ETV Bharat / state

Sagardighi Couple Attack : ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের উপর হামলা দম্পতির, মৃত স্বামী - ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের উপর হামলা দম্পতির, মৃত স্বামী

সাত বছরের সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রীর প্রবল বচসা ৷ তার জেরেই অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন দম্পতি (Couple Attack each other with knifes due to Marital discord ) । ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর, হাসপাতালে স্ত্রী ।

Couple Attack each other with knifes due to Marital discord
ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের উপর হামলা স্বামী স্ত্রীর
author img

By

Published : Jan 10, 2022, 12:58 PM IST

Updated : Jan 10, 2022, 2:25 PM IST

সাগরদিঘি, 10 জানুয়ারি: সাত বছরের শিশুকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ । আর সেই বিবাদ থেকেই ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন দম্পতি । ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর । অন্যদিকে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি স্ত্রী (Couple Attack each other with knifes due to Marital discord ) ।

রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগরদিঘি থানার অমৃতপুর এলাকায় । মৃতের নাম মুরসেলিম শেখ । অন্যদিকে আহত রঙ্গিলা বিবি ভরতি সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পেশায় রাজমিস্ত্রি মুরসেলিম শেখ শুক্রবার কলকাতা থেকে বাড়ি ফেরেন । এসেই তিনি জানতে পারেন স্ত্রী ছেলেকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছেন । শনিবার রঙ্গিলা বিবি ছেলেকে নিয়ে বাড়ি ফিরতেই তাঁর সঙ্গে বচসা শুরু হয় মুরসেলিমের । প্রতিবেশীদের দাবি, রবিবার সকাল থেকেই ওই দম্পতির মধ্যে কথা কাটাকাটি ক্রমশ বাড়ছিল । রবিবার রাত দশটা নাগাদ দু‘জনের মধ্যে শুরু হয় তুমুল বচসা ৷ এক পর্যায়ে ধারালো ছুড়ি নিয়ে পরস্পরের উপর হামলা চালান তাঁরা । সেই অস্ত্রের আঘাতেই মৃত্যু হয় মুরসেলিম শেখের । অন্যদিকে ক্ষতবিক্ষত রঙ্গিলা বিবিকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষজন ।

ধারাল অস্ত্র দিয়ে এক অপরের ওপরের হামলা চালাল দম্পতি

আরও পড়ুন : দুই শ্রমিক সংগঠনের বিবাদে চলল গুলি, জখম 1

যদিও আরেক স্থানীয় বাসিন্দার দাবি, মুরসেলিম নিজেই নিজের শরীর ক্ষতবিক্ষত করেছেন । আর সেই আঘাতের জেরেই তাঁর মৃত্যু হয়েছে । খবর পেয়ে রবিবার রাতেই অমৃতপুর গ্রামে পৌঁছায় পুলিশ । আপাতত পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা । তবে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই ঘটনাটি ঘটেছে ৷ তবে এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখছেন তারা ৷

সাগরদিঘি, 10 জানুয়ারি: সাত বছরের শিশুকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ । আর সেই বিবাদ থেকেই ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন দম্পতি । ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর । অন্যদিকে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি স্ত্রী (Couple Attack each other with knifes due to Marital discord ) ।

রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগরদিঘি থানার অমৃতপুর এলাকায় । মৃতের নাম মুরসেলিম শেখ । অন্যদিকে আহত রঙ্গিলা বিবি ভরতি সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পেশায় রাজমিস্ত্রি মুরসেলিম শেখ শুক্রবার কলকাতা থেকে বাড়ি ফেরেন । এসেই তিনি জানতে পারেন স্ত্রী ছেলেকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছেন । শনিবার রঙ্গিলা বিবি ছেলেকে নিয়ে বাড়ি ফিরতেই তাঁর সঙ্গে বচসা শুরু হয় মুরসেলিমের । প্রতিবেশীদের দাবি, রবিবার সকাল থেকেই ওই দম্পতির মধ্যে কথা কাটাকাটি ক্রমশ বাড়ছিল । রবিবার রাত দশটা নাগাদ দু‘জনের মধ্যে শুরু হয় তুমুল বচসা ৷ এক পর্যায়ে ধারালো ছুড়ি নিয়ে পরস্পরের উপর হামলা চালান তাঁরা । সেই অস্ত্রের আঘাতেই মৃত্যু হয় মুরসেলিম শেখের । অন্যদিকে ক্ষতবিক্ষত রঙ্গিলা বিবিকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষজন ।

ধারাল অস্ত্র দিয়ে এক অপরের ওপরের হামলা চালাল দম্পতি

আরও পড়ুন : দুই শ্রমিক সংগঠনের বিবাদে চলল গুলি, জখম 1

যদিও আরেক স্থানীয় বাসিন্দার দাবি, মুরসেলিম নিজেই নিজের শরীর ক্ষতবিক্ষত করেছেন । আর সেই আঘাতের জেরেই তাঁর মৃত্যু হয়েছে । খবর পেয়ে রবিবার রাতেই অমৃতপুর গ্রামে পৌঁছায় পুলিশ । আপাতত পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা । তবে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই ঘটনাটি ঘটেছে ৷ তবে এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখছেন তারা ৷

Last Updated : Jan 10, 2022, 2:25 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.