ETV Bharat / state

অধীরের সভার আগে কান্দিতে ছেঁড়া হল ফ্লেক্স, অভিযুক্ত তৃণমূল

কান্দির পাখমারা ডোব থেকে বিশ্রামতলা মোড় পর্যন্ত মহামিছিল করার কথা রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির ৷ এরপর বিশ্রামতলা মোড়ে একটা জনসভাও করবেন তিনি ৷ তার আগে ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

congress accuses tmc for flex torn
অধীর চৌধুরির জনসভা
author img

By

Published : Jan 7, 2021, 7:59 AM IST

কান্দি, 7 জানুয়ারি : অধীর চৌধুরির জনসভার আগে ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ মুর্শিদাবাদের কান্দি এলাকার ঘটনা ৷

আজ কান্দির পাখমারা ডোব থেকে বিশ্রামতলা মোড় পর্যন্ত মহামিছিল করার কথা রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির ৷ এরপর বিশ্রামতলা মোড়ে একটা জনসভাও করবেন তিনি ৷ তারই প্রস্তুতি হিসেবে শহরের বিভিন্ন এলাকায় পতাকা ও ফ্লেক্স লাগানো হয় ৷ অভিযোগ, রাতে দুষ্কৃতীরা পতাকা ও ফ্লেক্সগুলো ছিঁড়ে ফেলে ৷ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছেন কংগ্রেস কর্মীরা ৷

আরও পড়ুন : বাবুলকে আইনি নোটিস অভিষেকের

এই প্রসঙ্গে কান্দির বিধায়ক সফিউল আলম খান বলেন, "তৃণমূল ফ্লেক্স ছিঁড়ে ফেলে অধীর রঞ্জন চৌধুরির জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছে ।" মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি নরত্তোম সিংহ বলেন, "তৃণমূল কংগ্রেসের মাটি হারানোর ভয় হয়েছে ৷ যার জেরে জাতীয় কংগ্রেসের পতাকা ছিঁড়ে ফেলেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ কান্দির তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবল দাস বলেন, "তৃণমূল কংগ্রেসের এখনও অতটা দুর্দিন এসে যায়নি যে কোনও একটি রাজনৈতিক দলের পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে ফেলতে হবে । কংগ্রেসকে কোরোনার সময় থেকে খুঁজে পাওয়া যায়নি । যে অভিযোগ কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে এনেছে সেটা একেবারেই ভিত্তিহীন ।" এবিষয়ে আর এক তৃণমূল নেতা গৌরব চ্যাটার্জি বলেন, "তৃণমূল কংগ্রেস এধরনের কাজ করতে পারে না ৷ কংগ্রেস পার্টি তাদের অস্তিত্ব হারিয়েছে ৷ নিজেদের রাজনৈতিক কর্মসূচি যাতে একটা হাইপ পায় তার জন্যই তারা নিজেদের পতাকা নিজেরা ছিঁড়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে ।"

এই ঘটনায় কংগ্রেসের তরফে বুধবার রাতে কান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই ধরনের কাজ যে বা যারা করেছে তাদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানানো হয়েছে ।

কান্দি, 7 জানুয়ারি : অধীর চৌধুরির জনসভার আগে ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ মুর্শিদাবাদের কান্দি এলাকার ঘটনা ৷

আজ কান্দির পাখমারা ডোব থেকে বিশ্রামতলা মোড় পর্যন্ত মহামিছিল করার কথা রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির ৷ এরপর বিশ্রামতলা মোড়ে একটা জনসভাও করবেন তিনি ৷ তারই প্রস্তুতি হিসেবে শহরের বিভিন্ন এলাকায় পতাকা ও ফ্লেক্স লাগানো হয় ৷ অভিযোগ, রাতে দুষ্কৃতীরা পতাকা ও ফ্লেক্সগুলো ছিঁড়ে ফেলে ৷ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছেন কংগ্রেস কর্মীরা ৷

আরও পড়ুন : বাবুলকে আইনি নোটিস অভিষেকের

এই প্রসঙ্গে কান্দির বিধায়ক সফিউল আলম খান বলেন, "তৃণমূল ফ্লেক্স ছিঁড়ে ফেলে অধীর রঞ্জন চৌধুরির জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছে ।" মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি নরত্তোম সিংহ বলেন, "তৃণমূল কংগ্রেসের মাটি হারানোর ভয় হয়েছে ৷ যার জেরে জাতীয় কংগ্রেসের পতাকা ছিঁড়ে ফেলেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ কান্দির তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবল দাস বলেন, "তৃণমূল কংগ্রেসের এখনও অতটা দুর্দিন এসে যায়নি যে কোনও একটি রাজনৈতিক দলের পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে ফেলতে হবে । কংগ্রেসকে কোরোনার সময় থেকে খুঁজে পাওয়া যায়নি । যে অভিযোগ কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে এনেছে সেটা একেবারেই ভিত্তিহীন ।" এবিষয়ে আর এক তৃণমূল নেতা গৌরব চ্যাটার্জি বলেন, "তৃণমূল কংগ্রেস এধরনের কাজ করতে পারে না ৷ কংগ্রেস পার্টি তাদের অস্তিত্ব হারিয়েছে ৷ নিজেদের রাজনৈতিক কর্মসূচি যাতে একটা হাইপ পায় তার জন্যই তারা নিজেদের পতাকা নিজেরা ছিঁড়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে ।"

এই ঘটনায় কংগ্রেসের তরফে বুধবার রাতে কান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই ধরনের কাজ যে বা যারা করেছে তাদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.