ETV Bharat / state

সন্ত্রাস রুখতে গিয়ে খুন হয়েছেন কংগ্রেস কর্মী : অধীর - bjp

তৃণমূলের সন্ত্রাস রুখতে গিয়েই ভগবানগোলায় খুন হয়েছেন আমাদের কংগ্রেস কর্মী । টিয়ারুল কালামের খুন প্রসঙ্গে এই মন্তব্য করলেন প্রার্থী অধীর চৌধুরি।

অধীর চৌধুরি
author img

By

Published : Apr 23, 2019, 5:56 PM IST

Updated : Apr 23, 2019, 6:13 PM IST

বহরমপুর, 23 এপ্রিল : "মুর্শিদাবাদের মানুষ আজ সারাদিন ধরে তৃণমূলের সন্ত্রাসকে রুখে দিয়েছেন । সেই সন্ত্রাস রুখতে গিয়েই ভগবানগোলায় খুন হয়েছেন এক কংগ্রেস কর্মী । টিয়ারুল কালামের মৃত্যু প্রসঙ্গে এই মন্তব্য করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি ।

অধীরবাবু বলেন, "কংগ্রেস কর্মী টিয়ারুল ভোট দিতে চাইছিলেন, কিন্তু তৃণমূল বাধা দেয় । তিনি বলেছিলেন, কেন আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে । পুলিশ টিয়ারুলের খুনিদের না ধরে নতুন করে ভোটারদের লাইন তৈরি করে । ভোটটাকে প্রহসনে রূপান্তরিত করার চেষ্টা করেছে ।"

ভিডিয়োয় শুনুন অধীর চৌধুরির বক্তব্য

SP-কে আক্রমণ করে বলেন, "আমি প্রথম থেকেই বলছি এখারকার SP তৃণমূলের দালাল । এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য প্রতিষ্ঠা করার জন্য SP বছরের পর বছর চেষ্টা করে চলেছেন । আজও তিনি সব এক কাজ করেছেন । আমরা বালিগ্রামে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি । এই SP-কে না সরালে এখানে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব নয় । SP-কে তাড়ানো হোক ।"

বহরমপুর, 23 এপ্রিল : "মুর্শিদাবাদের মানুষ আজ সারাদিন ধরে তৃণমূলের সন্ত্রাসকে রুখে দিয়েছেন । সেই সন্ত্রাস রুখতে গিয়েই ভগবানগোলায় খুন হয়েছেন এক কংগ্রেস কর্মী । টিয়ারুল কালামের মৃত্যু প্রসঙ্গে এই মন্তব্য করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি ।

অধীরবাবু বলেন, "কংগ্রেস কর্মী টিয়ারুল ভোট দিতে চাইছিলেন, কিন্তু তৃণমূল বাধা দেয় । তিনি বলেছিলেন, কেন আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে । পুলিশ টিয়ারুলের খুনিদের না ধরে নতুন করে ভোটারদের লাইন তৈরি করে । ভোটটাকে প্রহসনে রূপান্তরিত করার চেষ্টা করেছে ।"

ভিডিয়োয় শুনুন অধীর চৌধুরির বক্তব্য

SP-কে আক্রমণ করে বলেন, "আমি প্রথম থেকেই বলছি এখারকার SP তৃণমূলের দালাল । এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য প্রতিষ্ঠা করার জন্য SP বছরের পর বছর চেষ্টা করে চলেছেন । আজও তিনি সব এক কাজ করেছেন । আমরা বালিগ্রামে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি । এই SP-কে না সরালে এখানে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব নয় । SP-কে তাড়ানো হোক ।"

Intro:Body:কপি দেওয়া আছে।Conclusion:
Last Updated : Apr 23, 2019, 6:13 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.