ETV Bharat / state

Adhir Slams Mamata: মুখ্যমন্ত্রীর চোখ খুলতে 12 বছর পেরিয়ে গেল, প্রশ্ন তুললেন অধীর

শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ সেখান থেকে তিনি তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷

Adhir Slams Mamata
Adhir Slams Mamata
author img

By

Published : May 27, 2023, 7:35 PM IST

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সাংবাদিক বৈঠক

বহরমপুর (মুর্শিদাবাদ), 27 মে: বাজি কারখানায় বিস্ফোরণের পর পূর্ব মেদিনীপুরের এগরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ শনিবার বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন অধীর চৌধুরী ৷ সেখান থেকেই তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন ৷

তিনি বলেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী । এতদিন পর তিনি যদি বলেন আমার চোখ খুলল, তাহলে তো তিনি নিজেই স্বীকার করছেন তিনি অপদার্থ, অযোগ্য, অদক্ষ ।’’

অধীর চৌধুরী বলেন, ‘‘তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) চোখ খুলতে 12 বছর সময় লাগল । যখন সারা বাংলায় বোমা বিস্ফোরণের ফলে মৃত্যুর মিছিল । এতদিন পর মুখ্যমন্ত্রীর এগরায় যাওয়ার কথা মনে পড়ল । আবহাওয়া খারাপের জন্য কোনও কাজই থমকে ছিল না । এগরা গিয়ে আপনি এখন মৃতের গায়ে আতর ছেটানোর চেষ্টা করছেন ।’’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রসঙ্গ তুলেও কটাক্ষ করেছেন অধীর চৌধুরী ৷ তিনি বলেন, ‘‘আসলে এগরা নয় ওনার উদ্দেশ্য খোকাবাবুর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) জনজোয়ার যাত্রায় যোগ দেওয়া ৷’’

মমতাকে আক্রমণ করতে গিয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা বলেন, ‘‘এর আগে যখনই এরকম ঘটনা ঘটেছে আপনি বলেছেন, ভুল হয়েছে এবার দেখছি । সারদা, নারদা যখন কিছু হয়েছে, আপনি দেখছি বলে পাশ কাটিয়ে গিয়েছেন । কিন্তু আপনার সেই এবার এখনও পর্যন্ত হল না । 12 বছর পর আপনার চোখ খুলল বলছেন ।’’

অধীরের অভিযোগ, তৃণমূলের সরকারের আমলে সব থেকে বেশি বোমা বিস্ফোরণ হয়েছে । ডিটোনিটর উদ্ধার হয়েছে । সব থেকে বেশি নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটেছে । এই সরকারের আমলেই সব থেকে বেশি খুন হয়েছে । পুলিশকে পুলিশের মতো কাজ করতে দিলে এত সব ঘটনা ঘটনা ঘটত না বলে দাবি করেছেন বহরমপুরের সাংসদ ৷

আরও পড়ুন: 'চোখ খুলে গিয়েছে, মাথা নত করে ক্ষমা চাইছি', খাদিকুলের মঞ্চে মন্তব্য মমতার

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সাংবাদিক বৈঠক

বহরমপুর (মুর্শিদাবাদ), 27 মে: বাজি কারখানায় বিস্ফোরণের পর পূর্ব মেদিনীপুরের এগরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ শনিবার বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন অধীর চৌধুরী ৷ সেখান থেকেই তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন ৷

তিনি বলেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী । এতদিন পর তিনি যদি বলেন আমার চোখ খুলল, তাহলে তো তিনি নিজেই স্বীকার করছেন তিনি অপদার্থ, অযোগ্য, অদক্ষ ।’’

অধীর চৌধুরী বলেন, ‘‘তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) চোখ খুলতে 12 বছর সময় লাগল । যখন সারা বাংলায় বোমা বিস্ফোরণের ফলে মৃত্যুর মিছিল । এতদিন পর মুখ্যমন্ত্রীর এগরায় যাওয়ার কথা মনে পড়ল । আবহাওয়া খারাপের জন্য কোনও কাজই থমকে ছিল না । এগরা গিয়ে আপনি এখন মৃতের গায়ে আতর ছেটানোর চেষ্টা করছেন ।’’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রসঙ্গ তুলেও কটাক্ষ করেছেন অধীর চৌধুরী ৷ তিনি বলেন, ‘‘আসলে এগরা নয় ওনার উদ্দেশ্য খোকাবাবুর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) জনজোয়ার যাত্রায় যোগ দেওয়া ৷’’

মমতাকে আক্রমণ করতে গিয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা বলেন, ‘‘এর আগে যখনই এরকম ঘটনা ঘটেছে আপনি বলেছেন, ভুল হয়েছে এবার দেখছি । সারদা, নারদা যখন কিছু হয়েছে, আপনি দেখছি বলে পাশ কাটিয়ে গিয়েছেন । কিন্তু আপনার সেই এবার এখনও পর্যন্ত হল না । 12 বছর পর আপনার চোখ খুলল বলছেন ।’’

অধীরের অভিযোগ, তৃণমূলের সরকারের আমলে সব থেকে বেশি বোমা বিস্ফোরণ হয়েছে । ডিটোনিটর উদ্ধার হয়েছে । সব থেকে বেশি নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটেছে । এই সরকারের আমলেই সব থেকে বেশি খুন হয়েছে । পুলিশকে পুলিশের মতো কাজ করতে দিলে এত সব ঘটনা ঘটনা ঘটত না বলে দাবি করেছেন বহরমপুরের সাংসদ ৷

আরও পড়ুন: 'চোখ খুলে গিয়েছে, মাথা নত করে ক্ষমা চাইছি', খাদিকুলের মঞ্চে মন্তব্য মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.