ETV Bharat / state

Adhir Slams Bhagwat: শিক্ষা-সচেতনতার বৃদ্ধিতেই জন্ম নিয়ন্ত্রণ সম্ভব, ভাগবতকে কটাক্ষ অধীরের - এনআরসি

আরএসএস (RSS)-এর বিজয়া দশমীর অনুষ্ঠান থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণের (Population Control) পক্ষে সওয়াল করেছিলেন মোহন ভাগবত৷ এই নিয়ে তাঁকে কটাক্ষ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Congress Leader Adhir Chowdhury) ৷

congress-leader-adhir-chowdhury-slams-rss-chief-mohan-bhagwat-on-population-control-issue
Adhir Slams Bhagwat: শিক্ষা-সচেতনতার বৃদ্ধিতেই জন্ম নিয়ন্ত্রণ সম্ভব, ভাগবতকে কটাক্ষ অধীরের
author img

By

Published : Oct 6, 2022, 4:28 PM IST

বহরমপুর, 6 অক্টোবর : জনসংখ্যা নিয়ন্ত্রণ (Population Control) নিয়ে আরএসএস-এর বিজয়া দশমীর অনুষ্ঠান থেকে সরব হয়েছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) ৷ দেশের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণে নীতি প্রয়োজনের প্রাসঙ্গিকতা রয়েছে বলেও দাবি করেছিলেন ৷ এই নিয়ে তাঁকে কটাক্ষ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Congress Leader Adhir Chowdhury) ৷

বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে এক সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ সেখান থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘জন্ম নিয়ন্ত্রণ ভারতবর্ষে আজকের নয় । বহুদিন থেকে চলে আসছে । তাই আজ ভারতবর্ষ যুবকদের দেশ হিসাবে আত্মপ্রকাশ করছে । আগামিদিনে চিনকে ছাপিয়ে যাবে ।’’ ভারত সরকারের রিপোর্টেই বলছে যে জন্ম নিয়ন্ত্রণ বাড়ছে, এমনই জানিয়েছেন অধীর চৌধুরী ৷ তাঁর আরও দাবি, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি পেলে তবেই ভারতে জন্ম নিয়ন্ত্রণ সম্ভব ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কেশব বলিরাম হেডগেওয়ার 1925 সালে বিজয়া দশমীর দিনই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেছিলেন ৷ তাই প্রতিবছর বিজয়া দশমীতে নাগপুরে আরএসএস (RSS)-এর সদর দফতরে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় ৷ বুধবারও তার ব্যতিক্রম হয়নি ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করেন সংঘের সরসংঘচালক ৷

বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীররঞ্জন চৌধুরী

তিনি বলেছিলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মভিত্তিক জনসংখ্যা (Religion Based Population) খুবই গুরুত্বপূর্ণ ৷ এই বিষয়টিকে অবহেলা করা উচিত নয় বলেও তিনি মনে করেন ৷ সেই কারণেই তাঁর বক্তব্য, ‘‘একটা বিস্তারিত জনসংখ্যা নীতি (Population Policy) আনা প্রয়োজন এবং তা সকলের উপর সমানভাবে কার্যকর হওয়া উচিত ৷’’ তখনই জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যকরী হবে বলে তিনি মনে করেন ৷

একই সঙ্গে তাঁর দাবি ছিল, ‘‘যত জনসংখ্যা বাড়বে, ততই বোঝা বাড়বে, এটাই সত্যি ৷ আমাদের ভাবতে হবে 50 বছর পর আমরা কতজনকে খাওয়াতে পারব এবং সাহায্য করতে পারব ৷ জনসংখ্যায় ভারসাম্যহীনতা ভৌগোলিক সীমানা বদলে দেয় ৷’’

এই নিয়েও মোহন ভাগবতকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী ৷ তাঁর দাবি, ‘‘এতদিন আরএসএস এনআরসি (NRC) নিয়ে চিৎকার করেছে । এবার জন্মনিয়ন্ত্রণের কথা বলছে । উনি অন্য ইঙ্গিত করতে চেয়েছেন ৷’’

আরও পড়ুন : জনসংখ্যা নিয়ন্ত্রণে নীতি তৈরির পক্ষে সওয়াল আরএসএস প্রধান ভাগবতের

বহরমপুর, 6 অক্টোবর : জনসংখ্যা নিয়ন্ত্রণ (Population Control) নিয়ে আরএসএস-এর বিজয়া দশমীর অনুষ্ঠান থেকে সরব হয়েছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) ৷ দেশের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণে নীতি প্রয়োজনের প্রাসঙ্গিকতা রয়েছে বলেও দাবি করেছিলেন ৷ এই নিয়ে তাঁকে কটাক্ষ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Congress Leader Adhir Chowdhury) ৷

বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে এক সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ সেখান থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘জন্ম নিয়ন্ত্রণ ভারতবর্ষে আজকের নয় । বহুদিন থেকে চলে আসছে । তাই আজ ভারতবর্ষ যুবকদের দেশ হিসাবে আত্মপ্রকাশ করছে । আগামিদিনে চিনকে ছাপিয়ে যাবে ।’’ ভারত সরকারের রিপোর্টেই বলছে যে জন্ম নিয়ন্ত্রণ বাড়ছে, এমনই জানিয়েছেন অধীর চৌধুরী ৷ তাঁর আরও দাবি, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি পেলে তবেই ভারতে জন্ম নিয়ন্ত্রণ সম্ভব ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কেশব বলিরাম হেডগেওয়ার 1925 সালে বিজয়া দশমীর দিনই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেছিলেন ৷ তাই প্রতিবছর বিজয়া দশমীতে নাগপুরে আরএসএস (RSS)-এর সদর দফতরে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় ৷ বুধবারও তার ব্যতিক্রম হয়নি ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করেন সংঘের সরসংঘচালক ৷

বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীররঞ্জন চৌধুরী

তিনি বলেছিলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মভিত্তিক জনসংখ্যা (Religion Based Population) খুবই গুরুত্বপূর্ণ ৷ এই বিষয়টিকে অবহেলা করা উচিত নয় বলেও তিনি মনে করেন ৷ সেই কারণেই তাঁর বক্তব্য, ‘‘একটা বিস্তারিত জনসংখ্যা নীতি (Population Policy) আনা প্রয়োজন এবং তা সকলের উপর সমানভাবে কার্যকর হওয়া উচিত ৷’’ তখনই জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যকরী হবে বলে তিনি মনে করেন ৷

একই সঙ্গে তাঁর দাবি ছিল, ‘‘যত জনসংখ্যা বাড়বে, ততই বোঝা বাড়বে, এটাই সত্যি ৷ আমাদের ভাবতে হবে 50 বছর পর আমরা কতজনকে খাওয়াতে পারব এবং সাহায্য করতে পারব ৷ জনসংখ্যায় ভারসাম্যহীনতা ভৌগোলিক সীমানা বদলে দেয় ৷’’

এই নিয়েও মোহন ভাগবতকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী ৷ তাঁর দাবি, ‘‘এতদিন আরএসএস এনআরসি (NRC) নিয়ে চিৎকার করেছে । এবার জন্মনিয়ন্ত্রণের কথা বলছে । উনি অন্য ইঙ্গিত করতে চেয়েছেন ৷’’

আরও পড়ুন : জনসংখ্যা নিয়ন্ত্রণে নীতি তৈরির পক্ষে সওয়াল আরএসএস প্রধান ভাগবতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.