মুর্শিদাবাদ, 22 মে: ঘাসফুল শিবিরের মিছিলে পদ্ম ছাপের পতাকা হাতে এক ব্যক্তি। ভিডিয়ো প্রকাশ পেতেই তা ভাইরাল হল সোশাল মিডিয়ায়। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হলদিয়া-ফারাক্কা রাজ্যসড়ক কুলি হতে ফুঁটিসাঁকো রাস্তা সংস্কারের কারণে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রদানের উদ্দ্যেশে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি শাঁওনি সিং রায়, একাধিক বিধায়ক এবং কর্মীরা। সকলে পা মেলান সেই মিছিলে। মিছিলের ঠিক মাঝ বরাবর হঠাৎই হাজারো তৃণমূলের পতাকার মাঝে ক্যামেরায় উঠে আসে বিজেপির পতাকা।
কর্মীরা প্রথমে কেউ লক্ষ্য না-করলেও সংবাদ মাধ্যমের ক্যামেরাবন্দি হতেই তড়িঘড়ি সে ব্যক্তিকে কয়েকজন মিলে মিছিল থেকে বের করে দেয়। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। উল্লেখ্য, রবিবার বড়ঞার করালি তলা মোড় থেকে বাহাদুরপুর মোড় পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই মিছিলেই ঘটল এমন ঘটনা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি ৷ প্রশ্ন উঠছে কী উদ্দেশ্যে নিয়ে ওই যুবক তৃণমূলের মিছিলে বিজেপির পতাকা নিয়ে এসেছিল?
আরও পড়ুন: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বাংলায় শক্তিশালী হয়েছে বিজেপি', মন্তব্য অধীরের
এ বিষয়ে পূর্ত কর্মাধক্ষ মাহে আলম জানান, বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ার মতো কিছু নেই। মানুষের ঢল প্রমাণ করেছে বড়ঞা ব্লক তৃণমূলের শক্ত ঘাঁটি। যে ব্যক্তির কথা উঠে আসছে তিনি মানসিক ভারসাম্যহীন। মিছিল দেখে কোথাও থেকে পতাকা পেয়ে হাতে নিয়ে ঢুকে পড়েছে। পালটা এ নিয়ে কান্দির বিজেপি মুখপাত্র বিনীতা রায় জানান, জোড় করে মানুষকে প্রলোভন দেখিয়ে মিছিলে নিয়ে আসে। তাতে মানুষের অন্তরে যেটা আছে সেটা তো কাড়তে পারবে না। সে কারণে ওই ব্যক্তি বিজেপিকে ভালোবাসে তাই সে পতাকা হাতে ঢুকে পড়েছিল।
তৃণমূল-বিজেপি দুই দলকে কটাক্ষ করে ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির সদস্য তথা মুর্শিদাবাদের বাম যুব নেতা সন্দীপন দাস জানান, যাহাই বিজেপি, তাহাই তৃণমূল! এ মিছিল আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।