ETV Bharat / state

পথ দুর্ঘটনায় মৃত্যু যুগলের - মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু যুগলের

গতকাল দুপুরে লরির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় তাদের দু'জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানেই ওই যুবক যুবতির মৃত্যু হয় ৷

murshidabad
মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু যুগলের
author img

By

Published : Feb 14, 2020, 1:57 PM IST

বহরমপুর, 14 ফেব্রুয়ারি : পথ দুর্ঘটনায় মৃত্যু যুগলের ৷ ভ্যালেন্টাইন্স ডে-এর আগেই গতকাল রাতে মৃত্যু হয় ওই যুবক-যুবতির ৷ কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর কলাবাগানে দুর্ঘটনাটি ঘটে ৷ যুবকের নাম সরিফ শেখ (25) ও যুবতি সাবিনা খাতুন (21) ৷

গতকাল লরির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয় ৷ ঘটনায় গুরুতম জখম হন দু'জনেই ৷ তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ রাতেই দু'জনের মৃত্যু হয় ৷ সরিফ শেখের বাড়ি মুর্শিদাবাদের খরগ্রাম থানার বুধিগ্রামে ৷ সাবিনা বড়ঞা থানার মহিশগ্রামের বাসিন্দা ৷

ওই যুগল মোটর বাইকে ভ্যালেন্টাইন্স ডে-এর উপহার কিনতে বহরমপুরে আসছিলেন ৷ সেই সময় পিছন থেকে একটি পণ্যবোঝাই লরি সজোরে ধাক্কা মারে ৷ আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানেই তাদের মৃত্যু হয় ৷

বহরমপুর, 14 ফেব্রুয়ারি : পথ দুর্ঘটনায় মৃত্যু যুগলের ৷ ভ্যালেন্টাইন্স ডে-এর আগেই গতকাল রাতে মৃত্যু হয় ওই যুবক-যুবতির ৷ কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর কলাবাগানে দুর্ঘটনাটি ঘটে ৷ যুবকের নাম সরিফ শেখ (25) ও যুবতি সাবিনা খাতুন (21) ৷

গতকাল লরির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয় ৷ ঘটনায় গুরুতম জখম হন দু'জনেই ৷ তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ রাতেই দু'জনের মৃত্যু হয় ৷ সরিফ শেখের বাড়ি মুর্শিদাবাদের খরগ্রাম থানার বুধিগ্রামে ৷ সাবিনা বড়ঞা থানার মহিশগ্রামের বাসিন্দা ৷

ওই যুগল মোটর বাইকে ভ্যালেন্টাইন্স ডে-এর উপহার কিনতে বহরমপুরে আসছিলেন ৷ সেই সময় পিছন থেকে একটি পণ্যবোঝাই লরি সজোরে ধাক্কা মারে ৷ আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানেই তাদের মৃত্যু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.