীবন কারাদণ্ড

2015 সালের নয় জুন রেজ়েস্ট্রি অফিস থেকে মটর বাইকে ফিরছিলেন মসলেম ও মনিরুজ্জামান ৷ গ্রামে ঢোকার আগে হরিহরপাড়ার ঝাঁজা ব্রিজের কাছে তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। মটর বাইক থেকে দুইজনকে নামিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মসলেম বিশ্বাসের ৷ হাসপাতেলে ভরতি করা হয় মনিরুজ্জামানকে । কিন্তু পর দিন সকালেই মৃত্যু হয় মনিরুজ্জামানের ৷ তবে, হাসপাতালে পুলিশের কাছে জবানবন্দি দেওয়ার সময় চার দুষ্কৃতীর নাম পুলিশকে জানায় মনিরুজ্জামান ।

আরও পড়ুন : যুবক খুনে 3 জনের যাবজ্জীবন


তারপরই, আনসার মণ্ডল, রকেট মণ্ডল, সামসূল মণ্ডল ও বিমান মণ্ডলের নামে হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। দু'দিনের মধ্যেই আনসার ও রকেটকে গ্রেপ্তার করে পুলিশ। সামসুল ও বিমান এখনও অধরা। গতকাল চারজনকেই দোষী সাব্যস্ত করে আদালত। আজ খুন ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখায় দোষী সাব্যস্ত ওই ব্যক্তিদের যাবজ্জীবন সাজা শোনান বিচারক। পাশাপাশি পলাতক অপর দুই অভিযুক্তকে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতের এই রায়ে খুশি মৃতের পরিবার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.