ETV Bharat / state

Soil Mafias: রমরমিয়ে চলছে মাটি কাটার কাজ, যাতায়াতকারী রাস্তা থেকে মাটি তুলে চলছে পাচার

author img

By

Published : Apr 22, 2023, 10:36 PM IST

আজ বিশ্ব ধরিত্রী দিবস ৷ নেই সচেতনতা ৷ সে দিনই সামনে এল মুর্শিদাবাদে অবাধে মাটি কাটার ঘটনা ৷ সাধারণ মানুষের ব্য়বহারের রাস্তা থেকে অবাধে চলছে মাটি কাটা ৷ অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের দাবি কান্দির বিজেপি মুখপাত্রের ৷

Etv Bharat
রমরমিয়ে চলছে মাটি কাটার কাজ
রমরমিয়ে চলছে মাটি কাটার কাজ

মুর্শিদাবাদ, 22 এপ্রিল: ক্রমশই বৃদ্ধিপাচ্ছে মাটি মাফিয়ার দৌরাত্ম্য ৷ সাধারণ মানুষের চলার জন্য তৈরি রাস্তা থেকে মাটি কাটা হচ্ছে ৷ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে চলছে অসাধুু মাটি ব্যবসায়ীদের মাটি কাটার কাজ ৷ দিবালোকে চাষের জমি, রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টর ভর্তি করে মাটি । এলাকাবাসীরা নিশ্চুপ ৷ মুখ খুললেই হুমকি, ফলে ভয়ে চুপ থাকাই শ্রেয় মনে করেন তাঁরা । যশোহরি আনুখা 2নম্বর পঞ্চায়েতের অধীনে মাধুনিয়া সোনাজলের পাড় এলাকায় ধনুপুকুর চত্বরের ঘটনা ।

তবে যে অংশ থেকে মাটি চুরি হচ্ছে, দীর্ঘদিন আগে সেখানে ছিল ক্যানেল । জনসাধরণের সুবিধার্থে মাটি ফেলে রাস্তা তৈরি করেছিল তৎকালীন কংগ্রেস সরকার ৷ বর্তমানে সেই রাস্তা থেকেই ট্রাক্টরে করে মাটি কাটার অভিযোগ মাফিয়াদের বিরুদ্ধে ৷ এই মাটি তোলার ফলে তৈরি হচ্ছে খাদ ।

এই প্রসঙ্গেই বিষয়ে যশোহরি আনুখা 2 নং পঞ্চায়েতের প্রাক্তন জেলা পরিষদের মেম্বার ধনঞ্জয় ঘোষ জানান, গোলাহাট থেকে মাধুনিয়া পর্যন্ত একটি পরিত্যক্ত ক্যানেল পড়েছিল ৷ সম্ভবত 2009-10 সালে যখন ওনার স্ত্রী পূর্ণিমা ঘোষ উক্ত পঞ্চায়েতের প্রধান ছিলেন ৷ তখন 100 দিনের কাজের প্রকল্পে রাস্তা তৈরি করা হয় দু’টি গ্রামের যোগাযোগের জন্য । প্রায় 1.5 কিমি রাস্তাও তৈরি হয়েছিল ৷ তৎকালীন সময়ে গ্রামপ্রধান ছিল কংগ্রেসের অধীনে। তবে এই রাস্তা তৈরি নিয়ে জল ঘোলা হয়েও, জনহিতার্থ মূলক কাজের জন্য রাস্তাটি তৈরি হয় ৷ সেই রাস্তা থেকেই মাটি কাটার অভিযোগ মাটি মাফিয়াদের বিরুদ্ধে ৷

এই প্রসঙ্গেই কংগ্রেস নেতা নরোত্তম সিংহ বলেন, "চাকরি চুরি, বালি চুরি, কয়লা কেলেঙ্কারি, সোনা পাচার, দু’নম্বরি টাকার মতো মাটি চুরি হচ্ছে । স্থানীয় তৃণমূল নেতৃত্ব এরসঙ্গে জড়িত । লুঠপাটের রাজত্ব চলছে, যা দেখে প্রশাসন উদাসীন । তাদের সজাগ হতে হবে । কংগ্রেস আমলে রাস্তা তৈরি হয়েছিল । এখন মাটি চুরি হচ্ছে তাতে কংগ্রেস দায়ী নয়। ক্যানেল বুজিয়ে রাস্তা নির্মাণের জন্য মামলা হলেও আদালতের রায়ে জিতেছিল প্রধান।"

আরও পড়ুন: মাটি মাফিয়াদের রুখতে কোপাই নদীর পাড়ে তৃণমূল অভিযান

এ বিষয়ে কান্দি মহকুমার বিজেপি মুখপাত্র বিনিতা রায়ের অভিযোগ, 100 দিনের কাজে মাটি ফেলে রাস্তা তৈরি হয় । এখন তৃণমূলের দলের লোকেরাই সে মাটি তুলছে । চুরি করতে করতে এখন রাস্তা থেকে মাটি তুলতে লেগেছে । প্রশাসন হস্তক্ষেপ না-করলে বিজেপি আগামিদিনে বৃহত্তর আন্দোলনে নামবে ।

রমরমিয়ে চলছে মাটি কাটার কাজ

মুর্শিদাবাদ, 22 এপ্রিল: ক্রমশই বৃদ্ধিপাচ্ছে মাটি মাফিয়ার দৌরাত্ম্য ৷ সাধারণ মানুষের চলার জন্য তৈরি রাস্তা থেকে মাটি কাটা হচ্ছে ৷ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে চলছে অসাধুু মাটি ব্যবসায়ীদের মাটি কাটার কাজ ৷ দিবালোকে চাষের জমি, রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টর ভর্তি করে মাটি । এলাকাবাসীরা নিশ্চুপ ৷ মুখ খুললেই হুমকি, ফলে ভয়ে চুপ থাকাই শ্রেয় মনে করেন তাঁরা । যশোহরি আনুখা 2নম্বর পঞ্চায়েতের অধীনে মাধুনিয়া সোনাজলের পাড় এলাকায় ধনুপুকুর চত্বরের ঘটনা ।

তবে যে অংশ থেকে মাটি চুরি হচ্ছে, দীর্ঘদিন আগে সেখানে ছিল ক্যানেল । জনসাধরণের সুবিধার্থে মাটি ফেলে রাস্তা তৈরি করেছিল তৎকালীন কংগ্রেস সরকার ৷ বর্তমানে সেই রাস্তা থেকেই ট্রাক্টরে করে মাটি কাটার অভিযোগ মাফিয়াদের বিরুদ্ধে ৷ এই মাটি তোলার ফলে তৈরি হচ্ছে খাদ ।

এই প্রসঙ্গেই বিষয়ে যশোহরি আনুখা 2 নং পঞ্চায়েতের প্রাক্তন জেলা পরিষদের মেম্বার ধনঞ্জয় ঘোষ জানান, গোলাহাট থেকে মাধুনিয়া পর্যন্ত একটি পরিত্যক্ত ক্যানেল পড়েছিল ৷ সম্ভবত 2009-10 সালে যখন ওনার স্ত্রী পূর্ণিমা ঘোষ উক্ত পঞ্চায়েতের প্রধান ছিলেন ৷ তখন 100 দিনের কাজের প্রকল্পে রাস্তা তৈরি করা হয় দু’টি গ্রামের যোগাযোগের জন্য । প্রায় 1.5 কিমি রাস্তাও তৈরি হয়েছিল ৷ তৎকালীন সময়ে গ্রামপ্রধান ছিল কংগ্রেসের অধীনে। তবে এই রাস্তা তৈরি নিয়ে জল ঘোলা হয়েও, জনহিতার্থ মূলক কাজের জন্য রাস্তাটি তৈরি হয় ৷ সেই রাস্তা থেকেই মাটি কাটার অভিযোগ মাটি মাফিয়াদের বিরুদ্ধে ৷

এই প্রসঙ্গেই কংগ্রেস নেতা নরোত্তম সিংহ বলেন, "চাকরি চুরি, বালি চুরি, কয়লা কেলেঙ্কারি, সোনা পাচার, দু’নম্বরি টাকার মতো মাটি চুরি হচ্ছে । স্থানীয় তৃণমূল নেতৃত্ব এরসঙ্গে জড়িত । লুঠপাটের রাজত্ব চলছে, যা দেখে প্রশাসন উদাসীন । তাদের সজাগ হতে হবে । কংগ্রেস আমলে রাস্তা তৈরি হয়েছিল । এখন মাটি চুরি হচ্ছে তাতে কংগ্রেস দায়ী নয়। ক্যানেল বুজিয়ে রাস্তা নির্মাণের জন্য মামলা হলেও আদালতের রায়ে জিতেছিল প্রধান।"

আরও পড়ুন: মাটি মাফিয়াদের রুখতে কোপাই নদীর পাড়ে তৃণমূল অভিযান

এ বিষয়ে কান্দি মহকুমার বিজেপি মুখপাত্র বিনিতা রায়ের অভিযোগ, 100 দিনের কাজে মাটি ফেলে রাস্তা তৈরি হয় । এখন তৃণমূলের দলের লোকেরাই সে মাটি তুলছে । চুরি করতে করতে এখন রাস্তা থেকে মাটি তুলতে লেগেছে । প্রশাসন হস্তক্ষেপ না-করলে বিজেপি আগামিদিনে বৃহত্তর আন্দোলনে নামবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.