সামশেরগঞ্জ, 3 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ । কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল খোদ তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের বিরুদ্ধে । ঘটনায় ব্যাপক হইচই পড়েছে সামশেরগঞ্জ থানার তিনপাকুরিয়া এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । জখম কংগ্রেস কর্মী আরিফ শেখকে রঘুনাথগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রবিবার সন্ধ্যায় প্রচার সেরে বাড়ি ফিরছিলেন আরিফ শেখ । সেই সময়ের বিধায়কের গাড়ি থেকে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ তুলছেন সামশেরগঞ্জে কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ ইমাম শেখ । যদিও সেই অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের বিরুদ্ধেই পালটা হামলার অভিযোগ তুলেছেন বিধায়ক । ঘটনার প্রতিবাদে সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলো মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী-সমর্থকরা ।
আরও পড়ুন: বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু একজনের, কাঠগড়ায় তৃণমূল
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভি জি সতীশ পশুমার্থী বলেন, ‘‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি ।’’ এদিকে কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ ইমাম শেখ বলেন, ‘‘আমাদের কর্মীরা রাত সাড়ে 8টা নাগাদ প্রচার সেরে বাড়ি ফিরছিলেন । সেই সময় তৃণমূলের বিধায়ক গাড়িতে করে যাচ্ছিলেন । সেই গাড়ি থেকেই বিধায়ক গুলি চালিয়েছেন ।’’
কংগ্রেসের অভিযোগের পালটা বিধায়ক আমিরুল ইসলাম বলেন, ‘‘বাবুপুরে নির্বাচনী কার্যালয় থেকে ফেরার সময় আমার গাড়িতে হামলা চালায় কিছু কংগ্রেসের দুষ্কৃতী । এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা । আমার নিরাপত্তারক্ষী ও বেশ কিছু কর্মী আমাকে নিরাপদে ওই জায়গা থেকে উদ্ধার করেন ।’’
আগামী শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ জুন মাসের শুরুর দিকে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয় ৷ তার পর থেকেই অশান্তি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ বেশ কিছু জায়গায় পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয়েছে ৷ বেশ কয়েকজন ভোট সন্ত্রাসের জেরে খুনও হয়েছেন বলে অভিযোগ ৷ ভোটের নিরাপত্তায় আদালতের নির্দেশে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ তার পরও গুলিবিদ্ধ হলেন কংগ্রেস কর্মী ৷