ETV Bharat / state

Congress wins in Sagardighi: 22980 ভোটে তৃণমূলকে হারিয়ে সাগরদিঘিতে জয়ী কংগ্রেস - প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী

মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা আসনের উপ নির্বাচনে জয়ী হল কংগ্রেস (Congress wins in Sagardighi Bye Elections 2023) ৷ তৃণমূলকে 22980 ভোটে হারিয়ে জিতলেন কংগ্রেসের বাইরন বিশ্বাস ৷

Congress wins in Sagardighi
Congress wins in Sagardighi
author img

By

Published : Mar 2, 2023, 3:46 PM IST

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 2 মার্চ: উলটপুরাণ সাগরদিঘিতে । তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস (Congress Candidate Byron Biswas Wins) । তৃণমূল কংগ্রেসের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে 22 হাজার 980 ভোটে হারিয়েছেন তিনি ৷ 16 রাউন্ড গণনা শেষে বাইরন বিশ্বাস পেয়েছেন 87 হাজার 611 ভোট । দেবাশিস বন্দ্যোপাধ্য়ায় পেয়েছেন 64 হাজার 631 ভোট । বিজেপি (BJP) প্রার্থী তৃতীয় স্থানে রয়েছেন ।

2021 সালের বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত সাহা 95 হাজার 189 ভোট পেয়েছিলেন ৷ তিনি জিতেছিলেন 51 হাজার 106 ভোটে ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 50.95 শতাংশ ৷ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ৷ তাদের প্রার্থী মাফুজা খাতুন পেয়েছিলেন 44 হাজার 983 ভোট ৷ ভোটের শতাংশে তা ছিল 24.08 ৷ অন্যদিকে কংগ্রেসের জোট প্রার্থী পেয়েছিলেন 36 হাজার 341 ভোট । ফলে সেবার তৃণমূলের চেয়ে প্রায় 51 হাজার ভোটে পিছিয়ে ছিল কংগ্রেস ৷ সেই ব্যবধান মুছে দিয়ে প্রায় 23 হাজার ভোটে জিতলেন কংগ্রেসের বাইরন ৷

তাছাড়া 2021 সালের বিধানসভা ভোটে বাম, কংগ্রেস ও আইএসএফ (ISF) সংযুক্ত মোর্চা তৈরি করে একসঙ্গে লড়াই করেছিল ৷ সেখানে আইএসএফ-এর নৌশাদ সিদ্দিকী (Nawshad Siddiqui) জিতলেও বাম ও কংগ্রেসকে শূন্য হাতে ভোটের ময়দান থেকে ফিরে আসতে হয় ৷ প্রায় দু’ বছর পর সেই পরিস্থিতির বদল ঘটল ৷ কংগ্রেসের বিধায়ক হিসেবে বিধানসভায় জায়গা করে নিতে চলেছেন বাইরন ৷

তবে দিনের শুরুতেই তাঁর জয়ের ইঙ্গিত মিলেছিল । পোস্টাল ব্যালটে মাত্র এক ভোটে এগিয়ে ছিলেন তিনি ৷ তার পর গণনার রাউন্ড যত এগিয়েছে, ততই এগিয়েছেন বাইরন বিশ্বাস ৷ শুধু তৃতীয় রাউন্ডে একবার পিছিয়ে পড়েছিলেন তিনি ৷ সেই সময়ই একটু উচ্ছ্বাস দেখা গিয়েছিল ঘাসফুল শিবিরের মধ্যে ৷ তার পর ভোটের ভবিষ্যৎ আঁচ করে গণনা কেন্দ্র ছেড়ে এক এক করে চলে যান তৃণমূল কংগ্রেসের নেতারা ৷ অন্যদিকে কংগ্রেসের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ভোটের ব্যবধানের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে ৷

যদিও এই জয়ের নেপথ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Congress MP Adhir Chowdhury) রয়েছেন বলে মত রাজনৈতিক মহলের । কারণ, প্রার্থীর নাম ঘোষণার পর মূলত তাঁর উদ্যোগের বামেদের কাছে জোট প্রস্তাব যায় ৷ সেই প্রস্তাব মেনে প্রার্থী দেয়নি বামেরা ৷ কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় তারা ৷ ফলে এদিনের জয়ে বহরমপুরে নিজেকে আটকে রাখতে পারেননি অধীর চৌধুরী ৷ তিনি সরাসরি চলে আসেন সাগরদিঘিতে ৷ সেখান থেকে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে যে হারানো সম্ভব, তা দেখিয়ে দিল সাগরদিঘি ৷

আরও পড়ুন: মমতাকেও যে হারানো যায় দেখিয়ে দিল সাগরদিঘি, তৃণমূলকে হুঁশিয়ারি অধীরের

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 2 মার্চ: উলটপুরাণ সাগরদিঘিতে । তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস (Congress Candidate Byron Biswas Wins) । তৃণমূল কংগ্রেসের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে 22 হাজার 980 ভোটে হারিয়েছেন তিনি ৷ 16 রাউন্ড গণনা শেষে বাইরন বিশ্বাস পেয়েছেন 87 হাজার 611 ভোট । দেবাশিস বন্দ্যোপাধ্য়ায় পেয়েছেন 64 হাজার 631 ভোট । বিজেপি (BJP) প্রার্থী তৃতীয় স্থানে রয়েছেন ।

2021 সালের বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত সাহা 95 হাজার 189 ভোট পেয়েছিলেন ৷ তিনি জিতেছিলেন 51 হাজার 106 ভোটে ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 50.95 শতাংশ ৷ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ৷ তাদের প্রার্থী মাফুজা খাতুন পেয়েছিলেন 44 হাজার 983 ভোট ৷ ভোটের শতাংশে তা ছিল 24.08 ৷ অন্যদিকে কংগ্রেসের জোট প্রার্থী পেয়েছিলেন 36 হাজার 341 ভোট । ফলে সেবার তৃণমূলের চেয়ে প্রায় 51 হাজার ভোটে পিছিয়ে ছিল কংগ্রেস ৷ সেই ব্যবধান মুছে দিয়ে প্রায় 23 হাজার ভোটে জিতলেন কংগ্রেসের বাইরন ৷

তাছাড়া 2021 সালের বিধানসভা ভোটে বাম, কংগ্রেস ও আইএসএফ (ISF) সংযুক্ত মোর্চা তৈরি করে একসঙ্গে লড়াই করেছিল ৷ সেখানে আইএসএফ-এর নৌশাদ সিদ্দিকী (Nawshad Siddiqui) জিতলেও বাম ও কংগ্রেসকে শূন্য হাতে ভোটের ময়দান থেকে ফিরে আসতে হয় ৷ প্রায় দু’ বছর পর সেই পরিস্থিতির বদল ঘটল ৷ কংগ্রেসের বিধায়ক হিসেবে বিধানসভায় জায়গা করে নিতে চলেছেন বাইরন ৷

তবে দিনের শুরুতেই তাঁর জয়ের ইঙ্গিত মিলেছিল । পোস্টাল ব্যালটে মাত্র এক ভোটে এগিয়ে ছিলেন তিনি ৷ তার পর গণনার রাউন্ড যত এগিয়েছে, ততই এগিয়েছেন বাইরন বিশ্বাস ৷ শুধু তৃতীয় রাউন্ডে একবার পিছিয়ে পড়েছিলেন তিনি ৷ সেই সময়ই একটু উচ্ছ্বাস দেখা গিয়েছিল ঘাসফুল শিবিরের মধ্যে ৷ তার পর ভোটের ভবিষ্যৎ আঁচ করে গণনা কেন্দ্র ছেড়ে এক এক করে চলে যান তৃণমূল কংগ্রেসের নেতারা ৷ অন্যদিকে কংগ্রেসের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ভোটের ব্যবধানের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে ৷

যদিও এই জয়ের নেপথ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Congress MP Adhir Chowdhury) রয়েছেন বলে মত রাজনৈতিক মহলের । কারণ, প্রার্থীর নাম ঘোষণার পর মূলত তাঁর উদ্যোগের বামেদের কাছে জোট প্রস্তাব যায় ৷ সেই প্রস্তাব মেনে প্রার্থী দেয়নি বামেরা ৷ কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় তারা ৷ ফলে এদিনের জয়ে বহরমপুরে নিজেকে আটকে রাখতে পারেননি অধীর চৌধুরী ৷ তিনি সরাসরি চলে আসেন সাগরদিঘিতে ৷ সেখান থেকে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে যে হারানো সম্ভব, তা দেখিয়ে দিল সাগরদিঘি ৷

আরও পড়ুন: মমতাকেও যে হারানো যায় দেখিয়ে দিল সাগরদিঘি, তৃণমূলকে হুঁশিয়ারি অধীরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.